নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

অতীত দর্পণ

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮





অতীত পায়চারি করে পায়ে পায়ে

একবার দুইবার বারবার ঠেলে দিয়ে যায়

ঘনঘোর অমানিশায়।



এই শীত,

পোয়াতি কুয়াশার

বেড়ীতে বেঁধে রাখে

অতীত অতলে, খতিয়ানের ধ্বংসনে।



অধরা, তোমার নামের যে ভস্মাধার

তা নিয়ে ছিনিমিনি অনেক হলো

জেগে থেকে অনেক ঘুমিয়েছো

এইবার তোমার ঘোমটা খোলো।



তোমার সেই দৃষ্টি

যা দিয়ে অভিমানী খেয়ায়

অনেকদূর ভাসিয়ে নিয়ে গেছো

অথবা ভেসে আছো লতাগুল্মপাতা ধরে

এইবার নোঙর ফেলো।



হাওয়ারা ঘোরে

দক্ষিণ হতে উত্তরে যায়

দশদিকে রব তোলে

রাত বিরাতে, সময়ে অসময়ে

মৌচাকে ঢিল ছুড়ে

যুথমেঘ হয়ে নেমে আসে

মাটিতে মিশে যায়, আমাকে মিশিয়ে যায়!



প্রলুব্ধ অন্ধকারে

আমাদের খুনশুটি ফুল হয়ে ফুটতো

অভ্রকণায় এক দুই তিন চার

হাজারো প্রজাপতির ওড়াওড়ি

পরাগের দ্বার খুলে

আমাদের আমাদের ভালোবাসায়

রচিত হতো অশৃঙ্খলের হাতিয়ার।



অথচ অন্ধকারের শৃঙ্গারে আজ মৌণবিলাস।

মন্তব্য ৭২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ঠান্ডায় এ ধরনের কবিতা পড়লে অন্যরকম শীতল একটা অনুভূতি জন্মায়।
চমৎকার !

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মুন।

শীত এলে পাতা ঝরে
বৃক্ষের শাখা প্ত্রপল্লবের ব্যাথা কী ভুলতে পারে!


শুভ সকাল।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুগ্ধ পাঠ।
আপনার অন্যতম সেরা কবিতা এটি।

অতীত কাতরতা অন্ধকারের মৌণ বন্দরে দাড় করিয়ে যাবার প্রাক্কালে শব্দের অপূর্ব চয়ন। দারুণ।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি,

অনেক অনেক ধন্যবাদ।

শুভ সন্ধ্যা।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

মামুন রশিদ বলেছেন: হুম, ভুলে যাওয়া সহজ নয়! অভিনয় সহজ!


ভালোবাসাময় বিষাদকাব্যে ভালোলাগা+

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিষাদগ্রস্থের শুভেচ্ছা নিবেন মামুন ভাই।

শুভ সন্ধ্যা।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: খুব সুন্দর হয়েছে, কবি।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

শুভ সন্ধ্যা।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো লাগল।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কা_ভা।

আমি আজকাল লিখতে পারি না তেমন। লিখতে পারলেই ব্লগে দেই। লেখা না আসলে কি করবো :(

শুভ সন্ধ্যা।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

ধন্যবাদ ভাই।

শুভ দুপুর।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অতীত পায়চারি করে পায়ে পায়ে

-পড়তে এবং শুনতে ভালো লাগলেও পায়চারী আর পায়ে পায়ে কথাগুলো গোলমেলে মনে হয়েছে। পায়ে পায়ে মানে বুঝি হালকা বা ছোট ছোট দৈর্ঘের পদক্ষেপ। অবশ্য কবিতায় এমন সমার্থক (প্রায় অর্থহীনও) শব্দও বেশ ব্যবহার হয়। এতে কবিতার জৌলুস বাড়ে নিঃসন্দেহে। আমার মতো সরল পাঠক বিভ্রান্ত হয় কেবল।

