নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বেলাশেষের ঐকতান

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১







মেঘজল চেয়ে অবিরাম তাকিয়ে আছি আকাশপানে

আজ ঊনআশি কিংবা সাতাশি দিন

সময়ের বড্ড স্রোত, মিনিটের কাঁটা অবিরাম ঘোরে

ঘন্টার কাঁটা মধ্যাহ্নভোজের তক্ষকসুর বাজিয়ে

দাপিয়ে বেড়ায় ক্ষুধার হাটে!



মন হারানো পথে কত মাইল বেগে

ছুটে গিয়েছি, হারিয়ে এসেছি সেই পুরনো বাঁকে

কালাকেশের সেই সিঁথি রামধনু যার স্মৃতি

বরিষণ জাতক মন চাতক হয়ে ঘুরে বেড়ায়

ফোঁটা ফোঁটা বৃষ্টি টুপটাপ বৃষ্টির আশায়!



শান্ত সৌম্য অখেয়ালি বালক বসে আছে

সেই ফিনিক্স পাখির আশায় যার ঠোঁটে থাকবে

প্রতীক্ষার প্রহর শেষের গান!

ঘোর লাগা সন্ধ্যায় রক্তের দাগ আকাশে

বাতাসে ঘূর্ণি; শার্সিতে প্রানের স্পন্দন!



আজ ঊনআশি কিংবা সাতাশি দিন

না হিসেবের খাতায় ঊনপাজুরে খতিয়ান

প্রানের স্পন্দন তবু জাগে না প্রান

অঘ্রাণের শেষে নবান্নের আয়োজনে

কলমীলতা মেয়ে; ছলছল অভিমান!



তির তির করে করে কাঁপে

খামখেয়ালি এলোমেলো সব ভাবণা

বরিষন জাতক মেঘের কোল ঘেষে

তীব্র হয়ে আসে শীত

বিগত অধ্যায়

রাত জাগা পখিদের পাখা ঝাপ্টানোয়

শীতের প্রকোপ

বেলাশেষের ঐকতান!











*** আজ দুপুরে কান্ডারী অর্থব ভাই বললেন ঈদ ভাবনা নিয়ে কিছু লিখতে! কলম হাতে নেই না অনেকদিন। সেখানে ঈদ ভাবনা নিয়ে লিখবো সে তো আরো বেশি কঠিন মনে হলো আমার কাছে! আর তখনই এই কবিতা এলো! আর তাই এই কবিতা কান্ডারী ভাইয়ের।

মন্তব্য ৭২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
প্রথম প্লাস আমার।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

আপনাদের অনুপ্রেরণাতেই কখনো বা লিখতে পারি, যদিও কিছু হইসে কিনা সন্দেহ আছে।

শুভ রাত্রি।

২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:০২

হৃদয় রিয়াজ বলেছেন: অনেক ভাল লাগল +++++

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

ব্লগে স্বাগতম।

শুভ রাত্রি।

৩| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৭

সুপান্থ সুরাহী বলেছেন:
মন হারানো পথে কত মাইল বেগে
ছুটে গিয়েছি, হারিয়ে এসেছি সেই পুরনো বাঁকে
কালাকেশের সেই সিঁথি রামধনুর যার স্মৃতি
বরিষণ জাতক মন চাতক হয়ে ঘুরে বেড়ায়
ফোঁটা ফোঁটা বৃষ্টি টুপটাপ বৃষ্টির আশায়!


আপনি চমৎকার লিখেন। বাট অনিয়মিত। আমাদের আরো কিছু দেন...

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি কিন্তু অনিয়মিত না! হ্যাঁ, ইদানিং ব্লগে আসা হয় না ব্যক্তিগত ব্যস্ততার কারনে! আর কবিতাও লিখতে পারছি না। আর লিখা হলে ব্লগেই পোষ্ট দেই।


আশাকরি ভালো আছেন/ ছিলেন।
শভ দুপুর।

৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৩

নস্টালজিক বলেছেন: মন হারানো পথে কত মাইল বেগে
ছুটে গিয়েছি, হারিয়ে এসেছি সেই পুরনো বাঁকে
কালাকেশের সেই সিঁথি রামধনুর যার স্মৃতি
বরিষণ জাতক মন চাতক হয়ে ঘুরে বেড়ায়
ফোঁটা ফোঁটা বৃষ্টি টুপটাপ বৃষ্টির আশায়!




