নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪

চিঠি পাঠিয়েছি সেই কবে, এখনো এসে পৌছায়নি প্রতিউত্তর

যায়নি বুঝি চিঠি আমার, প্রিয়ার কাছে, নীলকন্ঠীমেঘের খামে দিয়েছিলাম চিঠি

সযতনে লিখেছিলাম প্রাপক প্রেরকের নাম!

হাওয়া আমার পোষ্টমাষ্টার, ইথার আমার টিকেট।

ওদের আমি খুব করে বুঝিয়ে দিয়েছি, চিঠি যেন দ্যায় প্রিয়ার হাতে।



না জানি সে চিঠির প্রতীক্ষায় কতো প্রহর গুনছে

সালতামামীর পাতা একে একে উলটে যাচ্ছে

দিন গুনছে অনবরত; ছলছল চোখে তাকিয়ে আছে

পথের বাঁকে গাছের ছায়ায়।



এদিকে আমার সদর দরোজা খোলা রেখেছি

ডাকপিয়ন কখন আসবে তার উত্তর নিয়ে।

আমার দিনরাত চিঠির প্রতিক্ষায়।



লোকমুখে খবর নিচ্ছি কোথায় আছে সে বদমাস ডাকপিয়ন!

কোথায় গেছে আমার দরজায় কড়া না নেড়ে...



কে যেন এসে খবর দিয়ে গেলো, শহরে আজ কারফিউ

হাওয়াদের তাই চলাচলে বাঁধা! আবার কে যেন বলল

ডাকপিয়নের অসুখ হয়েছে, মনের অসুখ! তাই আসছে না সে

দিচ্ছে না আমায় খবর! ডাকপিয়ন, তুমি তো বুঝো না

আমার মনে যে তোমার অসুখ।



দোহাই ডাকপিয়ন, তোমার কাছে করজোড় করি

পৌছে দাও আমার খবর তার কাছে, কিংবা তার খবর আমার কাছে।



সংসার আমার ভেঙ্গে গেছে সেই কবে, সময়ের কষাঘাতে

পাললিক কিছু স্মৃতি জমে আছে, জমে আছে সে স্মৃতির বিরহ

ডাকপিয়ন তুমি আর কিছু না পারো, অন্তত এতোটুকু জানিয়ে

দাও, আমার সবুজ মেয়ে সবুজটিই আছে, ভালো আছে।

মন্তব্য ৪৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাবসিলাম ব্লগে আর সময় দিবো না, বাট কবিতা লিখে ফেললে ব্লগে দেয়া ছাড়া আমার কোন জায়গা নাই। তাই ব্লগেই দিলাম।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিঃস্বদের নিসঙ্গতাই শ্রেয়। আর কবিতার জন্য একাকীত্ব। আশাকরি বুঝতে পারসেন!

আপনার জন্য শুভকামনা।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

বোকামন বলেছেন:





আপনার ডাকে সাড়া দেক মেঘের ডাকপিয়ন
স্মৃতির পাতায় চিঠির খামে মুগ্ধ আমার মন !

শ্রদ্ধেয় কবি,
আপনার এবং সবুজ মেয়ের শুভকামনায়...
শুভ নববর্ষ !

ধন্যবাদ

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সবুজ হারিয়ে গেছে, সবুজে লেগেছে শীতের হাওয়া। ঝরে যাচ্ছে একে একে সব সবুজ পাতা।

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকবেন।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

একজন আরমান বলেছেন:
মন খারাপের চিঠিতে ভালো লাগা।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আরমান।

আপনার জন্য শুভ কামনা রইল।

নতুন বছরের শুভেচ্ছা।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

নীল-দর্পণ বলেছেন: Ekhon r dakpion er asay bose thakte hoyna. jar chithi tar kase e pouche jay muhurte majhe tar poreo kokhono kokhono asay bose thekeo paoa jayna kangkhito chithir uttor...


blog chere diben mane ki !! blog chere kotthao jaoa jabena.

