নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

রাখি - স্পর্শের অনুভুতি

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৬


বিশ্বাস কর রাখি-
তোমাকে আমি ভালবাসতে চাইনি।
কিন্তু-
কখন যে নিজের মনের অজান্তে
আমার মনের জমিতে বসত গড়েছ;
বুঝতেই পারিনি।

তোমার চোখ দুটি যখন পিট পিট করে-
আমার দিকে তাকায়;
মনে হয়- নিজেকে আর ধরে রাখতে পারছি না।
ফাগুনের হাওয়ায়,
নিজের অস্তিত্তকে মুক্ত বিহঙ্গ মনে হয়।
মনে হয়-
কৃষ্ণচূড়া ফুলে মৌমাছি বসে থাকাটা
ভালবাসার একটা প্রতিকী চিহ্ন।

আবার,
তুমি যখন আমার দিকে হাত বাড়াও
আমি দিগহীন হয়ে পড়ি।
বুঝতে পাড়ার ক্ষমতা লোপ পায়।
তবে,
এটা বুঝতে পারি-
আমার শরীরের প্রতিটা অঙ্গে
শিরা উপশিরা দিয়ে-
একটা শীতল অনুভূতি সমস্ত দেহে
ওসাইন বোল্ডের মত দৌড় দেয়।

বিশ্বাস কর রাখি-
এতে আমার কোন দোষ নেই।
তুমি আমার সামনে থাকলে
আমি আমার নিয়ন্ত্রনের বাইরে থাকি।

জান রাখি-
তুমি যখন আমার শরীর ঘেষে বস
তখন-
আমার দেহটা থমকে দাড়াঁয়
সাথে- আমার ব্রেনের সকল ওয়ার্ক স্টেশনগুলি কর্ম অক্ষম হয়ে পড়ে।
আমি হয়ে যাই হ্যাঙ্গ করা মোবাইলের মত স্থীর।

ঐ মুহুর্তটায় আমি একটা অদ্ভুত ভংগিমায় তোমার দিকে চেয়ে থাকি
তখন তুমি প্রায়ই বলতে-
"পাগল নাকি!!"
আমার কিন্তু শুনতে বেশ লাগত।

রাখি-
এটাকেই কি ভালবাসা বলে???

হবে হয়তো।
না হলে- নিজের মনের অজান্তে
আমার মনের জমিতে তুমি বসত গড়বেই কেন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

আহ! কি প্রেম কবি! দুর্দান্ত!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫০

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয়।

২| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৯

ফেনা বলেছেন: আপনাদের ভাল লাগাই আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।
ভাল থাকবেন সতত।

৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: আপনার কবিতায় সহজ সরল সীকারত্তি টা ভালো লেগেছে।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.