গুড ওয়ান!

ভালো লাগলো পড়তে!

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট রানা ভাই।

শুভকামনা রইল।

শুভ দুপুর।

৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫০

রাইসুল নয়ন বলেছেন:

মুগ্ধ পাঠ!
চাতক হতে ইচ্ছা করে!

০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস

শুভ সন্ধ্যা

৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর!

০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।

শুভ সন্ধ্যা।

৭| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগল কবি ।


+++

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শোভন।

৮| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগল কবি

+++

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভ সন্ধ্যা।

৯| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার হৈসে ||

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।

আশাকরি ভালো আছেন।

শুভ দুপুর।

১০| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২০

বৃতি বলেছেন: অনেক সুন্দর কবিতাটা । ভালো লাগা থাকলো ।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

আশা করি ভালৈ আছেন।

শুভ বিকেল।

১১| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯

আরজু পনি বলেছেন:

অনেক দারুণ কবিতা ।

+++++++++

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপ্নে কী গুনে গুনে পেলাচ দিসেন! :||


থ্যাঙ্কস আপু।

আশা করি ভালো আছেন।

শুভ বিকেল।

১২| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়তে ভাল লাগছে

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট মাসুম ভাই।

আশাকরি ভালো আছেন।

শুভ বিকেল।

১৩| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২১

সোমহেপি বলেছেন: আজ ঊনআশি কিংবা সাতাশি দিন
না হিসেবের খাতায় ঊনপাজুরে খতিয়ান
প্রানের স্পন্দন তবু জাগে না প্রান
অঘ্রাণের শেষে নবান্নের আয়োজনে
কলমীলতা মেয়ে; ছলছল অভিমান!


প্রথম লাইনে আকাশপানে না লিখে আকাশে লিখলেই হত।

ভাললাগা।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কত্তোদিন পর!
সোম ভাই আছেন কেমন?

প্রথম লাইনে আকাশে লিখা যায়। কিন্তু প্রথম অই শব্দটা মাথায় আসায় অন্যকিছু নিয়ে ভাবি নাই।

থ্যাঙ্কস কবি।

১৪| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: শান্ত সৌম্য অখেয়ালি বালক বসে আছে
সেই ফিনিক্স পাখির আশায় যার ঠোঁটে থাকবে
প্রতীক্ষার প্রহর শেষের গান!

সুন্দর কবিতা! ভাল লাগা রইল!


শুভকামনা কবি! আপনাকে আরও নিয়মিত চাই!

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আমিও হতে চাই। কিন্তু হয়ে উঠছে না।

দোয়া করেন শীঘ্রই ফিরবো।

আশাকরি ভালো আছেন।

শুভ বিকেল।

১৫| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২১

অনাহূত বলেছেন: বেলাশেষের ঐকতান ভালো লেগেছে।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কিছুদিন আগে আপনার ব্লগে কমেন্ট করছিলাম যাক অবশেষে ফিরলেন! আর এখন আমি নিজেই হাওয়া!


থ্যাঙ্কস ব্রো।

ফিরবো শীঘ্রই।

ভালো থাকবেন।

১৬| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

অদৃশ্য বলেছেন:




আলাউদ্দিন ভাই

লিখাটি ভালো লেগেছে আমার... যাক তবুও কান্ডারী ভাই এর জন্য আপনার কাছ থেকে কিছু একটা পাওয়া গেলো...

নিয়মিত লিখুন

শুভকামনা...

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।

আছেন কেমন?

শুভ বিকেল।

১৭| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। সুখপাঠ্য।

কালাকেশের সেই সিঁথি রামধনুর যার স্মৃতি


কেশের সাথে কালা'র বদলে অন্য কোন শব্দ হলে ভালো হত। রামধনুর থেকে র বাদ যাবে।

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কালা শব্দটা মাথায় গেঁথে গেছিলো! তাই উগ্রে দেয়া আর কী!

