নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

আমিও একদিন লাশ হব.... আমার ঘরের চাল বাশের

১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫

অনেক দিন পরে আসলাম... কেমন আছেন সবাই....

কিছু দিন আগে হঠাত করে আমার এক খালাত বোনের জামাই মারা গেল। একটা মেয়ে বিয়ের উপযুক্ত, একটা ছেলে চুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হল বলে... আরেকটা ছেলে আছে শারীরিক প্রতিবন্ধী। মৃত্যুর খবরটা শুনে মনে খুবই কষ্ট পেলাম। জানাজার জন্য গেলাম। যখন জানাজার নামজ শেষ করস্থ করা হচ্ছিল- আমি এক দৃষ্টিতে চেয়ে ছিলাম। কবরে লাশ রেখে যখন উপরে বাশ দিয়ে দিচ্ছে তখন ক্ষনিকের জন্য নিজের বুকটাও হালকা চিন করে মোচর দিয়ে উঠল। আমিও ত একদিন লাশ হব। আমার নিথর শরীরটা পরে রবে মাটির ঘরে, আমার ঘরের চাল হবে বাশের।

দাফন সগেষ করে যখন ফিরে আসছিলাম তখন এই ছবি গুলি হাতের মোবাইলে ক্লিক করে নিয়ে আসি।

ছবি-০১



ছবি-০২



ছবি-০৩

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:


সম্ভব হলে, আপনাকে কবরে রাখার পর, তখনকার অনুভুতি নিয়ে একটা পোষ্ট দেবেন

১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৭

ফেনা বলেছেন: সোনাগাজী দাদু, যদি সম্ভব হত তাহলে বেশির ভাগ মানুষ তাই করত।
কেমন আছেন দাদু??

২| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন পর আপনাকে পেলাম।

১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৮

ফেনা বলেছেন: জি ভাই অ এক দিন পর আসলাম। কেমন আছেন?

৩| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফেনা ভাই প্রায় বছর খানেক পরে আপনার
লেখা পেলাম। অনেক মিস করেছি। ব্লগের
উপর দিয়ে অনেক ঝড় ঝাপ্টা গেলো; তার
পরেও টিকে আছি। আপনাকে অনেক মিস
করেছি। আপনি আমার অনেক লেখা আপনার
পত্রিকায় স্থান দিয়েছেন সে জন্য কৃতজ্ঞ চিত্তে
আপনাকে স্মরণ করি।

আপনার অদ্যকার লেখাটি অনেক সুন্দর! আমরা সবাই
একদিন লাশ হবো অথচ এই চিরন্তন সত্য কথাটি আমরা
দূনিয়ার মোহে পড়ে ভেলে থাকি। যেদিন লাশ হবো সেদিন
কেউ হবেনা সংগের সাথী।
ভালো থাকবেন।

১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৩

ফেনা বলেছেন: নূর ভাই আমি ভাল আছি। কেমন আছেন আপনি?
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

কামাল৮০ বলেছেন: লাশ না হবার সম্ভাবনা আপাতত নাই।অতয়েব এটা নিয়ে বেশি চিন্তা করে লাভ নাই।বর্তমানকে উপভোগ করাই বুদ্ধি মানের কাজ।শুখ দুঃখ নিয়েই জীবন।

১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৪

ফেনা বলেছেন: কেমন আছেন?
মন্তব্যের জন্যবাদ। তবে বোধগম্য হয়নি।

৫| ১৬ ই জুলাই, ২০২২ রাত ৮:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কামাল হুজুর কি বলেন!
লাশ না হবার সম্ভাবনা আপাতত নাই !
মানে কি দাঁড়ালো?

৬| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৪২

ইফতেখার ভূইয়া বলেছেন: এটাই আমাদের সবার অমেঘ পরিণতি। মৃত্যু চিন্তাটাকে আমি পজিটিভলি দেখি। মাঝে মাঝে কবরস্থান ঘুরে আসা বা কারো কবর জিয়ারত করতে যাওয়াটা ভালো। তাতে কিছুটা ডিপ্রেসিং মনে হলেও জীবনকে ভিন্নভাবে দেখতে শুরু করবেন। যাপনের নেশায় বুঁদ না হয়ে, জীবনের প্রতিটি দিনকে এ্যাপ্রিশিয়েট করতে শেখা প্রয়োজন বেশী। জীবন একটা উপহার, এটাকে প্রাপ্য সম্মান দিন।

১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫

ফেনা বলেছেন: চমৎকার বলেছেন। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৬

কামাল৮০ বলেছেন: নূরু সাহেব।আপাতত সবাইকেই লাস হতে হবে।ভবিষতে লাস নাও হতে পারে।

৮| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মৃত্যু নিয়ে ভাললে মনে হয় জীবনটা শুধু শুধু শেষ করছি।

২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫০

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: আমি মৃত্যু নিয়ে চিন্তা আভাবনা ছেড়ে দিয়েছি।

২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫১

ফেনা বলেছেন: কেন????

১০| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৪

আহমেদ জী এস বলেছেন: ফেনা,




বহুদিন পরে, জীবনের অমোঘ পরিনতির গন্ধ মাখা বাঁশের চাল দিয়ে পোস্ট সাজিয়ে গেলেন! ছবিগুলোও সাজেষ্টিভ।

১১| ২২ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



শেষ ঠিকানা। ভালো লিখেছেন। পোস্টে +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.