নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতার খাতা আশ্রিত শব্দদের প্রতিলিপি

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫১





আধশোয়া হয়ে শুয়ে আছি, হাতে প্রিয় কবিতার বই। পড়লাম একটি দ্বীপ। পুষ্পরশ্মির চারপাশে উড়ছে একঝাঁক প্রজাপতি। প্রবাহমান নদীর মতো উড়ছে আনমনে। থোকা থোকা ফুলের বৃতি ও কেশর ঘিরে বসছে, উড়ছে। নান্দনিক সৌন্দর্যের কথা পড়ছি আর ভাবছি অমনি একঝাঁক প্রজাপতি উড়ে এসে বসুক আমার কবিতার খাতায়। প্রজাপতির পাখাকে ঘিরে রচনা করবো একটা কবিতা। সবার অলক্ষে পাঁজর খুঁড়ে তুলে আনবো একটা ফুলের নাম। ফুল ও প্রজাপতি। কবিতাটা স্থানুও প্রবহমানতার প্রতিচ্ছবি হয়ে থাকবে। দাড়ি, কমা, সেমিকোলন, কখনোবা আশ্চর্যবোধক চিহ্ন! এইসব যতিচিহ্নে এক এক করে যুক্ত করবো রক্ত গোধূলির রেখাও আঙ্গিক!



হঠাৎ, কোথা থেকে উড়ে এলো একটা প্রজাপতি। বসলো তর্জনীতে। চেয়ে দেখলাম শাদা পাখার একটা প্রজাপতি। আর কোন রঙ নেই। এস্ট্রেতে আধখাওয়া সিগারেটর ছাই ফেলতে ফেলতে চোখ চলে যায় কবিতায়। পড়লাম, প্রাণের যতো নান্দনিক রঙ, সব অই প্রজাপতির পাখাতে!



কবিতার বইয়ে শাদাপাতায় কালো গোটা গোটা অক্ষর।শাদাপ্রজাপতির ডানায় কালো নীল বলপয়েন্টের একেকটি আঁচড়ে আকাশের পোট্রেট আঁকতে শুরু করলাম। আকাশের যতো নীল আর কালো মেঘের ঘনঘটা সব আঁকলাম প্রজাপতি ক্যানভাসে। বিগত ভালোবাসার যে উপন্যাস লেখা হয়েছিলো তাতে তুমি ছিলে মেঘের আরাধনায় মত্ত! আর আমি ছিলাম শরতাকাশের সাথে প্রিয় কাশ ফুলের মেলবন্ধনে ব্যস্ত।



বর্ষা ও শরৎ দুটি ভিন্ন ঋতু। যদিও একই আকাশে তাদের উপস্থিতির জানান দ্যায়। কিন্তু কত অমিল আমাদের দিগন্তে। তাই প্রজাপতির ডানায় এঁকে দিলাম আমাদের বৈপরীত্যের যতো খেয়াল খুশি।





___________________________





মন্তব্য ৮৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর !

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আপনিও ফাঁকিবাজি কমেন্ট করতে পারেন??? :-/


থ্যাঙ্কস আপু। :(

২| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার আলাউদ্দিন ভাইয়া।
মুগ্ধতা ||

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।

শুভ কামনা রইল।

শুভ বিকেল।

৩| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: ব্লগে তোমরা আমার আগে আসছ , তোমাদের দেখেই শিখছি ফাঁকিবাজি । আর কাউরে আন্তরিকতা নিয়া তাদের লেখার সম্পর্কে কিছু বললে তারা ভালো চোখে দেখে না। ফেবুতে তুমিও আমার সাথে কিঞ্চিত পার্ট নিছ , তাই এখন থেকে ফাঁকিবাজি কমেন্টই পাবা নাইলে দাগাইয়া যামু , পড়ে কমেন্ট করুম বা লেখা নিয়া বলুম বইলা । :||

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওরে মোর খোদা, আপু কইতাসেন কি! আমি পার্ট লইসি! আমি তো অইদিন ফানের মুডে ছিলাম, তাই স্ট্যাটাসে অমন কমেন্ট করসি। আর আপনি আঁচড় বানানে নোটিশ করাতেই আজ ঠিক করে ব্লগে পোষ্ট করসি।