আপনি যে লাইনটা ক্যোট করছেন এই লাইন পড়ার সময় আমারও খটকা লাগছিলো বাট বুঝতে পারছিলাম না কথায় ঝামেলাটা করলাম।

থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।

শুভ বিকেল।

১৮| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: এই যে সারাক্ষণ বলো লিখতে পারছি না , লিখতে পারছি না ! কত সুন্দর একটা কবিতা লিখে ফেলেছ নিজেও জানো না ! ভালো লেগেছে কবিতা। ছোট একটা কারেকশন দেখো -

শীতের প্রকোপ > প্রকোপে
বেলাশেষের ঐকতান

অথবা

শীতের প্রকোপ
বেলাশেষের ঐকতানে

---
ক্ষুধার হাটে ( হাট বাজার ) ( হাঁটাহাঁটি , হেঁটে, হাঁটে )
ঘেঁষে

-- আজ ঊনআশি কিংবা সাতাশি দিন == এটা দিয়ে কি বুঝিয়েছ জানি না , তবে পড়তে ভালো লাগছে। একটা বিশেষ কোনও হিসেব নিকেশ এমন কিছু।

ভালো থেকো আলাউদ্দিন।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যদিও কমেন্টের রিপ্লাই দিতে দেরী হইসে বাট কবিতাটা এডিট করছি ঠিকই। এখন আরেকবার দেখতে পারেন!

কবিতা তো লিখতে পারি না ঠিকই বলছি! আগে মাসে চার পাঁচটা কবিতা লিখতে পারতাম এখন মাসে একটাও লেখা হয়ে উঠে না! তো আমি কি বলবো!

থ্যাঙ্কস আপু।

আপনার এমণ পাঠই সব সময় কাম্য।

শুভ রাত্রি।

১৯| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২

সায়েম মুন বলেছেন: ভাললাগা রইলো কবি। আশা রাখি দিনকাল ভাল যাচ্ছে। শুভকামনা।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

ভালো আছেন নিশ্চয়ই?

শুভ রাত্রি।

২০| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:
শান্ত সৌম্য অখেয়ালি বালক বসে আছে -> বেখেয়ালি
সেই ফিনিক্স পাখির আশায় যার ঠোঁটে থাকবে
প্রতীক্ষার প্রহর শেষের গান!
ঘোর লাগা সন্ধ্যায় রক্তের দাগ আকাশে
বাতাসে ঘূর্ণি; শার্সিতে প্রানের স্পন্দন!


এছাড়া কবিতায় একরাশ মুগ্ধতা রইল। আপনার কবিতা খুব খুব খুব মিস করি। আমাদের এভাবে নিরাশ করবেন না প্লীজ।

আর এই কবিতা ঈদ পোস্টের জন্য নির্বাচিত হল।


১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কান্ডারী ভাই!

এই কবিতা লেখার পেছনের ঘটনা অনেকদিন মাথায় থাকবে।

থ্যাঙ্কস ব্রো।

অখেয়ালি আর বেখেয়ালির মধ্যে পার্থক্য নাই, দুইটা উপসর্গজাত শব্দ আর 'অ', 'বে' দুইটাই নেগেটভ মিনিং করে। আমার কাছে অখেয়ালি শব্দটা ভালো লাগে, তাই এর ব্যবহার করা আর কী!

শুভ রাত্রি।

২১| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে খুব। :)

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যাবো না আপু, থ্যাঙ্কস।

আশাকরি ভালো আছেন।

শুভ রাত্রি।

২২| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
অনেকদিন পর চমৎকার একটা কবিতা পড়লাম।
ঝরঝরে, টাটকা আর দারুন মেজাজের কবিতাটিতে খুব
ভালোলাগা রাখলাম.....................

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

থ্যাঙ্কস কবি।

শুভ দুপুর।

২৩| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ঈদ ভাবনা লিখতে গিয়ে বেরিয়ে এসেছে চমৎকার কবিতা! আমার যদি এমন হতো!! শুভকামনা কবি!

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

ভাইরে আমি ফুরিয়ে গেছি! এখোন চাইলেও লিখতে পারি না।

২৪| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ঈদ ভাবনা লিখতে গিয়ে বেরিয়ে এসেছে চমৎকার কবিতা! আমার যদি এমন হতো!! শুভকামনা কবি!

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভ কামনা রইল।

শুভ দুপুর।

২৫| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গতকাল থেকে অনেকবার ট্রাই করছি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দিতে। কিন্তু সার্ভার প্রোবলেমের কারনে লগইন করতে পারছিলাম না। এখন লগিন করতে পারলাম কিন্তু সময়াভাবে সবার রিপ্লাই দেয়া সম্ভব হচ্ছে না!

সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।

সবাই ভালো থাকবেন।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এখোন তো অটো লগ আউট হয়ে যায়! কেমনে কী! :-< :-<

২৬| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মেঘজল চেয়ে অবিরাম তাকিয়ে আছি আকাশপানে
আজ ঊনআশি কিংবা সাতাশি দিন
সময়ের বড্ড স্রোত, মিনিটের কাঁটা অবিরাম ঘোরে
ঘন্টার কাঁটা মধ্যাহ্নভোজের তক্ষকসুর বাজিয়ে
দাপিয়ে বেড়ায় ক্ষুধার হাটে!


শুরুটাই অসাধারণ। এরপর আর থামা গেলো না, পুরোটাই একটা নিটোল কবিতা। চমৎকার।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্যরি খলিল ভাই, রিপ্লাই দিতে অনেক টাইম নিয়ে ফেলছি। আসলে বাড়ীতে নেট কানেকশন ছিলো না। জুম ছিলো বাট ওটার নেটওয়ার্ক পাই না ওখানে। তাই আপনাদের রিপ্লাই দেয়া হয়ে ওঠে নাই।


আমার কাছে শুরুটাই কবিতা মনে হইসে বাদ বাকিটা বোগাস লাগতাসে!

থ্যাঙ্কস আ লট সোনা ভাই।

শুভ দুপুর।

২৭| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

মামুন রশিদ বলেছেন: অনেক ভালো লাগল কবি ।



আপনাকে ব্লগে নিয়মিত আশা করি ।



++

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবার নিয়মিত হবো আশা করি। কিন্তু কবে নাগাদ হতে পারবো জানি না!

থ্যাঙ্কস মামুন ভাই।

২৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কালাকেশের কি কালকেশ লিখতে চেয়েছিলেন?

ভাল হইছে কবিতা :)

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কালাকেশই লিখতে চাইসি।

কবিতায় কিছুটা আঞ্চলিক কথার ঢং দেয়ার চেষ্টা আর কী!

থ্যাঙ্কস ব্রো।

শুভ দুপুর।

২৯| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪১

রোমেন রুমি বলেছেন: সুন্দর!

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস রুমি ভাই।

শুভ দুপুর।

৩০| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৫

ভিয়েনাস বলেছেন: ২০ তম ভালো লাগা।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

লাইক চাইলো কে?? /:)

কবিতা নিয়ে কিছু বললে খুশি হতাম!

৩১| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯

শাহেদ খান বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম কবি। বেলাশেষের ঐকতানে ভাল লাগার একটা আবেশ রইল।

ঈদের শুভেচ্ছা !

['ভাবণা' বানানটা 'ভাবনা' হবে না?]

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনাকে অনেকদিন পর আমার ব্লগে দেখলাম!

অবশ্য আমি নিজেই ব্লগে নিয়মিত না। আশাকরি ভালো আছেন।

ভাবনা লিখতে 'ন' ই। ওটা টাইপো।

থ্যাঙ্কস কবি।

৩২| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০

রাতুল_শাহ বলেছেন: শুভ জন্মদিন ভাই।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস রাতুল।

শুভকামনা রইল।

৩৩| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আমিনুর রহমান বলেছেন:



শুভ জন্মদিন ব্রাদার :)

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

জন্মদিনের শুভেচ্ছা।

৩৪| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

রাইসুল সাগর বলেছেন: চমৎকার কাব্য আ আ সরকার ভাই। শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন সব সময়।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সাগর ভাই।

শুভ দুপুর।

৩৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ জন্মদিন আলাউদ্দিন ভাই। আপনি কি ঘুমোচ্ছেন? ;) ;)

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘুম ভাংছে সোনাভাই! ;)

এখন দুইটা গড়াগড়ি দিয়ে উঠার অপেক্ষায়! :D

থ্যাঙ্কস আ লট সোনাভাই।

৩৬| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৬

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ঈদ মোবারক :)

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন: থ্যাঙ্কস আপু,

স্যরি অনেক পরে রিপ্লাই দিচ্ছি।

নেট কানেকশন ছিলো না তো, তাই রিপ্লাই দেয়া হয়ে উঠে নাই


আগে বসার জন্য জায়গা পেতাম, এখন বসার জায়গাটাও রাখলেন না! /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.