নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

সময় ঘড়ি

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২







কেন জানে না, কেন শোনে না

কেন বোঝে না, কেন সময়ের ঘড়ি

দম দেয়া ছাড়াও চলে বিস্তীর্ণ পথ

ধরে, কেন বৈশাখের উৎসবে ঘুমের

গ্রহণ লাগে না; কেন বারবার ভুল

করেও ভুলের সালতামামীতে লালদাগের

পরিবর্তে কুমারী আলোর হাসি

কেন সময় বোঝে না, প্রাণের অর্গল

নিভে গেলে তার আপন বলতে কেউ

থাকে না, কেন বুঝে না সময়।



রাত বাড়ার সাথে সাথে পুরনো রোগেরা

ফিরে আসে, কাশির দমকে, নাভিঃশ্বাস

উঠে প্রাণে; কেন বোঝে না, না বুঝেও সে

চলে চলতে থাকে, আমার আমাদের

কাঙালপনা দেখেও মুচকী হেসে বলে--

'সময়ের ঘড়িতে দম দেয়া লাগে না'



স্রোত হারা নদী মরে গেলেও সময়ের

ঘড়িতে কখনো মরণের নাম নেই।

সে মরে না, ঘুণপোকার দাঁতে সেই ধার নেই

যে ধারে কেটে নিতে পারে সময়ের কাঁটা।

কেন, কী কারণে সময়ের এই ছুটে চলা

মৃত নগরীর পাঁচিল ধরে, আমাদের তৈরি

সুখপ্রাসাদের দেয়ালে! তবে কি সময় দেয়ালে

ঝুলে থাকা সেই তৈলচিত্র যার বয়সের

সাথে সাথে দামের হিসেব নিকেষে অমূল্য

হয়ে ওঠে। তবুও সময়ের ঘড়িতে দমের

ঠিকুজি আমাদের নানাবিধ রচনায়!





মন্তব্য ৫৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

লাবনী আক্তার বলেছেন: স্রোত হারা নদী মরে গেলেও সময়ের
ঘড়িতে কখনো মরণের নাম নেই



সত্যি দারুন লিখেছেন। কবিতায় ভালোলাগা রইল ভাই।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্রোত হারা নদী মরে গেলেও সময়ের
ঘড়িতে কখনো মরণের নাম নেই


কেন যে নেই, থাকলে ভালো হতো B-)

অনেক ধন্যবাদ।
শুভ রাত্রি!

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

মামুন রশিদ বলেছেন: 'সময়ের ঘড়িতে দম দেয়া লাগে না'


সুন্দর লিখেছেন । ভালোলাগা ।

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।

শুভ সকাল।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন হয়েছে।।

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ কবি।

শুভ সকাল।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

ডানাহীন বলেছেন: তৈলচিত্রটির পাশে কবিতাটিকে না বসিয়ে দেখলে ভালো লাগছে .. দুটো সুন্দরকে পাশাপাশি অনুভব করতে চাইলে অনেক সময়ই বিভ্রান্তবোধ আচ্ছন্ন করে ফেলে ..

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কথাটা আসলে পার্ফেক্ট বলেছেন। এতো সুন্দর ছবিটা এই কবিতাটার সাথে যায় নাই। চেঞ্জ করে ফেলমু নে।

অনেক ধন্যবাদ ডানা।

শুভ সকাল।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ হা-মা ভাই।

শুভ সকাল।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: কেউ বুঝেনা !
বেশ লেগেছে আলাউদ্দিন ভাই ।

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ অভি।

শুভ সকাল।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: স্রোত হারা নদী মরে গেলেও সময়ের
ঘড়িতে কখনো মরণের নাম নেই।

খুব ভালো লাগলো

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

ব্লগে স্বাগতম।

শুভ সকাল।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

একজন আরমান বলেছেন:
মুগ্ধ।


অর্গল হবে?
এর অর্থ কি?

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অর্গল = খিল, হুকড়া।

আবার অর্গল অর্থ প্রতিবন্ধক, বাধা, অন্তরায়।

অনেক ধন্যবাদ আরমান।

শুভ সকাল।

৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

সায়েম মুন বলেছেন: সময়ের গাড়ী আর ঘড়ি তাল মিলিয়ে চলছে।
ভাল লাগলো কবি।

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঠিক তাই।

অনেক ধন্যবাদ কবি।

শুভ সকাল।

১০| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

ধূর্ত উঁই বলেছেন: কেন সময় বোঝে না, প্রাণের অর্গল
নিভে গেলে তার আপন বলতে কেউ
থাকে না, কেন বুঝে না সময়।

সুন্দর।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

ব্লগে স্বাগতম।

শুভ দুপুর।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

অদ্বিতীয়া আমি বলেছেন: সময়ের ঘড়িতে দম দেয়া লাগে না


অর্গল মানে তো বন্ধন , বাঁধা , তাই না ?

