নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

তুমি

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:১৭





বুকপকেটে একটা কবিতাঃ তুমিময়

সকাল হয়ে যায় তখনো তুমিময়

অন্ধগলিতে একফালি আলো, সেও তুমিময়

কবিতা ছেড়ে দিতে চাই-- তাও তুমিময়!

হে বৈরাগ্যের রাত; সন্ন্যাসব্রতের রাত

তুমিও দেখছি তুমিময়

তুমিময় কেবল তুমিময়

ঘুড়ির সুতো কেটে গেছে, তবুও আকাশের তারাদের কানে কানে বলছে--

তুমি; তুমিময় কাব্য।

রাতভর বহমান সমীর ফুঁকে দিয়ে যাচ্ছে এক ব্রজমন্ত্র

এক স্বেচ্ছাচারী শব্দ, কেবল তুমি।



কী ছিলো আমাদের পরিচয়ে, কী ছিলো তখন বাতাসে?

কোন সে পরাগ ছুঁয়েছিলো সেইদিন, সেইক্ষণে--

আজ সর্বত্র তুমি এবং তুমিময়।

কোন সে ব্যাংক, কী তার রেট অব ইন্টারেস্ট?

আজ সুদাসলে পৃথিবীব্যাপী একটাই নাম তুমি!



নোটবুকের পাতা উল্টোই, এখানেও তুমি।

ঘুমোতে যাই-- স্বপ্নের ঘুণপোকারা কুঁড়ে কুঁড়ে খায়

বুকের অনলে ঘুমগন্ধা আকাশে বৃষ্টি নামে--

মোমের মতো গলে গলে পরে...

হে অশরীরী স্বত্তা, তোমার নেত্রযুগলে পোয়াতি বর্ষা নামুক

বছর জুড়ে, দশক জুড়ে, সহস্রাব্দ জুড়ে

তোমার লোচনেও বহমান থাকুক নোনাজল ও তার গল্প!



মন্তব্য ৬২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:২৬

শুঁটকি মাছ বলেছেন: বাফ্রে বাফ!! হ্যেয় দেখি পেরেমের কবিতা লিখছে! B-)) B-)) B-)) B-))




কবিতাটা ভালা হইছে।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আঙ্কেলও ব্লগিং করেন নাকি? ;) পেমের কপিতা কে কইসে?? ইহা আবোল তাবোল! #:-S

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:২৭

শুঁটকি মাছ বলেছেন: বাফ্রে বাফ!! হ্যেয় দেখি পেরেমের কবিতা লিখছে! B-)) B-)) B-)) B-))




কবিতাটা ভালা হইছে।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতার পক্ষ থেকে ধৈন্যা :)

শুভ রাত্রি!

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:২৯

সুমন কর বলেছেন: বছর জুড়ে, দশক জুড়ে, সহস্রাব্দ জুড়ে
তোমার লোচনেও বহমান থাকুক নোনাজল ও তার গল্প!

সুন্দর !!

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

শুভ রাত্রি!

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ, প্রেমিক সুলভ কবিতা।
বেশ সুন্দর :)

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সব কবিই প্রেমিক। ;)

শুভ জাগরণ কবি!

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: :) ভাই ভালো আছেন ?

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চলে যাচ্ছে!

তুই?

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:১৮

বৃষ্টিধারা বলেছেন: হি হা হা

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কি হইদ্দে? মাগনা মাগন হাসছ কেরে? B:-)

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


শুঁটকি মাছ বলেছেন: বাফ্রে বাফ!! হ্যেয় দেখি পেরেমের কবিতা লিখছে

=p~ =p~ =p~

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লেখক বলেছেন: আঙ্কেলও ব্লগিং করেন নাকি? ;) পেমের কপিতা কে কইসে?? ইহা আবোল তাবোল! #:-S


শুভরাত্রি ভাই!

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: তুমি তুমি তুমি....তুমি ছাড়া এ জীবন শুষ্ক মরুভূমি । !:#P

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বেশি খুশি হওন ভালো না। খুশি কম থাকেন। পরিমিত সব ভালো!


শুভ রাত্রি!

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:২৯

নীরব দর্শক বলেছেন: কারে মাথায় রেখে লিখছেন B-)) B-))

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দূর্জয়, ভাবীর খুব প্রশংসা করছে ;) তারপর আর কী! :P


কেমন ছিলেন আপনারা?

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্রজমন্ত্র
পোয়াতি বর্ষা

ইন্টারেস্টিং শব্দবাহার। লোচন শব্দটা তেমন দেখি না আজকাল।

ভাল লাগল।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সেদিন আপনার গল্পটা পড়লাম মোবাইল থেকে। কিন্তু কমেন্ট করতে পারি নাই। :( চমৎকার একটা স্বপ্ন অবশ্য দেখছি! :)


অনেক ধন্যবাদ প্রফেসর।

শুভরাত্রি।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবি কবিতা খুবই ভালো লাগছে! সুন্দর!
বর্ষা রাতে জন্ডিস নিয়া প্রেমের কবিতা পড়ছি, দারুন একটা মিশ্রন!

