নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

কি আশ্চায্য: আমাদের পাঠ্য বই ভারতীয়দের দখলে!

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৯

যে কোন মহৎ শিল্পই মানব সভ্যতার মহান সম্পদ, যদি সেটা সংক্ষীণতার উধ্বে উঠে সর্বমানবের হয়ে উঠে।সেই বিবেচনায় রবীন্দ্রনাথ-নজুরুল-এর মতো সাহিত্যিকরা সমগ্র বাঙ্গালীর তথা সর্বমানব জাতির চৈতন্যের প্রতিনিধিত্ব করে।কিন্তু আমাদের দেশের নবম দশম শ্রেণীর পাঠ্য বই-এ এমন তের জন ভারতীয় কবির কবিতা ছাপা হয়েছে যাদের বড় একটা অংশই ভারতীয় ব্রাহ্মত্ব বাদী শাসক শ্রেণী আনন্দবাজার গোষ্ঠি স্বার্থের প্রতিনিধিত্ব করে।এদের কবিতা ছাপতে গিয়ে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কবির কবিতাই বাদ পড়ে গেছে।কেন এই ভারত প্রিতি?আবদুল হাকিম ও আবু জাফর ওবায়েদুল্লার দুইটি কবিতা বাদ দিয়ে ছাপা হয়েছে জনৈক আমলা কবির কবিতা।যে আমলার কবিতা তার তোষামদি দাস-অনুদাস ছাড়া কেউ পড়েছে বলে মনে হয় না।এই আমলারাই নিজে কবি খ্যাতি পাবার মোহে ভারত প্রেমের এমন নজির স্থাপন করলো।শুধু পাঠ্য বই-এর কথা বলবো কেন, আমাদের নদী আজ ভারতীয়দের দখলে।আমাদের টিভি চ্যানেল।ভারতীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র দিয়ে সুন্দর বন ধ্বংস করে দেওয়া হচ্ছে।ট্রান্জিটের নামে দেওয়া হচ্ছে করিডোর।ভারীয় পুজিঁর স্বার্থ রক্ষা করতে গিয়ে ঋণ গ্রহণ ও ট্রেন ইন্জিল ক্রয় করতে গিয়ে গচ্ছা দিতে হলো, ১৫৮কোটি টাকা।এত কিছুর পর মনে প্রশ্ন জাগে, আমরা কী তবে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, ভারতীয় সাম্রাজ্যবাদের গোলাম হওয়ার জন্য?

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ফ্রিঞ্জ বলেছেন: শিক্ষাব্যবস্থা নিয়ে আই এম একদম ফেড আপ! X( X( X(( X((

২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আহমদ জসিম বলেছেন: আমিও আপনার মতো।

২| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

টানিম বলেছেন: এটাই তো আমি লিখেছিলাম ।
কোথায় আমাদের দেশের শিক্ষাবিদেরা ?

২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১০

আহমদ জসিম বলেছেন: শিক্ষাবীদের কথা বাদদিন, কোথায় তারা যারা ভোট আসলেই ভারত বিরোধীতা করে।

৩| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

রমিত বলেছেন: যেভাবে আমাদের দেশ ও জাতিকে ধ্বংস করা হয়েছিলো। আমরা কি ঘুরে দাঁড়াবো না?
Click This Link

২৯ শে মে, ২০১৩ রাত ১২:০২

আহমদ জসিম বলেছেন: ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন সাম্রজ্যবাদ বিরোধী চেতনা।

৪| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

দুরন্ত-পথিক বলেছেন: বাজার,শিল্প, জমি,সবিই যদি যাইতে পারে তবে বই এর পড়া নয় কেন?দোষ তো আমাদেরি যে আমরা প্রতিবাদ করিনা।এভাবেই সবি চলে গেল তাদের দখলে।

২৯ শে মে, ২০১৩ রাত ১২:০৪

আহমদ জসিম বলেছেন: প্রতিবাদ কোন ব্যক্তি বিশেষের কাজ নয়, এর জন্য দরকার সাম্রজ্যবাদ বিরোধী জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি।

৫| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: হায়রে বাংলাদেশ

০১ লা জুন, ২০১৩ রাত ৯:৪০

আহমদ জসিম বলেছেন: বিস্ময় জাগে!

৬| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

জাহাজ ব্যাপারী বলেছেন: পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, ভারতীয় সাম্রাজ্যবাদের গোলাম হওয়ার জন্য।

০১ লা জুন, ২০১৩ রাত ৯:৪১

আহমদ জসিম বলেছেন: না না না না!

৭| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

গুল্লা বলেছেন: etato ar notun kisu na !