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম, অর্গল অর্থ বাধা তবে বন্ধন হয়।

অনেক ধন্যবাদ আপু।

আশাকরি ভালো আছেন।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২

নুসরাতসুলতানা বলেছেন: কবিতায় ++++

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক দিন পর আপনি আমার ব্লগে! আপনাকে দেখে ভাল লাগছে।

অনেক ধন্যবাদ।

শুভ দুপুর।

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

সুপান্থ সুরাহী বলেছেন:


ঘুণপোকার দাঁতে সেই ধার নেই
যে ধারে কেটে নিতে পারে সময়ের কাঁটা।


বেশ ভাললাগল...
+++

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

আপনাকে অনেকদিন পর ব্লগে দেখলাম!

শুভ দুপুর।

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১

মাহমুদ০০৭ বলেছেন: ফ্যান্টাসটিক । অনেক ভাল লাগছে আমার ।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।


শুভ দুপুর।

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম স্তবকটা অসাধারণ। সব মিলিয়ে আমার সেরা পঙ্‌ক্তিঃ

স্রোতহারা নদী মরে গেলেও সময়ের
ঘড়িতে কখনো মরণের নাম নেই।


চমৎকার কবিতা, আলাউদ্দিন ভাই। শুভেচ্ছা।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ সোনাভাই।

যদিও একটু কষ্ট পাইসি, কারণ আপনার মন্তব্য বিশদ পেয়ে অভ্যস্থ হয়ে গেছি। এখন এইটুকু কমেন্টে মন ভরতে চায় না ;)

তারমানে ২য় এবং ৩য় স্তবকে কাজ করার সুযোগ আছে। শেষ দুই প্যারা নিয়ে বসতে হবে তাহলে।

শুভ দুপুর প্রিয় কবি। :)

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪২

অনাহূত বলেছেন:
কবিতার কিছু কিছু লাইনতো চমৎকার হয়েছেই। তবে পুরো কবিতা মিলিয়ে ব্যক্তিগতভাবে আমি ঠিক সেই স্বাদটা পাইনি -বরাবর আপনার কবিতা যেভাবে অলংকৃত হয় শব্দসুরে।

সবচাইতে বড় কথা- যে আবেগ আপনি শব্দগাঁথুনিতে প্রকাশ করতে চেয়েছেন - তা প্রকাশ পেয়েছে। আর কি লাগে, বলুন?


১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ্যাঁ, এই কবিতার শব্দ এবং অলঙ্কার সব কিছু সাদাসিধে। কিছু শব্দ আমি এদিক সেদিক করতে পারি কিন্তু এতে কবিতার ভাব কিছুটা ছুটে যেতে পারে। আর কবিতার ভাব নষ্ট হয়ে গেলে এটা আর কবিতা থাকবে না।

আবার ব্যাপারটা এমনও হতে পারে এই কবিতার বিষয় বস্তু অন্য যেকোন কবিতা থেকে আলাদা। তাই এর পাঠ আমার লেখা অন্য কবিতার সাথে কম্পারিজন করলে এটা হয়তো কিছুটা দূর্বল হয়ে যেতে পারে!

মাথায় রাখলাম ব্যাপারটা। শব্দভূকদের শব্দ দিয়েই মাতিয়ে রাখতে হয়। পরবর্তী কবিতা আসুক, শব্দের জোয়ার হবে যেখানে ;)

ধন্যবাদ কবি।
শুভ দুপুর।

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

অনেক ধন্যবাদ কবি।

শুভ রাত্রি!

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

এহসান সাবির বলেছেন: রাত বাড়ার সাথে সাথে পুরনো রোগেরা
ফিরে আসে, কাশির দমকে, নাভিঃশ্বাস
উঠে প্রাণে; কেন বোঝে না, না বুঝেও সে
চলে চলতে থাকে, আমার আমাদের
কাঙ্গালপণা দেখেও মুচকী হেসে বলে--
'সময়ের ঘড়িতে দম দেয়া লাগে না



দারুন কবিতা.....

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

শুভ রাত্রি!

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

বৃতি বলেছেন: বাহ, বেশ ভাল লাগলো সময়ঘড়ির কাব্য ।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ রাত্রি!

২০| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: উ আর ও --- এর প্রয়োগে শব্দের বা বাক্যের মাধুর্য আমার ধারণা নষ্ট হয় , সঠিক ভাবে ব্যবহার না হলে।

প্রাণের অর্গল
নিভে গেলে তার আপন বলতে কেউ
থাকে না, কেন বুঝে না সময়। >>> বোঝে না

দামের হিসেব নিকেষে অমূল্য
হয়ে উঠে। > ওঠে

কারণে, কাঙালপনা !!!