পোয়াতি শব্দটা খুব ভালো শোনায় না। কিঞ্চিৎ অশ্লীলও যেন। যদিও গল্প-উপন্যাসে এ শব্দটির ব্যাপক ব্যবহার আছে, নিম্নবর্গের মানুষের (গল্পের চরিত্র) মুখে শব্দটির প্রয়োগ তুচ্ছার্থে বা শ্রেণীভেদ দেখাতেই হয়তো।

প্রলুব্দ

-সংশোধন জরুরি।


সেই সঙ্গে প্রত্যাশা আপনার কাব্যচর্চা অব্যহত থাকুক।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ জুলিয়ান ভাই।

আপনার পাঠ ভালো লেগেছে। হ্যাঁ, পায়ে পায়ে দিয়ে ছোট ছোট পদক্ষেপ বুঝালেও এই পদক্ষেপ যে সাথে সাথেই আছে।

পোয়াতি শব্দটা কিছুটা অশালীন বলা যায় কিন্তু এই শব্দটা দিয়ে কুয়াশার গভীরতা/পুরুত্ব এসেছে মনে হচ্ছে, আর কবিতায় শব্দ ব্যবহারের কিছুটা স্বাধীনতা আছে বৈকি।

বানান সংশোধন হয়েছে।

আপনার জন্যও শুভকামনা। ভালো থাকবেন।
শুভ সন্ধ্যা।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

ডট কম ০০৯ বলেছেন: হাওয়ারা ঘোরে
দক্ষিণ হতে উত্তরে যায়
দশদিকে রব তোলে
রাত বিরাতে, সময়ে অসময়ে
মৌচাকে ঢিল ছুড়ে
যুথমেঘ হয়ে নেমে আসে
মাটিতে মিশে যায়, আমাকে মিশিয়ে যায়!

কী অসাধারণ লাইনরে বাবা!! কবি ভাল লাগছে। অনেক ধন্যবাদ।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ সন্ধ্যা।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

বোকামন বলেছেন:





রাত বিরাতে, সময়ে অসময়ে
মৌচাকে ঢিল ছুড়ে
যুথমেঘ হয়ে নেমে আসে
মাটিতে মিশে যায়, আমাকে মিশিয়ে যায়!


বেশ ভালো লাগছিলো পড়তে । ছন্দে যদি আরো কিছুটা জোড় দিতেন ...
সুখপাঠ কবিতায় ভালোলাগা রইলো ।

‘ভস্মধার’ ই হবে কী !

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

প্রথমত আমি ছন্দে খুব একটা লিখি না। ছন্দের কথা বলাতে এটার ছন্দ হিসেব করলাম, ছন্দ কেটেছে অনেকবার। আচ্ছা, পরের কবিতার জন্য বিষয়টা মাথায় রাখলাম।

টাইপো ঠিক করলাম।

শুভ সকাল।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

আমিনুর রহমান বলেছেন:




ধুর এত অসাধারণ কবিতা কেমনে লিখিস !


২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কি করে লিখি জানি না। তবে এটা জানি লেখার সময় আমি, আমি থাকি না।

অনেক ধন্যবাদ আমিন ভাই।

শুভ সকাল।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২

লাবনী আক্তার বলেছেন: অধরা, তোমার নামের যে ভস্মধার
তা নিয়ে ছিনিমিনি অনেক হলো
জেগে থেকে অনেক ঘুমিয়েছো
এইবার তোমার ঘোমটা খোলো।


চমৎকার লেখা কবি! ভীষণ ভালো লাগল।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।

আপনাদের ভালোলাগা, আমার পথ চলা!

