নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

করোনাকাল

০৭ ই জুন, ২০২০ দুপুর ১:০৫



করোনা আর আমি; দু'জনে
বসে আছি নিরালায়; কোয়েরাইন্টাইনে
তবু-
মৃত্যু দূরত্তে- বারে হৃদয় স্পন্দন।

করোনা আর আমি; দু'জনে
হতাশার বৃত্তে-মানসিক রোগী; সমস্যা নেই,
করোনা রোগী হতে বৃহৎ সরম।
মরে যাব-তবু করোনা রোগী হব না।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: জটিল পরিস্থিতি ।

০৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩৬

ফেনা বলেছেন: হুম, ধন্যবাদ। কেমন আছেন??

২| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগল।

০৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩৬

ফেনা বলেছেন: ধন্যবাদ দাদা।

৩| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: আশাবাদী হতে হবে।
কণাকাল কেটে যাবে।

০৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩৭

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
সমস্যা কেটে যাবার আশা শতকোটি মানুষ..অপেক্ষায়।

৪| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩৮

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।

৫| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৩

মীর আবুল আল হাসিব বলেছেন: রাত্রি শেষে নাকি ভোর আছে কিন্তু রাত কখন শেষ হবে জানিনা।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৪২

ফেনা বলেছেন: আসলেই সবাই এখন রাত্রি শেষ হবার অপেক্ষায় বসে আছে।

সবার জন্য শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.