নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

ওরা বিয়ের বদল বার্বিডল(যৌন পুতুল) ব্যবহার করে!

৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

২০৫০সালে দেশের জনসংখ্যা হবে ২০কোটি! এইলাগামহীন মানুষ বৃদ্ধি নিয়ে মহা চিন্তিত দেশের শাষকগোষ্ঠী আর দাতা গোষ্ঠী। ঠিক উল্টা চিত্র দেখি দাতাদের নিজেদের বেলাতে। সেই ২০৫০ সালে নরওয়ে, কানাডা, সিঙ্গাপুর মতো দেশগুরো অস্তিত্ব সংকটে পড়বে জনসংখ্যার অভাবে। কিংবা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মতো দেশগুরো আরো আগেই এই সংকটে পড়তো যদি অধিবাসি গ্রহণনীতি না করতো। এই বৈপরীত্তের ভেতর দিয়ে আমরা পুজিঁবাদী সমাজের এক ভয়ানক সংকটকেই বুঝতে পারছি। উন্নত পুজিঁবাদী দেশের মানুষ আজ পুজিঁর রাহুলগ্রাসে এতবেশি মানবিক সংকটে ভুগছে তারা নারী পুরুষের পরস্পর সম্পর্কের ছেয়ে একটা বারবি ডল( যৌন পুতুল) নিয়ে জীবন কাটাতে অধিক সাছন্দ্য বোধ করে। শত প্রণদনার পরও তার বিয়ে কিংবা সন্তান নিচ্ছে না। নরওয়ে তো পিত্রি কালিন ছুটি বাড়িয়ে করলো এক বছর, তারপরও কাজ হচ্ছে না। আর আমাদের দেশেতো গার্মেন্সে কাজ করতে এস সন্তান প্রসবের ঘটনা ভুরি ভুরি ঘটে। জনসংখ্যা নিয়ন্ত্রনের হাজার কোটি টাকার পরিকল্পনা না করে, আমাদের দেশের মাষকগোষ্ঠী স্রেফ একটা সত্য উপলব্ধি করলেই চলে, সেটা হচ্ছে বুজৌঁয়ারা সন্তান জন্মদেয় সম্পদের উত্তরাধিকার ঠিক রাখতে, আর গরিব মানুষ সন্তান জন্মদেয় আহরণ করতে।



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪

সেমিবস বলেছেন: ফরিদপুরের রাজনীতিতে এ কে আজাদকে শেখ হাসিনা না করে দিলেন!!!!

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

আহমদ জসিম বলেছেন: আপনার লিংকের জন্য ধন্যবাদ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

লজিক মানুষ বলেছেন: ওরা আমাদের দেশথেকে ২/৩ কোটি মানুষ নিয়ে গেলেই তো পারে....?

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

আহমদ জসিম বলেছেন: নিবে না, কারণ ওরা তখন নিজ দেশে নংখ্যালঘু হয়ে যাবে।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

এম ই জাভেদ বলেছেন: জন্সংখ্যা বৃদ্ধি ঠেকাতে আমাদের দেশেও এই পুতুল আমদানির ব্যবস্থা করা হোক

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

আহমদ জসিম বলেছেন: ওটা অভিজাত পাড়াতে সহজলভ্য। নতুন করে আমদানির কিছু নেই।

৪| ১২ ই মে, ২০১৪ রাত ২:২৪

হাতীর ডিম বলেছেন: B:-)

৫| ১২ ই মে, ২০১৪ সকাল ৭:০৪

আলুমিয়া বলেছেন: "বার্বিডল(যৌন পুতুল)" ????
-- লেখার আগে একটু পড়েন।

৬| ১২ ই মে, ২০১৪ সকাল ৭:৩৪

বিডি আইডল বলেছেন: এই লিস্টে কানাডাকে কোথায় পেলেন?

Between 2006 and 2011, Canada's population growth rate (+5.3%) was the highest among the G8 countries. Population growth for other G8countries ranged from a 0.8% decline in Germany to a 3.4% gain in the United States and the United Kingdom. Among industrialized countries, Canada's population growth fell below the estimated rates for countries such as Luxembourg (+8.7%), Ireland (+7.8%) and Australia (+7.6%).

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.