নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

কাল আবারও ছিনতাইকারির কবলে পড়ে যে অভিজ্ঞতা হলো!

০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

কাল তৃতীয়বারের মতো একই অভিজ্ঞতার মুখোমুখি হলাম, ঠিক একই স্থানে । তবে এবার ছিনতাইকারির মুকোমুখি হওয়াকে আমি একদম ব্যতিক্রমি অভিজ্ঞতা বলবো। আর্গের দুইবার আমার সরবস্ব ছিনিয়ে নিলেও এবার কিছুতো নিলই না বরং অকেটা খোশ গল্পের মতোই হলো। তাহলে এবার মল ঘটনাতে আসা যাক, ১/১১/ চেরাগীর্ আড্ডা শেষ করে এসে লালখান বাজারের মোড়ে দাড়িয়েঁ আমি জাহাঙ্গীর ভাই ( কথাসাহিত্যক কামরুজ্জামান জাহাঙ্গীর) কবি ভাগ্যধন বড়ুয়া আরো কিছুক্ষণ খোশ গল্পে মেতে উঠলাম। সেখান থেকে দু’জন তাদের ঘরে ঢুকে গেলে আমি রিকশা নিলাম দেওয়ানহাটের উদ্দেশ্যে। দুই পাহাড়ের ছায়া ঘেরা নীরব সড়কটা ধরে রিকশা মাঝবরাবর আসতেই পথ আগলে ধরলো পিচন থেকে আসা আরেকটা রিকশা। তিন তরুণ রিকশা থেকে দ্রুত নেমে ছুরির মতো কিছু একটা বের করে বললে, ‌কি আছে বের কর।‘ আমি দ্রুত আমার হাতে থাকা ৫টা বই( জাহাঙ্গীর ভাই আর ভাগ্যদা থেকে ধারে পড়তে নিয়েছি) এগিয়ে দিয়ে বললাম ধরেন। ছিনতাই কারির একজন গর্জন করে বললে, এই বাল দিয়া কি করুম, পকেটে কি আছে বাইর কর। কথাটা বলে অবশ্যই সে আমার অপেক্ষা না করে পকেট হাত ঢুকিয়ে পেল ৭০টাকা আর মানদাতার আমেলের সেই মোবাইল সেট, যার বাজার মূল্য বড়জোড় শ’তিনেক টাকা হতে পারে। টাকা মোবাইলসেট হাতে নিয়ে কিছুক্ষণ নীরবভাবনার আমাকে ফেরক দিয়ে বলে উঠলো, শালা ফকিন্নিরপুত, যাত্রাটাই খারাপ হলো।হঠা....কেমন যেন ছিনতাইকারি দলের জন্য আমার করুণা হলো, তাই দিয়ে দিরাম একটা উপদেশ বললাম, বাই যাদের হাত ভরা বই থাকে সাধারণত তাদের পকেট থাকে খালি, জাদের হাতে থাকে ফাইলপত্র তাদেরেই পকেট থাকে ভারি। ভবিষ্যতে যাত্রা করার আগে কথাটা ভেবে দেখবেন। তারপর ওরা আমাকে বিদায় দিল।

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ভ্রমন কারী বলেছেন: B:-/ B:-/ =p~ =p~ =p~

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

আহমদ জসিম বলেছেন: হা হা হা

২| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ভুল্কিস বলেছেন: ভালৈ করছেন, ঘুষ খোরদের ভাত মারছেন :)

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

আহমদ জসিম বলেছেন: কী ভাবে সেটা?

৩| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মদন বলেছেন: =p~

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

আহমদ জসিম বলেছেন: এড়া আবার কিড়া।

৪| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

হেডস্যার বলেছেন:
হাতে থাকা ছুরিখানের উত্তম ব্যবহার যে করে নাই তার লাইগা দুই রাকাত শুকরানা নামায আদায় করেন।

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

আহমদ জসিম বলেছেন: এটাকে আপনে উত্তম ব্যবহার বলছেন?

৫| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মহিদুল বেস্ট বলেছেন: ঠিক ই ত বই নিয়ে ঘোরাঘুরি করাই নিরাপদ :)

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আহমদ জসিম বলেছেন: আমি কিন্তু নিশ্চিত না।

৬| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

টিভি পাগলা বলেছেন: ভুল বললনে, হুমায়ুন আহমেদের বই ও ছিলো, টাকাও ছিলো।

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আহমদ জসিম বলেছেন: ছিনতাইকারির কবলে পড়ার সময় সাথে ছিল কী?