আর ব্লগে আমার কমেন্ট নিয়া যদি বলেন তবে বলতেই হয় গত মাস তিনেক যাবত মেন্টালী ডিস্টার্বড। দেখেনই আমি ব্লগে এখন আগের মতো আসি না। আসলে পড়তে পারি না। পড়তে গেলেই আত্নভোলা হয়ে যাই। তাই পড়া একরকম বন্ধ রাখসি।

আর কোন পোষ্টে ঢুকলে তাতে কমেন্ট করে পর্যবেক্ষণে রাখি। যাতে করে পরবর্তীতে গিয়ে পড়ে আসতে পারি।

এইবার থেকে নো দাগাদাগি! একবারেই কমেন্ট করে আসবো।

তাও আপনি ফাঁকিবাজি কমেন্ট কইরেন না। আপনার বিশদ মন্তব্য পেয়ে অভ্যস্থ। বঞ্চিত হতে চাই না।

৪| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: ওকে দাগাইয়া গেলাম। আসুম নি আবার ! ( পার্ট নেয়ার ইমো হপে )

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অপেক্ষার ইমোও সামু বানায় নাই।

অপেক্ষার ইমো হইবেক! :D

৫| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

আরজু পনি বলেছেন:

পুরনো পদ্ধতিতে ছবি দেয়ার চেষ্টা করেন, কবি।

নতুন পোস্ট লিখার জন্যে নতুন আরেকটা ট্যাব খুলে...সেখানে পুরনো পদ্ধতিতে ফটো আপলোড করে সেটা কপি পেস্ট করে মুল পোস্টের উপরে দিয়ে দেন, হয়ে যাবে।

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছবি সমস্যার সমাধান মনে হয় হইসে! বাট ছবি শো করে না। সামুতে ছবি আপলোড আর মরুভূমিতে পানির খোঁজ পাওয়া। দুই-ই কঠিন কাজ!


আপ্নে আমার লেখা লইয়া কিছুই কইলেন না!!!!

থ্যাঙ্কস পনি আপা।

৬| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! প্রজাপতির ডানার রঙের মতই নান্দনিক আপনার কবিতা !

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস স্বপন।

যদিও প্রশংসা করার মতো কিছুই লিখি নাই।

শুভ সন্ধ্যা।

৭| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । ৫ম ভালোলাগা ভ্রাতা +++

ভালো থাকবেন সবসময় :)

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

অনেকদিন পর আপনাকে দেখলাম। আশাকরি ভালো আছেন।

শুভ রাত্রি।

৮| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মায়াবী ছায়া বলেছেন: চমৎকার একটা লিখা । মুগ্ধপাঠ !
ভালো থাকুন ।

১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

ব্লগে স্বাগতম।

শুভরাত্রি!

৯| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

রোজেল০০৭ বলেছেন: বিমুগ্ধ পাঠ !!

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

শুভ রাত্রি!

১০| ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:২৩

একজন আরমান বলেছেন:
সাদার মাঝে ভালোবাসা !
সাদার মাঝে ভালোবাসার এপিক !

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কি জানি! জানি না তো!

থ্যাঙ্কস আরমান।

শুভ রাত্রি!

১১| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে মুক্তগদ্য।
কিছুটা স্থিরতায় এসেছ লেখাটা পড়ে বোঝা গেলো।

এক ঝাঁক হবে।

নান্দনিক -- দুই জায়গায় দুই ভাবে লিখছ

সবার অগোচরে করোটি পাঁজর ফেঁরে তুলে আনবো একটা ফুলের নাম।

---ফেঁরে -- এর স্থলে

পাঁজর খুঁড়ে

পাঁজর হাতড়ে ইত্যাদি দিতে পারো। আর ফেঁরে বানান নিয়েও কনফিউজড ,ফেঁরে শব্দটা শুনতে ঠিক খুব একটা ভালো লাগছে না ।