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জন্ডিস কবে থেকে? ডক দেখান। আর রেস্ট নেন।


অনেক ধন্যবাদ।

শুভ রাত্রি।

১২| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৯

শাপলা নেফারতিথী বলেছেন: সুন্দর..

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ নেফারতিথী।

কেমন আছেন/ছিলেন?

১৩| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৮

লেখোয়াড় বলেছেন:
একবারে তুমিময় কবিতা।
আপনার কবিতার একটা আলাদা স্বাদ পাই।
আনকোরা এবং সভ্য এবং তীব্র।

ভাল লাগল।

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তুমিময়-ই লিখতে চেয়ছি! ;)

আমার অসভ্য হতেও মুঞ্চায়! B-)


থ্যাঙ্কস ব্রো।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১

ইনকগনিটো বলেছেন: :)

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
:#)

১৫| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩

প‌্যাপিলন বলেছেন: কবিতা স্নিগ্ধ, আরো স্নিগ্ধ কবিতার প্রচ.....ছ ;)

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রচ.....ছ নিয়ে যান তাহলে ;)


অনেক ধন্যবাদ ভাই।

শুভ দুপুর।

১৬| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭

হাসান মাহবুব বলেছেন: মোটামুটি লাগলো। তেমন কোন স্ট্রাইকিং লাইন নাই।

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কোমল লেখায় স্ট্রাইকিং কিছু দিলে কি মেশেল ভালো হবে?


অনেক ধন্যবাদ হা-মা ভাই।

১৭| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩১

নক্ষত্রচারী বলেছেন: কেমন আছেন ভাই?

কবিতায় ভালো লাগা :)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বেচে আছি! তুই আছিস কেমন?

শুভ রাত্রি!

১৮| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৬

ডি মুন বলেছেন: হে অশরীরী স্বত্তা, তোমার নেত্রযুগলে পোয়াতি বর্ষা নামুক
বছর জুড়ে, দশক জুড়ে, সহস্রাব্দ জুড়ে
তোমার লোচনেও বহমান থাকুক নোনাজল ও তার গল্প!


বাহ, শেষটুকু বেশ ভালো লাগলো।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জেনে খুশি হলাম :)

শুভ রাত্রি!

১৯| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসা মানেই প্যানপ্যানানি সঙ্গীত ( কেউ কেউ বলে B-) )

এতু লুম্যান্স কেন ?

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনাদের দেখেই তো! ;)

লুম্যান্সের আর শেষ আছে নাকি! :D

২০| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: শুভ জন্মদিন, কবি।
আগামী উচ্ছসিত সাফল্যের হোক।

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

আপনি যে কই থাইক্যা এসব নিউজ জানেন!!!


এনিওয়ে থ্যাঙ্কস আ লট কবি।

শুভকামনা আপনার জন্য। :)

২১| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০২

শাপলা নেফারতিথী বলেছেন: ভালো-খারাপ দুটোই ছিলাম/ ভালো আছি..

আপনি ভালো আছেন?

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

ঘড়ির কাঁটা যখন যেভাবে চলে সেভাবেই চলছে!

আপনি নতুন পোস্ট দিচ্ছেন না কেন?

অনেক ধন্যবাদ।

২২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২২

শাপলা নেফারতিথী বলেছেন: দিন দিন কেবল অলস হচ্ছি..
লিখতে ইচ্ছা করেনা.

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম! লক্ষণ খুব খারাপ! দেশে আরেকটা মুটিয়ে যাওয়া মানুষ বৃদ্ধি পাচ্ছে! :P

লিখুন এবং পোষ্ট দিন।

শুভ কামনা রইল :)

২৩| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৩

ডট কম ০০৯ বলেছেন: হে অশরীরী স্বত্তা, তোমার নেত্রযুগলে পোয়াতি বর্ষা নামুক
বছর জুড়ে, দশক জুড়ে, সহস্রাব্দ জুড়ে
তোমার লোচনেও বহমান থাকুক নোনাজল ও তার গল্প!


ভূতের সাথে পেম করা ভালু না।

শুভ জন্মদিন কবি আলাউদ্দিন,আপ্নার জীবনের সর্বোচ্চ সফলতা কামনা করছি।

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনারে পেম করতে কে বলছে?? :-/

আগামী বছর শুভেচ্ছা গৃহীত হবে :)

অনেক ধন্যবাদ আরমান ভাই।

২৪| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় অসাধারণ ------

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি আপা।

শুভ দুপুর।

২৫| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: হে বৈরাগ্যের রাত; সন্ন্যাসব্রতের রাত
তুমিও দেখছি তুমিময়!