সময়ের ঘড়িতে দম দেয়া লাগে না' ---- কথা সত্য।

কবিতা মোটামুটি লাগলো।


১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ও এবং উ বিষয়ক যে শব্দ কয়টা ক্যোট করেছেন আমার কাছে ঠিকই লাগছে।

বানান ঠিক করে নিলাম।

আমি আজকাল বেশি খারাপ লিখছি বুঝতে পারছি। মাথায় ভোঁতা কবিতারা আসে। অথবা যা আসে তা লিখতে পারি না।

অনেক ধন্যবাদ আপু।
শুভ রাত্রি।

২১| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:






কবিতা ভালো হইছে তয় কবি আলাউদ্দিনের মত হয় নাই :( :( :(

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সব লেখা এক রকম হলে কিভাবে হবে। কিছুতো আপস এন্ড ডাউন থাকবেই।

অনেক ধন্যবাদ ভাই।

শুভ বিকেল।

২২| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

প‌্যাপিলন বলেছেন: সময়ের ঘড়িতে দমের ঠিকুজি - বেশ লাগলো

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

শুভ বিকেল।

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, চমৎকার কবিতাটা নিয়ে তো আগেই বলেছি,
তবে শেষ টা নিয়ে খটকা থেকেই গেল।

শুভকামনা রইল।।

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শেষলাইনটা নিয়ে আমি এখনো ভাবছি।

অনেক ধন্যবাদ কবি।

শুভ বিকেল।

২৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

বোকামন বলেছেন:
আবৃত্তি করে মজা পেলুম না !
ছন্দটা থেমে যাচ্ছিলো হঠাৎ হঠাৎ

তবে কবিতা পাঠ সহজবোধ্যই ছিলো যেটা বেশ ভালো লাগালো :-)

শুভকামনা কবি ।।

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এমন পাঠ ভালো লাগে। এই কবিতাটা নিয়ে তবে আবার বসবো। দেখি কতোটুকু কি করতে পারি।

অনেক ধন্যবাদ ভাইয়া।

শুভ বিকেল।

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিনুর রহমান বলেছেনঃ






কবিতা ভালো হইছে তয় কবি আলাউদ্দিনের মত হয় নাই

সহমত :( :( :(

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লেখক বলেছেন:
সব লেখা এক রকম হলে কিভাবে হবে। কিছুতো আপস এন্ড ডাউন থাকবেই।

অনেক ধন্যবাদ ভাই।

শুভ বিকেল।
:D

পর্বতী লেখায় ব্যাপারটা মাথায় রাখবো। যেন আলাউদ্দিনই লিখে তার কবিতাগুলো :)

২৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

অপর্ণা মম্ময় বলেছেন: ও এবং উ বিষয়ক যে শব্দ কয়টা ক্যোট করেছেন আমার কাছে ঠিকই লাগছে।


------ জি অয় আপ্নে পণ্ডিত। আমি না বুইঝ্যা বলছি। ভালু থাকেন, আর আইসেন এইটা বলতে " আপা, ফাঁকিবাজি কমেন্ট করেন কেনু ?"

--- তখন উত্তরটা আপ্নারে দিমু আমি।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এইবার কবিতাটা দেখতে পারেন। এটাই সর্বশেষ এডিটেড অবস্থা। আশা করি ও এবং উ বিষয়ক জটিলতা এখানে নেই।

থ্যাঙ্কস আপু।

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

অদৃশ্য বলেছেন:





প্রিয় আহমেদ


সবমিলিয়ে লিখাটি খুব ভালো লাগলো... অনেক গভীর ভাবনা ছিলো বলে... তবে কথা হলো লিখাটির ফ্লো টা কম ছিলো... ভালো একটা ঢেউ তৈরী হলোনা এই যা...

আশাকরছি সামনে ঢেউগুলো আমাদের উপড় আছড়ে পড়বে...

শুভকামনা...

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি।

আশাকরি ভালো আছেন, ভালো থাকবেন।

২৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

নস্টালজিক বলেছেন: তবুও সময়ের ঘড়িতে দমের
ঠিকুজি আমাদের নানাবিধ রচনায়!




সময় ঘড়ি নিয়ে শব্দচয়ন ভালো লাগলো! আমিও প্রায় কাছাকাছি এ রকম কিছু ভাবছিলাম ক'দিন ধরে!



শুভেচ্ছা, আলাউদ্দিন!

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ রানা ভাই।

লিখে ফেলেন বস। আশাকরি, নতুন কিছু পাবো শীঘ্রই।

শুভকামনা রইল।

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০

আহসান জামান বলেছেন:
ভাবকথক কবিতা, বোধগাঁথা। ভালো থাকবেন কবি।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ দুপুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.