সব শেষে তোমার লেখার স্বাধীনতা তো রইলই।

ভালো থেকো।

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আগে থ্যাঙ্কস দিই। থ্যাঙ্কস আ লট।

আমি ভাবছিলাম আপনি আরো দিন কয়েক পরে আসবেন। আজই এসেছেন দেখে খুব খুশি হলাম।

আপনার কবিতায় বুকের খোড়ল শব্দটা দেখে ভাবছিলাম খোড়ল শব্দটাই ইউজ করমু, কিন্তু শেষমেষ চিন্তা করে দেখলাম শব্দটা আপনার। তাই আর ইউজ করি নাই।

পাঁজর খুঁড়ে লেখা যায়। দেখি কাল টাইপোগুলো ঠিক করে নিবো।

শুভরাত্রি আপু।

১২| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর! ফুলালো-ফুল আলো? রাতালো শব্দটা এর আগের কবিতায় দেখেছি, ভালো লেগেছে। কিন্তু ফুলালো ভালো লাগছে না। মনে হচ্ছে কোন কিছু ফোলানোর কথা বলা হচ্ছে! এর বদ্লে পুষ্পরশ্মি মনে হয় ভালো শোনাবে।

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফুলের আলো = ফুলালো বা ফুল+আলো = ফুলালো।

হা-মা ভাই, আমি ভাবছিলাম শরতাকাশও আপনি নোটিশ করবেন! কিন্তু করলেন না! ফুলালো আর শরতাকাশ শব্দ দুইটা প্রথম ব্যবহার করলাম কিনা। এখন আপনার ফুলালো নিয়ে প্রতিক্রিয়া দেইখ্যা মনে হইতাসে এটা বাদ দিতে হবে। :D

থ্যাঙ্কস হা-মা ভাই।

সময় করে লেখাটায় হাত দিবো।

শুভ জাগরণ!

১৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাল লাগলো! (ফাঁকিবাজি কমেন্টস) :P

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্যাপার না!

থ্যাঙ্কস কবি।

শুভ রাত্রি।

১৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর !

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।

শুভ রাত্রি!

১৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:২৩

সায়েম মুন বলেছেন: বৈপরিত্য বোধয় বৈপরীত্য হবে #:-S
বাকীটা আর কি বলবো। প্রজাপতিময় পোস্ট।

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আগের চেয়ে ইদানিং বেশি বানান ভুল হচ্ছে মনে হয়। যাউগ্যা! হাসুনী ভাবীরে কইসেন নি আমি হাঁস খাইতে চাই!

থ্যাঙ্কস কবি।

১৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব সুন্দর!!!

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

শুভ সকাল।

১৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ৩:১১

সোনালী ডানার চিল বলেছেন:
ভালোলাগা রেখে গেলাম,
শুভকামনা কবি!!

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ কামনা রইল।

১৮| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাললাগা রইল ভাই। +++

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

থ্যাঙ্কস ব্রো।

শুভ সকালা।

১৯| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:০২

নস্টালজিক বলেছেন: বৈপরিত্যের কাব্য ভালো লাগসে!


সুন্দর দৃশ্যকল্প!



শুভেচ্ছা, আলাউদ্দিন!

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস রানা ভাই।

শুভকামনা রইল।

শুভ দুপুর।

২০| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৭

বৃতি বলেছেন: বাহ, চমৎকার প্রজাপতিময় লিখা!!
ভাল লাগলো আলাউদ্দিন ।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতার বই নিয়ে বসার পর এই লাইনগুলো মাথায় আসছিলো! যা আসছে তাই লিখছি। কবিতা মনে হয় প্রজাপতির আরেক নাম! কবিতা নামক প্রজাপতিতে ডুব দিলেই পেয়ে যাই সেই অমৃত গরল! এই গরলেই নিজেকে সমর্পণ করে সলিলে করবো সমাধি!