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আমার এখন পর্যন্ত যতো কবিতা লেখা হইসে, ওতে ৬ ফর্মার দুইটা বই খুব সহজে বের করা যায়। কবিতার মান যাই হউক। এতোকবিতা লিখসি বাট কোন কবিতা লিখে আপ্লুত হই নাই।

কিন্তু, এই কবিতা লেখার সময় বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নাকাটি করসি। জানিনা এই কবিতা আমার কছে এতো জীবন্ত লাগছে কেন। যদিও এ কবিতা কারো কাছে ড্রামাটিক মনে হতে পারে।

যাই হউক, ব্লগে আর আগের মতো রেগুলার হতে পারবো না। আর যদি কখনো কবিতা লিখতে পারি তাহলে হয়তো ব্লগে পোষ্ট করা হবে, অন্যথা ব্লগে আসা হবে না।

ভালো থাকবেন আপু।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
লেখালেখিটা ধরে রাখতে শুধু পোস্ট ই না হয় দিয়ে যান।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আমি নিঃস্ব হয়ে গেছি, কবিতা আমার কাছে দেবী। আর কোনদিন দেবীর আরোধণা করবো না।

ভালো থাকবেন।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

বিষাদ সজল বলেছেন: কবিতায় ভাল লাগা আলাউদ্দিন ভাই ।
হয়তো সময়ের প্রয়োজনে ব্যস্ততাকে অস্বীকার করা যায়না ।
তবু লেখালেখিটা চালিয়ে যান ।
স্রষ্টাপ্রদত্ত এই প্রতিভাকে অগ্রাহ্য করার অধিকার আপনার নেই ।
আরো লিখবেন ।
দুহাত খুলে ।
না পারলে এক হাতেই লিখবেন ।
তবু লিখে যেতেই হবে ।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আমি নিঃস্ব হয়ে গেছি, কবিতা আমার কাছে দেবী। আর কোনদিন দেবীর আরোধণা করবো না।

ভালো থাকবেন।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিকে ফিরে পেয়ে ভাল লাগছে ।
নতুন বছরের শুভেচ্ছা নিন কবি ।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আমি নিঃস্ব হয়ে গেছি, কবিতা আমার কাছে দেবী। আর কোনদিন দেবীর আরোধণা করবো না।

নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকবেন।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দোহাই ডাকপিয়ন, তোমার কাছে করজোড় করি
পৌছে দাও আমার খবর তার কাছে, কিংবা তার খবর আমার কাছে।'',,,,,,,,,,,,,,,,'' লেখায় অনেক বেশি ভাললাগা,,,,এত আবেগ ঢেলে লিখেছেন ,,,ভাল না লেগে পারে!!!!
আরো সুন্দর কবিতার প্রত্যাশা করছি

শুভ নববর্ষ,,,,,,,,,,,,,,ভাল কাটুক নতুন বছর

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, কবিতা আমার কাছে দেবী। আর কোনদিন দেবীর আরোধণা করবো না।

শুভ নববর্ষ।
ভালো থাকবেন।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

রঙ তুলি ক্যানভাস বলেছেন: সুন্দর।
শুভ নববর্ষ :)

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভ নববর্ষ আপু।

ভালো থাকবেন।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

মাক্স বলেছেন: ভালো লাগলো আবেগী কবিতা!

নববর্ষের শুভেচ্ছা রইল!

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাক্স।
শুভ নববর্ষ।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালোলাগা রেখে গেলাম কবি।


শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শোভন।
আবার যদি আমি কখনো আমি হই, তবে আপনার ব্লগে যাবো।
আমি আজকাল কিছুই পড়তে পারি না।

শুভ নববর্ষ।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ভাল লাগা । চিঠি আমার অনেক প্রিয় ।

ব্যস্ততা কেটে যাক , মানসিক প্রশান্তি ফিরে আসুক । প্রিয় কবির জন্য নতুন বছরের প্রার্থনা ।
শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটা তো ড্রামাটিক চিঠি!! ড্রামাটিক চিঠি ভালো না লাগাই ভালো।

আপু, অনেক অনেক ভালো থেকো।

নতুন বছরের শুভেচ্ছা।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মামুন রশিদ বলেছেন: সংসার আমার ভেঙ্গে গেছে সেই কবে, সময়ের কষাঘাতে
পাললিক কিছু স্মৃতি জমে আছে, জমে আছে সে স্মৃতির বিরহ


চিঠি আসুক সময়ের ইথারে ভেসে, চিঠি আসুক সবুজ মেয়েটির সজীবতা ছড়াতে । অনেক ভালোলাগা কবি ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মামুন ভাই।

