নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর সরকার লিটন

আলমগীর সরকার

বাউল আলমগী সরকার

চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।

বাউল আলমগী সরকার › বিস্তারিত পোস্টঃ

আর কত খাই

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬



পাগল মনটা যখন তখন ইচ্ছা করলে খাই
ঘূর্ণিপাকের দিবালোয়ের চার বেলাতেও খাই-
গণতান্ত্রিক আর নিয়মতান্ত্রিক ক্ষুধা লাগলেও খাই !
জীবন সংসারটাই বুঝি আলোধারের খায় খায়-
প্রচণ্ড হিংসার রক্তপেশী ক্ষুধা লাগলোও খাই
মিথ্যার মাংসের ভরা বাটি সাজানো দেখলেই খাই;

চোখ রাঙ্গানো বারুদ অহংকার সেটাও ঠোঁটের ভাজে খাই-
ক্ষুধার্ত অনাহারের মুখঝঝাল বমিমাখা খাবার তুলে খায়
কি আছে আর খাবার রাতদুপুর শুধু চিন্তাভাবনার বড়িও খায় !
তাতেও বেটা পাগলের বেট ভরে না,কবিতার চয়ন খায়-
এত খায় খায় ক্ষুধার্ত দেখে কবি বলেছে ভাই ’ভাত দে হারামজাদা-
তা না হলে মানচিত্র খাবো ‘ আর কত খাইবি পাগল?
এ বার না হয় নিজের মাংস ছিরে চিবে খাই ।

১৪/০৩/১৬
======

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

নুর আমিন লেবু বলেছেন: হায় হায় , সব খেয়ে শেষ করে ফেলেচেন?

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

বাউল আলমগী সরকার বলেছেন: এখনো খেয়ে শেষ করতে পারিনি দাদা
যাক অনেক ধন্যবাদ

২| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

বিজন রয় বলেছেন: কবিতা ভীষণ ঝাকি দিয়ে গেল।
দারুন!!
+++

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১১

বাউল আলমগী সরকার বলেছেন: যাক ভুমিকম্পনের ঝাকি তো আর দেয়নি দাদা
সুন্দর মন্তব্যের জন্য
অশেষ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.