থ্যাঙ্কস আপু।
শুভ দুপুর।

২১| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪০

বৃতি বলেছেন: তোমার ন্যারেটিভ লিখা এই প্রথম পড়লাম । তোমার কবিতার মতই গতিশীল ।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কঙ্কি! এর আগেও কয়েকটা আব্জাব পোষ্ট দিসি মুক্তগদ্য বিভাগে! তবে কবিতা লেখার চেয়ে গদ্য লিখতে গেলে বেশি পিনিক হতে হয়! :| অন্তত আমার কাছে তাই মনে হয়!

২২| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:০২

সোহাগ সকাল বলেছেন: "কবিতার বইয়ে শাদাপাতায় কালো গোটা গোটা অক্ষর।শাদাপ্রজাপতির ডানায় কালো নীল বলপয়েন্টের একেকটি আঁচড়ে আকাশের পোট্রেট আঁকতে শুরু করলাম"

কবিরা এভাবেই কবিতা লিখে যায়! :) অনেক ভালো লাগলো আপনার লেখাটা আলাউদ্দিন ভাই।

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, আমি কবি না। তবে কবিতা আমার প্রেমিকা। কবিতাকে মনে প্রাণে লালন করি। যদি কখনো তার সাথে বিচ্ছেদ হয়; তবে লিখি বিষাদ গাঁথা।

থ্যাঙ্কস ব্রো।

শুভ দুপুর।

২৩| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: একটা পরিস্কার ক্যানভাস.. দেখলাম একটা স্থির চিত্র কিন্তু চলছে... ভালো লেগেছে....

২০ শে জুন, ২০১৩ সকাল ১১:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ সকাল।

২৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৪

হানিফ রাশেদীন বলেছেন: মুগ্ধকর গদ্য।

২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ বিকেল।

২৫| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৫

প‌্যাপিলন বলেছেন: কবিতার প্রতিটি বর্ণ একেকটি রঙ হয়ে মূর্ত করে একটি রঙিন প্রজাপতি। খুবই মুগ্ধকর।

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

থ্যাঙ্কস ব্রো।

শুভ বিকেল।

২৬| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:১১

মামুন রশিদ বলেছেন: প্রাণের যতো নান্দনিক রঙ, সব অই প্রজাপতির পাখাতে!

তারপর শেষের প্যারা,

বর্ষা ও শরৎ দুটি ভিন্ন ঋতু। যদিও একই আকাশে তাদের উপস্থিতির জানান দ্যায়। কিন্তু কত অমিল আমাদের দিগন্তে। তাই প্রজাপতির ডানায় এঁকে দিলাম আমাদের বৈপরীত্যের যতো খেয়াল খুশি।

এটা শুধুই একটা গদ্যকবিতা নয়, এর ভিতরে আছে একই আকাশ দখল করা দুজনের বৈপরিত্যের গল্প ।++



২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মাঝে মধ্যে খুব চিন্তায় পড়ে যাই। আসলেই কী আকাশটা দখলে আছে? না সময়ের ঘূর্ণিপাকে বিলীন হয়ে গেছে!

থ্যাঙ্কস মামুন ভাই।

শুভ বিকেল।

২৭| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:২০

মনিরা সুলতানা বলেছেন: বাহ চমৎকার লাগলো ।। :)

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

ব্লগে স্বাগতম।

২৮| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: আমি তো একটা কমেন্ট দিছিলাম মনে হয়। গেল কই? :(

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই পোষ্টে আপনি এর আগে কমেন্ট করেন নাই। আগের পোষ্টের সাথে গুলিয়ে ফেলেছেন হয়তো। আর আমি কখনোই কমেন্ট রিমুভ করি না। তারপরো আমি রিমুভড কমেন্টের লিস্ট দেখবো।

বস, আমি খুব লজ্জিত। আপনার ব্লগে যাওয়া হচ্ছে না দেখে। বাড়ী থেকে ঘুরে আসি। আশাকরি ব্লগে আগের মতো টাইম দিতে পারবো।

২৯| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: মাঝে নেটে কিছু ঝামেলার কারনে ঠিক মত ব্লগে কমেন্ট করতে পারছিলাম না। সেজন্য হয়ত কমেন্টটা পোস্ট হয়নি! :(