দোয়া করবেন, লাইফের সবচে কষ্টের টাইম পার করসি।

নববর্ষের শুভেচ্ছা।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

আশিক মাসুম বলেছেন: ভালো লাগলো। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকবেন।

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার কবিতা আবারো পড়তে পেরে খূব ভালো লাগলো!
নববর্সের শুভেচ্ছা। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

বাট আমি কিন্তু রেগুলার না ব্লগে। যদি আর কখনো কবিতা লিখতে পারি তবে ব্লগে দিবো।

দোয়া করবেন, লাইফের সবচে কঠিন সময় পার করছি।

নতুন বছরের শুভেচ্ছা।

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

নুসরাতসুলতানা বলেছেন: আপনার লাস্ট কবিতাটা আর এই কবিতাটা --একেবারেই অন্যরকম।লেখায় একটি বাঁক নিয়েছে মনে হলো ---আপনার কবি বন্ধুরা ভাল বলতে পারবেন।অন্যরকম সুন্দর এই কবিতাটাও।আর লাইফে পরাজয় মেনে নেয়া , পিছু হটে যাওয়া --এসব ঠিক মেনে নিতে পারিনা।কবিরা যেমন অন্যদের তার কবিতার মাধ্যমে স্বপ্ন দেখাবে তেমনি নিজেও স্বপ্ন দেখবে , কার্যকর করবে----

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আমি স্বপ্ন দেখতে ভুলে গেছি। স্বপ্ন কী করে দেখে তাও জানিনা এখন।
আমার সাহস খুব কম, তাই পিস্তলের সেফটি ক্যাচ অফ করে, একদম খুলি বরাবর গুলি চালাতে পারছি না।

ভালো থাকবেন।

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

রাতুল_শাহ বলেছেন: ভাই ভা্লো লাগলো।

আপনাকে পান্তা-পেয়াজ আর শুকনো পোড়া মরিচের বৈশাখী শুভেচ্ছা।

শুভ নববর্ষ।

কেমন কাটলো আজকে?

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজ সারাদিন দুই প্যাকেট সিগারেট টানসি। আর কিছু খাই নাই, করিও নাই। সিগারেট টানসি। আর দুইটা কবিতা লিখসি।


নতুন বছরের শুভেচ্ছা।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫

আমিনুর রহমান বলেছেন:

চমৎকার +++

ধন্যবাদ কবি।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমিন ভাই, ভালো নাই।

দোয়া করবেন।

নতুন বছরের শুভেচ্ছা।

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

সায়েম মুন বলেছেন: আশা করি চিঠিটা পেয়ে যাবেন। :P

ভাল লাগলো কবি।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সায়েম ভাই, ভালো নাই। আমি মোটেও ভালো নাই।

দোয়া করবেন।

নতুন বছরের শুভেচ্ছা।

২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

ঝটিকা বলেছেন: লাস্ট প্যারাটা বেশি ভালো লাগলো। পুরো কবিতাটায় কেমন যেন অভিমান মেশান গভির কষ্টের ছাপ। আমি নিজেই বুকের ভিতর একটা ব্যাথার স্রোত অনুভব করলাম। এখানেই লেখকের সার্থকতা।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার অন্তরালে আমি লুকিয়ে আছি
কেউ জানলো না বুঝলো না।
আমার গোপন কথাদের যাদের বলি
তারা আমার কাছে থাকতে চায়না!
বুঝতে চায় না আমি তার মাঝে আছি
কেবল বুঝে আমি বুঝি করি ছলনা!


ব্লগে স্বাগতম।
নতুন বছরের শুভেচ্ছা।

২১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার +++++

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা,

২২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

ফালতু বালক বলেছেন: kabbe valo laga

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা।

২৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
'আজ তোমার চিঠি যদি নাই পেলাম হায়
ভেবে নেবো
ডাক পিওনের অসুখ হয়েছে!'

আপনার চিঠিটা পড়ে ফিডব্যাকের এ গানটি মনে পড়লো...............

শুভনববর্ষ।।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রাপক না থাকলেই বরং ভালো হতো! চিঠি পাওয়ার ইচ্ছে জাগতো না।

ভালো থাকবেন, প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.