শুভ সকাল।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পর আপনার ব্লগ পাড়ায় আসলাম,,,,,,,,,,,,এসেই মুগ্ধ হয়ে গেলাম আপনার লেখনীতে

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বছর খানেক পর! মেবি একবছর পর আমার ব্লগে আসলেন।

অনেক ধন্যবাদ আপু।

আশাকরি ভালো আছেন/ছিলেন।

শুভ সকাল।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

মোঃ ইসহাক খান বলেছেন: কিছু শব্দচয়নে অভিনবত্ব আছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

ব্লগে স্বাগতম।

শুভ সন্ধ্যা।

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: যুথমেঘ হয়ে নেমে আসে
মাটিতে মিশে যায়, আমাকে মিশিয়ে যায়!
-

চমৎকার লাগলো! ভাল লাগা রইল!~

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ সন্ধ্যা।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

অদৃশ্য বলেছেন:





চমৎকার...


আহমেদের জন্য
শুভকামনা...

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয়কবি।

শুভ সন্ধ্যা।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:


লেখাটির বিষয়বস্তুঃকি ট্যাগ ...ভুলে যাওয়া সহজ নয়...অভিনয় সহজ...


সহজ... খুব সহজ বৈকি !



২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কি জানি!

অনেক ধন্যবাদ আলমারি।

ব্লগে স্বাগতম।

শুভ সন্ধ্যা।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

সায়েম মুন বলেছেন: সুখপাঠ্য!

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ সন্ধ্যা।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: প্রলুব্ধ অন্ধকারে
আমাদের খুনশুটি ফুল হয়ে ফুটতো
অভ্রকণায় এক দুই তিন চার
হাজারো প্রজাপতির ওড়াওড়ি
পরাগের দ্বার খুলে
আমাদের আমাদের ভালোবাসায়
রচিত হতো অশৃঙ্খলের হাতিয়ার।


সুন্দর ।+

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ সেলিমভাই।

শুভ সন্ধ্যা।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: এইটা অনেক ভালা হইছে

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুম ভাই।

শুভ সন্ধ্যা।

২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: তোমার সেই দৃষ্টি
যা দিয়ে অভিমানী খেয়ায়
অনেকদূর ভাসিয়ে নিয়ে গেছো
অথবা ভেসে আছো লতাগুল্মপাতা ধরে
এইবার নোঙর ফেলো।


আমরা সবাই প্রতিনিয়ত জটিল জটিল সব চরিত্রে অভিনয় করে চলছি !
অনেক ভালো লাগলো আলাউদ্দিন ভাই !

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ অভি।

আশাকরি ভালো আছো।

শুভ সন্ধ্যা।

২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫

সোজা কথা বলেছেন: সত্যিই তাই।অতীত ভুলা সহজ না।তাই হয়ত আমরা সহজটা বেছে নিয়েছি।আর আমরা ভুলার অভিনয় করছি।কবিতায় ভালো লাগা।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

শুভ সন্ধ্যা।

২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৮

toysarwar বলেছেন: আমাদের ভালোবাসায়
রচিত হতো অশৃঙ্খলের হাতিয়ার

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ বস।

শুভ সন্ধ্যা।

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

আহসান জামান বলেছেন:
বাহ্! চমৎকার দৃশ্য। ভালো থাকবেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভেচ্ছা।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: পোয়াতি কুয়াশা- ভারাক্রান্ত মন এবং স্মৃতির চমৎকার প্রকাশ

হাওয়ারা ঘোরে- এমন ভবঘুরেপনা চলতে থাকুক।

চমৎকার লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ হা-মা ভাই।

যাযাবর নদীতে ভেসে যাবার ইচ্ছে আছে।

শুভ সন্ধ্যা।

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

সোমহেপি বলেছেন: স্নিগ্ধ কবিতা

+

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ সোমভাই।

শুভ সন্ধ্যা।

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
Thanks Kobi.

Good evening.

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

প‌্যাপিলন বলেছেন: নি:সঙ্গতায় রোমান্টিসিজমের বিনাশ, ভালো লাগলো

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
Eta amr 6000tomo comment. Jodi pc te boste partam hoyto ekta kobita ditam apnar cmnt er reply te.