আরে, আস্তে ধীরে যান! তাড়াহুড়োর কিছু নেই। হাতে সময় হলেই যাবেন, অসুবিধা কি? আমি জানি আমার গল্পগুলো বেশ বড় হয়, সময় নিয়ে পড়া লাগে। সব ব্লগাররা তো সারাদিন ব্লগে থাকেন না, বড় গল্প পড়াটা একটু ডিফিকাল্ট তাদের জন্য। মাসে একটা পোস্ট দেই, মাসের মধ্যে একবার সময় করে গেলেই হল। সমস্যা নেই। :)

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ইদানিং সবচে বড় ঝামেলা হইসে, আমার মেসে একটা ল্যাপটপই সম্বল। আর যা আছে সব নষ্ট হয়ে পড়ে আছে। মেসে আমরা আটজন মেম্বার। একজন বসলে আরেকজন এসে টানাটানি শুরু করে দেয়। তাই ইচ্ছে থাকলেও ব্লগে থাকতে পারছি না।

এক সময় সারারাত জাগতাম। এখন রাত ১২টা বাজলেই ঘুমানোর তোড়জোড় শুরু করে দেই। আবার আমি রাত ছাড়া পড়তে পারি না। তাই আজকাল যাই পড়ি, আগে কপি করে নিতে হয়। পরে সময় করে পড়ে নেই।

আশাকরি শীঘ্রই একটা কিছু সমাধান বের করে ফেলবো। প্লিজ রাগ কইরেন না। কথা দিচ্ছি, যখন আপনার ব্লগে যাবো কোন ফাঁকিবাজি কমেন্ট করবো না।

৩০| ২২ শে জুন, ২০১৩ রাত ২:৩৩

অনাহূত বলেছেন: দারুণ কথামালা।
শুভ কামনা কবি।

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

আপনি ফিরেছেন দেখে খুবই ভালো লাগছে।

শুভ দুপুর।

৩১| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৫১

অদৃশ্য বলেছেন:




আলাউদ্দিন ভাই

সুন্দর... লিখাটি আমার খুবই ভালো লেগেছে...

এইটাইপের লিখাগুলোকে মুক্তগদ্য বা ভাবের কথা বলা যায়... যত ভাব গভীর হবে ততই লিখাগুলো সুন্দর হবে... অবশ্য কথা বা শব্দের প্রয়োগের ব্যপারটা এখানে জরুরী বিষয়...

আপনার ভাব, কথা, শব্দ সব ভালো লেগেছে... ফুলালো শব্দটায় মনযোগ বিচ্ছিন্ন হয়... ভাবতে পারেন

আর করোটি পাঁজর ফেঁড়ে... এখানে কি করোটি থেকে পাঁজর অবধি চিঁড়ে দেওয়া নাকি করোটিরই আভ্যন্তরিন কল্পরুপের পাঁজরকে বুঝাতে চেয়েছেন...

আমি ধরে নিয়েছি করোটি থেকে পাঁজর অবধি চিঁড়ে দেওয়া/যাওয়া...

শুভকামনা...

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফুলালো নিয়ে আমিও কনফিউজড ছিলাম। শব্দটা নিয়ে ভেবেওছি। সময়াভাবে চেঞ্জ করতে পারছি না।

আশাকরি এই শব্দটায় চেঞ্জ আনতে পারবো।

থ্যাঙ্কস কবি।

আশাকরি ভালো আছেন।

৩২| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লেগেছে।
আমি কবি নই তাই এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমিও কবি না। এখানে যা খুশি বলতে পারেন।

থ্যাঙ্কস ব্রো।

ব্লগে স্বাগতম।

৩৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৩১

আমিনুর রহমান বলেছেন:


সেদিন মন-মেজাজ খুব খারাপ ছিলো তাই তোকে আর আর ফোন দেইনি আর ওদিকে যাওয়াও হয়নি। ঢাকার বাইরে ছিলাম আজকেই ঢাকায় আসলাম।


গদ্য কবিতা এখন মাথায় ঢুকবে না কাইল পড়মু ;)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সেদিন ব্যাঙ খামু এই খুশিতে পরিষ্কার জামা কাপড় পইড়া রেডি হইয়া আসিলাম। কিন্তু আফসুস আপ্নে কিচ্ছু আইলেনও না আর কোন কিছু জানাইলেনও না। মনের দুঃখ্যে ঘরের কোনায় বইস্যা আছিলাম।


যাউগ্যা, এখন আছেন কেমন বলেন????