তুমিময় কবিতায় ভালো লাগা!

সবাই তাদের তুমিদের নিয়ে ভালো থাকুক, কবি তোমাদের তুমিদের কথা লিখে চলুক!

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ্যাঁ, তুমি
তুমিময়!


কতো কী আসে! যখন যা আসে আসে আর কী! :)

অনেক ধন্যবাদ ভাই।

২৬| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

রঙ তুলি ক্যানভাস বলেছেন: অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসা মানেই প্যানপ্যানানি সঙ্গীত ( কেউ কেউ বলে B-)

হাসান মাহবুব বলেছেন: মোটামুটি লাগলো।

ৎঁৎঁৎঁ বলেছেন:

সবাই তাদের তুমিদের নিয়ে ভালো থাকুক, কবি তোমাদের তুমিদের কথা লিখে চলুক!

কপি করে দিলাম :P

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার আসলে কি মনে হইসে! :| ওনাদের কথা তো জানি /:)


থ্যাঙ্কিউ ঘুরে যাবার জন্য।

আশাকরি ভালো আছেন। :)

২৭| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: বেশি খুশি হওয়ার কি হলো কবি?
আপনার তুমি কবিতাটি পড়ে আমার দীর্ঘ দিন ড্রাফটে থাকা তুমিহীনা কবিতাটি পোস্ট করেছি। ওটা লিখেছিলাম যখন সনেট রচনায় মেতে ছিলাম । :)


ভাল থাকবেন সুপ্রিয় কবি ।বেটার ডেইজ উইল কাম । :)

১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন: ভালো কাজ করেছেন। তুমিহীনা আর কি আছে জগতে ;)

আমি সনেট বুঝি না। লিখতেও পারি না :)

শুভকামনা ভাই :)

২৮| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ওনাদের কথাগুলোই আমারও মনে হয়েছে,তাইতো কষ্ট করে টাইপ না করে কপি করে দিলাম :P

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগে আসলেন একবছর পর। একটু পরিশ্রম হবে দেখে টাইপও করেন না! এতো কিপটা কেন পরিশ্রমের বেলায়! /:)


আছেন কেমন? না এখনো পালিয়ে বেড়াচ্ছেন নিজ থেকে?? #:-S

২৯| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১১

রঙ তুলি ক্যানভাস বলেছেন: আছি ভাল-মন্দ মিলিয়ে...হুম এখনও পালিয়ে বেড়াচ্ছি,নিজ থেকে,বন্ধুবান্ধব থেকে...আরো বৃহত্তর পরিসরে পালানোর কথা ভাবছি :P

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পালানোর আগে জানাইয়েন! অনেক দিন কঠিন শব্দে কবিতা লিখিনা। আপনার জন্য না হয় একটা ডেথ নোট লিখলাম!! :D

শোনেন, মেলা পালাপালি করছেন, আবার নিয়মিত হোন আর আপনার লেখা কবিতা পোষ্ট করেন :)

অনেক দিন আপনার লেখা পড়ি না। পোষ্ট দেন :)

৩০| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ডেথ নোট কেন লিখবেন?!!! :-* :-* এস্কেপ নোট লিখতে পারেন , বাট ডেথ নোট!!! মাইরা ফেলতে চান নাকি!!!!

আচ্ছা নাহয় লিখেই ফেলেন একটা ডেথ নোট, এর জন্যতো আর সত্যি মরার দরকার নেই :P আমার জন্য ডেথ নোটে আমি নিজেই মন্তব্য করে যাবো :P =p~

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হারিয়ে যাওয়া তো একধরণের মৃত্যকেই স্বীকার করে নেওয়া। আপনি হারিয়ে গিয়ে নিজের মৃত্যুই তো রচনা করে চলেছেন প্রতিদিন। তাই ডেথনোটের কথা বলা। যদি ফিরে আসেন তবে এস্কেপ নোট লেখা যায়। তবে এস্কেপ নোটের জন্য কিছু মালপানি খরচ করতে হবে!! ;) আফটার অল ফরমায়েসি লেখা বলে কথা!! :#)

সত্যি সত্যি মরলে ফিলিংসটা জোরালো হয় আর কি!! B-))

আগে লিখি তারপর কমেন্ট কইরেন ;)

শুভ সন্ধ্যা।

৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর ভাব তো, আমার মাথার উপ্রে দিয়ে গেল খানিকটা। যেটুকু ক্যাচ সেটুকুও অনবদ্য হয়েছে। +

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।

শুভ সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.