৭| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬

ব্লগ রাতুল বলেছেন: কিছু কিছু মানুষ সবকিছুর মধ্যে হুমায়ুন আহমেদকে টেনে আনে .. ফ্যান হওয়া ভালো তবে এতটা না ...

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আহমদ জসিম বলেছেন: ন্যাকা আর কারে কয়।

৮| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

মোমেরমানুষ৭১ বলেছেন: হেডস্যার বলেছেন:
হাতে থাকা ছুরিখানের উত্তম ব্যবহার যে করে নাই তার লাইগা দুই রাকাত শুকরানা নামায আদায় করেন।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:০১

আহমদ জসিম বলেছেন: আপনে কি ওনার কথার সাথে একমত।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:২২

রাজীব দে সরকার বলেছেন: হেডস্যার বলেছেন:
হাতে থাকা ছুরিখানের উত্তম ব্যবহার যে করে নাই তার লাইগা দুই রাকাত শুকরানা নামায আদায় করেন।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

আহমদ জসিম বলেছেন: আপনে কি বলেন?

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

পথহারা নাবিক বলেছেন: শালা ফকিন্নিরপুত!! তারা কিন্তু খারাপ বলে নাই।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২০

আহমদ জসিম বলেছেন: না ভাই, খারাপ বলে নাই।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৭

অপ্রচলিত বলেছেন: পথহারা নাবিক বলেছেন: শালা ফকিন্নিরপুত!! তারা কিন্তু খারাপ বলে নাই:) :) =p~

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

আহমদ জসিম বলেছেন: তাই নাকি?

১২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৩

পাঠক১৯৭১ বলেছেন: চিনতাইকারী বললো যে, আপনার কাছে টাকা না পেয়ে, আপনার অন্ডকোসে লাথি মেরেছে!

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

আহমদ জসিম বলেছেন: সেই ছিনতাই কারি যে আপনার দলের এটাতো জানতাম না!

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৭

ইসটুপিড বলেছেন: আপনে একেকটা পোস্ট কয়বার কইরা রিপোস্ট চোদান? কি বালের প্রবন্ধটা লেখেন যে রিপোস্ট মারাইতে হয়?

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬

আহমদ জসিম বলেছেন: তবার খুশি ততবার দিমু তোর কি?

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০

আদম_ বলেছেন: প্রিয় চাটগা শহর এখন কেমন আছে?

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

আহমদ জসিম বলেছেন: ভাই ঠিক আগের মতো।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২২

ইসটুপিড বলেছেন: ঐ হাউয়ার পোলা, তুই মারাইলি কেন? নটির পোলা তর হোগা দিয়া প্রবন্ধ ঢুকায়া তর বিচি কাইটা তর প্রবন্ধ বাইর কইরা আবার তর মুখে ভইরা দিমু। ঐ নাটকির পোলা, ভাল কইরা কইলে পছন্দ হয় না? ঐ বেশ্যার বাচ্চা কি বালটা লেখছ যে চাইরবার কইরা রিপোস্ট চোদান লাগে? তরে লৌড়ায়া খাড়ায়া ঘুড়ায়া ঝাউবনে লইয়া চুদি। নে মাদারচোদ, মুখ ভইরা আমার মাল খা। নে, খা। পেট ভইরা খা বেশ্যা মাগীর পোলা।

১৬| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২০

স্পেলবাইন্ডার বলেছেন: :| :| :|

১৭| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২০

পংবাড়ী বলেছেন: ম্যা ম্যা আর কত বার?

১৮| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:১৭

নিষ্‌কর্মা বলেছেন: ভাগ্যভাল যে পেটে ছুরিকাঘাত করে নাই।
বইগুলা নিয়া যত্ন কৈরা পৈড়েন।

১৯| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৩

ইসটুপিড বলেছেন: তর তো লজ্জাশরম বইলা কিছু নাই, নেক্সট টাইম যখনই ব্লগে আসবি, আইসাই তো এই বালপুস্টের রিপোস্ট চুদাবি ফাস্ট পেজে। তরে তাই এডভান্স গাইল দিয়া গেলাম, তুই একটা নিল্লজ্জ আবাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.