৩৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৫২

আহসান জামান বলেছেন:
চমৎকার পাঠ, ভালো লাগছে কবি।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।

ভালো থাকবেন।

৩৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ দুটি লাইন অনবদ্যঃ

প্রবাহমান নদীর মতো উড়ছে আনমনে। নদী কি ওড়ে? এই বিবেচনায় উপমাটি অসাড় হয়ে উঠতে পারে কিন্তু; কিন্তু নদীও উড়তে জানে, তীব্র খরস্রোতা নদী যদি হয়। স্রোতের প্রাবল্য বোঝাতে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে।

সবার অগোচরে করোটি পাঁজর ফেঁরে তুলে আনবো। লাইনটা আরো দুর্দান্ত হতে পারতো মনে হয়। করোটি ও পাঁজর দুটো শব্দের বদলে শুধু পাঁজর হলে আরো সাবলীল হতো মনে হয়। ‘ফেঁরে’ দ্বারা কি ‘ফাইরা’ বা ‘ফারিয়া’ বা ‘ফেরে’ বোঝালেন? ‘লাকড়িটা ফেরে দে তো!’ ‘তোমার পাঁজর ফুঁড়ে তীব্র বেরিয়ে এলো জ্বলন্ত আগুন, টগবগে হৃৎপিণ্ড।’ ‘তোমার পাঁজর খুঁড়ে হন্যে হয়ে খুঁজি, সেখানে গহিন অরণ্যে গেঁথেছ কার নাম!’ ‘ফেরে’ না দিয়ে ‘ফুঁড়ে’ বা ‘খুঁড়ে’ দিলে কেমন হতে পারতো তা ট্রাই করতে গিয়ে এ কয়েকটি লাইন লিখলাম। এখানে ‘অগোচরে’ শব্দটি একটু দীর্ঘ মনে হয়। ‘অলক্ষে’ হলে কেমন শোনায়?

কবিতাকে ‘মুক্তগদ্য’ বলবার প্রয়োজন দেখি না। কবিতা কবিতাই, ‘মুক্তগদ্য’ হলো এক প্রকার ছন্দের অন্তর্গত। কবিতা লিখে তার পাশে ব্রাকেটে ‘কবিতা’ লিখবারই বা কী দরকার? কোনটা গদ্য আর কোনটা কবিতা পাঠকই তা বুঝে নেবেন।

গল্পটা দারুণ লাগলো আলাউদ্দিন ভাই।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সোনাভাই, কতোদিন পর আপনাকে আমার ব্লগে দেখলাম।


আসলে এই লেখাটা লেখার পর এটা নিয়ে বসা হয় নাই। তাই অনেক শব্দ নিয়েই কথা থাকবার কথা।

এখানে ফেঁরে শব্দ দ্বারা চিরে বুঝাতে চেয়েছি। এখন আপনি, এর আগে অপর্না'পু এই শব্দটা নিয়ে বলেছেন, এই শব্দটা চেঞ্জ করে ফেলবো।

তেমনি ভাবে অগোচর এর বদলে অলক্ষে , ফুলালোর পরিবর্তে পুষ্পরশ্মি দিলেই বেশি ভালো লাগছে। এগুলো চেঞ্জ করে দেবো।

আমি নিজেও মুক্তগদ্য ট্যাগ দিতে আগ্রহী না। ট্যাগ মুছে দিলাম।

বলেন কী! গল্প হইলো কেমনে?? আমি তো কবিতা ভেবেই লিখছিলাম। ;)

থ্যাঙ্কস আ লট সোনাভাই।

৩৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২৭

আমিনুর রহমান বলেছেন:


ভালো আছি। তুমি কি এখন ঢাকায় ???