Anyway, apni ekta Kobita pawna roilen.

Thanks a lot bro..
Good night :)

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: আমি ভুলে গেছি কিছু একটা বলতে হয়। চমৎকার

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

Thanks a lot bro.

Good night :)

২৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা।

নতুন বছরের শুভেচ্ছা!

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
Thanks bro..

Happy new year.

Good night :)

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

মাহমুদ০০৭ বলেছেন: রোদ যেনো পোয়াতি কুয়াশা র সন্তান । কুয়াশার প্রসবের ফলে তার জন্ম ।

২ দিন আগে সকালে হাটতে গিয়ে যখন কুয়াসা ভেদ করে রোদ উঠছিল
তখন আপনার কবিতার কথা মনে হল । বিশেষ করে পোয়াতি কুয়াশা
লাইনটা ।
আমার পড়া আপনার অন্যতম সেরা কবিতা ।

ভাল থাকুন প্রিয় কবি ।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
Bujhi na nijer post a cmnt korte aslei ken bangla type korte pari na.

Thanks mahmud.

Mobile theke cmnt kora tai elaborate cmnt korte parlam na.

Shuveccha bro :)

৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

রাইসুল নয়ন বলেছেন: অথচ অন্ধকারের শৃঙ্গারে আজ মৌণবিলাস।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

Thanks bro.


Good afternoon :)

৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৫

ভিয়েনাস বলেছেন: প্রলুব্ধ অন্ধকারে
আমাদের খুনশুটি ফুল হয়ে ফুটতো
অভ্রকণায় এক দুই তিন চার
হাজারো প্রজাপতির ওড়াওড়ি
পরাগের দ্বার খুলে
আমাদের আমাদের ভালোবাসায়
রচিত হতো অশৃঙ্খলের হাতিয়ার .....চমৎকার।


ভুলে যাওয়া সহজ নয় অভিনয় সহজ...

কবিতায় ভালো লাগা জানালাম :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভ পড়ন্ত সকাল।

৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

শায়মা বলেছেন: অতীত দিনের স্মৃতি
কেউ ভোলে না কেউ ভোলে...

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু

শুভ পড়ন্ত সকাল।

৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

ডানাহীন বলেছেন: কবিতার গতি প্রকৃতি আমি ঠিক বুঝে উঠতে পারি নি .. ঘন কুয়াশায় সামনের পরিচিত পথটাকেও যেমন অচেনা, অন্য কোন পৃথিবীর মনে হয় .. আর হ্যা সুন্দর ..

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার সমস্যা কী! ব্লগে নিয়মিত হচ্ছেন না কেন? কী নিয়ে ব্যস্ত এতো?

কবিতাকে তো নিজের মতো চলতে দিয়েছি, তবে কবিতার শেষ লাইন নিয়ে কথা হতে পারে।

ব্লগে আবার নিয়মিত হোন, যদিও আমারই ঠিক নেই।

থ্যান্কস আ লট।

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৬

সাগর রহমান বলেছেন: অধরা, তোমার নামের যে ভস্মাধার
তা নিয়ে ছিনিমিনি অনেক হলো
জেগে থেকে অনেক ঘুমিয়েছো
এইবার তোমার ঘোমটা খোলো।.. চমৎকার সব উপমা। বেশ লাগলো কবি।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ সন্ধ্যা।

ভালো থাকবেন।

৩৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
অভ্রকণায় এক দুই তিন চার
হাজারো প্রজাপতির ওড়াওড়ি
পরাগের দ্বার খুলে
আমাদের আমাদের ভালোবাসায়
রচিত হতো অশৃঙ্খলের হাতিয়ার।


বাহ্ ! খুব সুন্দর।
ভালোলাগা রইলো কবিতাটিতে। শুভকামনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

ব্লগে স্বাগতম।

শুভ সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.