০১ লা জুন, ২০১৩ রাত ৯:৪২

আহমদ জসিম বলেছেন: নতুন কথা হলো রুখে দাঁড়াতে হবে।

৮| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: প্রথমত দেশ বিক্রির সঙ্গে সাহিত্যকে গুলিয়ে ফেলবেন না।
ভারতের ফেনসিডিল পাচার , স্টার প্লাসের অখাদ্য এদেশে প্রচারসহ অনেক কিছুরই আমি নিন্দা জানাই। কিন্তু আপনার এই লেখাটি মোটেই যৌক্তিক নয়।
সরকার বিদ্বেষী লেখা।

কবিতাগুলোর বিষয়বস্তু কি এবং সেগুলো শিখে কোনো ক্ষতি আছে কিনা সেটা যদি যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারতেন তবে বুঝতাম আপনার পোস্টটির যৌক্তিকতা। দয়া করে সেই কাজটি করুন। আপনার কাছে এদের অনেককে কবি বলে না মনে হতে পারে। কিন্তু এদের অনেকেই বিখ্যাত কবি। আপনি সেটা জানেন না। এর সঙ্গে দেশ বিক্রির কোনো সম্পর্ক নেই। সব বিষয়ে যদি বিরোধীতা করতে যান তবে খেলো হয়ে পড়বেন নিজেই।

"তাহলে বিজ্ঞান বা বাণিজ্য পড়তে গেলে তো সবই বিদেশী তত্ত-- তাতে কি বিজাতীয় জ্ঞান বলা যাবে? "

"ভাইরে কোরান শরীফ পড়লে দেশ আরবের কাছে বিক্রী হয়ে যায় না।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগে আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা পাঠ করানো হয়। সেটা বোধ হয়্ আপনারা জানেন না।
মানে আমাদের দেশে আসলেই গুণিকে তাই আমরা চিন্তে পারি না। আর খামাখা প্রতিবেশী দেশ নিয়ে ফালাফালি করি।

যে কবিতাগুলো বাদ দেওয়া হয়েছে এবং যেগুলো ঢোকানো হয়েছে সেগুলোর বিষয়বস্তু কি এবং এতে কি ক্ষতি হচ্ছে । এবং এতে কিভাবে দেশ ভারত হয়ে গেলো সেই ব্যাখ্যা দিন। অযৌক্তিক কথা বলে লাভ আছে??


পশ্চিমব্গ সাহিতের দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে। ওরা ভালোই জানে আমাদের দেশে ভালো মাল কারা।
আমরা যদি হুমায়ুন আহমেদকে দিয়ে বিচার করি তাহলে তো আর হবে না। আমরা নিজেরাই চিনি না, আমাদের দেশের গুণি সাহিতিক আসলে কারা
হা..হা..হা..হা..হা..

আর লেখককে বলছি, আমি নিজেও ভারতের অন্ন অনেক কিছুর সমালোচনা করি। কিন্তু এই ক্ষেতরে আপনার কথাটা তখনই মানবো যখন আপনি কবিতাগুলোর বিষয়বস্তু তুলে ধরবেন। সেটা পাঠ করে বাচ্চারা কি শিখছে?
সেটা না বলা পরযন্ত কখনোই আপনার লেখা যৌক্তিক বস্তুনিষ্ঠ হবে না।

০১ লা জুন, ২০১৩ রাত ৯:৫১

আহমদ জসিম বলেছেন: সাহিত্য বিচারে পশ্চিম বাংলা আমাদের থেকে তিনশ বছর এগিয়ে, কথাটা আহমদ ছফা তাঁর জাগ্রত বাংলা বইয়ে উল্লেখ করেছেন। ইলিয়াসের খোয়াব নামা শুধু মাত্র বাংলা ভাষা বিচারে নয় এই মহাকাব্যিক উপন্যাসটা বিশ্বসাহিত্যের অনন্য সম্পদ, তাই বলছি রেফারেন্স হিসেবে বিশ্ববিদ্যালয়ে এটা আপনাদের না পড়ানোর কোন সুযোগ নেই । আপনে একটু খবর নিয়ে জানাবেন কী মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকে ওরা শামসু রাহমান কিংবা আল মাহামুদের কবিতা পড়ান কি না।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৩

বেলা শেষে বলেছেন: Why you are so afraid for one book, whole Bangladesh is under India- Bangladesh is dedicated to India!!!

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৮

মহাজাগতিক বলেছেন: আপনার সত পরাজিত মধ্যবিত্তরাই উচ্চবিত্ত হওয়ার আকাঙ্খায়। ভারতের কাছে দেশ বিক্রি করে চলেছে @ পরাজিত মধ্যবিত্তদের একজন।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

আহমদ জসিম বলেছেন: মহাজাগতিককে, অপ্রিয় সত্য বলার জন্য ধন্যবাদ।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

এন ইউ এমিল বলেছেন: ভারত পাকিস্তানের ভূত আমাদের ঘারথেকে কখনো নামবে না?

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

আহমদ জসিম বলেছেন: এই এক কাল ব্যধি!

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

েফরারী এই মনটা আমার বলেছেন: ভারতের কাছে দেশ বিক্রি করে চলেছে @ পরাজিত মধ্যবিত্তদের একজন।

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

আহমদ জসিম বলেছেন: দেশ বিক্রি করছে শাষকশ্রেণী, মধ্যবিত্তরা উপভোগ করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.