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ্যাঁ, গতকাল ঢাকায় আসলাম। আপনি ফ্রি হয়ে জানাইয়েন একদিন আড্ডা দিবো।

অবশ্য সারাদিন হসপিটালেই কাটলো, তাই আপনাকে তখন বের হবার কথা বলি নাই।

থ্যামক্স আমিন ভাই।

৩৭| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ভাল লাগা রেখে গেলাম :)

"বর্ষা ও শরৎ দুটি ভিন্ন ঋতু। যদিও একই আকাশে তাদের উপস্থিতির জানান দ্যায়। কিন্তু কত অমিল আমাদের দিগন্তে। তাই প্রজাপতির ডানায় এঁকে দিলাম আমাদের বৈপরীত্যের যতো খেয়াল খুশি" ++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

পেলাস দিয়া হইবো কী?? আগে কন আছেন কেমন?

আপ্নারে মেলাদিন পর দেখলাম।

থ্যাঙ্কু তুলি'পা।

৩৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এইরকম লেখা মিস করছিলাম!!!!!!!



ভাল লাগলো!!!! অনেক ++++++++++++...........

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এখন তো পড়ে ফেললেন!


থ্যাঙ্কস।

ব্লগে স্বাগতম।

৩৯| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯

~মাইনাচ~ বলেছেন: বর্ষা ও শরৎ দুটি ভিন্ন ঋতু। যদিও একই আকাশে তাদের উপস্থিতির জানান দ্যায়। কিন্তু কত অমিল আমাদের দিগন্তে। তাই প্রজাপতির ডানায় এঁকে দিলাম আমাদের বৈপরীত্যের যতো খেয়াল খুশি।


সুন্দর


ফুলালো কি জানতে চাইবো ভাবতে ভাবতে নীচে আসতেই জবাবটা পেয়ে গেলাম। যাক

আসলেই সুন্দর লিখেছেন

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফুলালো নিয়ে দুইটা কমেন্টে কথা হইসে। এবং আজ অবশেষে ফুলালোকে চেঞ্জ করে দিলাম!

আজ যখন পড়তে বসলাম তখন ফুলালোকে ফুলের আলো মনে না হয়ে কোন কিছু ফুলানোর কথাই মনে হইসে! :D

তাই এটা পুষ্পরশ্মিতে স্থির হইসে!

ভালো লিখছি কিনা জানিনা। মাথায় কিছু লাইন আসছিলো তাই লিখে রাখা আর কী!

থ্যাঙ্কস।
শুভ বিকেল।

৪০| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

~মাইনাচ~ বলেছেন: ছবিটা প্রথমে আমি বুঝতেই পারিনি =p~

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমিতো এখনো ছবির তর্জমা বুঝি নাই! :( ছবিটা দেইখ্যা কালারফুল মনে হইসে তাই দেয়া! B-)

৪১| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ লেখা ভাইয়া দারুণ !

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কু আপু।

শুভ বিকেল।

৪২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
পোস্ট তো পড়ছি, কিন্তু মন্তব্য মিস হলো কেমনে।

আপনি মুক্তগদ্য নিয়মিত লিখতেই পারেন।

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মন্তব্য করেন নাই, তাই মন্তব্য মিস হইসে।

মুক্তগদ্য লিখতে পরিশ্রম বেশি, আর আমি অলস মানুষ। তাই ইচ্ছে থাকলেও লেখা হয়ে উঠে না।

ধন্যবাদ কবি।

৪৩| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭

বৃষ্টিধারা বলেছেন: আমি আপনার ব্লগে আর এসেছিলাম কিনা মনে পড়ছে না :/

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আসছিলেন! এই পিচ্ছির বয়সটাই কেবল বাড়ে নাই। মাঝে আমার ব্লগের বয়স দুইবছর বেড়ে গেছে আর কী! B-))

এবঙ-এর জন্য অনেক অনেক আদর। :)

৪৪| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭

বৃষ্টিধারা বলেছেন: হি হা হা

হুম......

ভালো থাকবেন ।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাংকস :)

শুভ সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.