নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

যার কাছে যেমন

২০ শে জুন, ২০২৩ বিকাল ৫:০২



হাসপাতালে ভর্তি শামুক। মেঠোপথ দুর্ঘটনায় আহত সে। বন-বাদাড়, ডোবা- নালা থেকে তাকে দেখতে এসেছে সবাই। সবার একটাই প্রশ্ন এমন দুর্ঘটনা ঘটলো কী করে???

শামুক বলল- মেঠোপথ পার হচ্ছিলাম আমি, কোথায় থেকে ঝড়ের গতিতে কি একটা এসে আঘাত করলো। তারপর থেকে আমি হাসপাতালে।

সাথে সাথে তদন্ত কমিটি বসলো তদন্ত করতে যে কে মেঠোপথ দিয়ে এরকম ঝড়ের গতিতে চলাচল করেছে। ক'দিন পর তদন্তে বেরিয়ে আসলো্ যে এক উজবুক কচ্ছপ ঐ পথ দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে এ দুর্ঘটনা ঘটিয়েছে।

উপসংহার- প্রতিদিন ফামগেট দিয়ে যাওয়া আাসার সময়এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর ফার্মগেট ওভার ব্রিজের নির্মাণ কাজ দেখে গল্পটি মনে হয়।

ছবিঃ নেট থেকে

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২৩ বিকাল ৫:৫১

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে সরকারি কাজ শুরু হয় কিন্তু শেষ হয় কবে তা কেউ বলতে পারে না।

২০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

বিষাদ সময় বলেছেন: আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এর কাজ মোটামুটি সন্তোষজনক তবে ওভার ব্রিজের কাজের গতি দেখে আমি হতাশ এবং ক্ষুব্ধ।
সাথে থাকায় ধন্যবাদ।

২| ২০ শে জুন, ২০২৩ রাত ৯:৩৫

কামাল১৮ বলেছেন: আধুনিক যন্ত্রপাতির অভাব।

২০ শে জুন, ২০২৩ রাত ৯:৪১

বিষাদ সময় বলেছেন: ফুটওভার ব্রিজে কর্মীর সংখাও অপ্রতুল.....
ধন্যবাদ।

৩| ২০ শে জুন, ২০২৩ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।
ফার্মগেট ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে।

২০ শে জুন, ২০২৩ রাত ১১:১৫

বিষাদ সময় বলেছেন: ফার্মগেটে হকারের অত্যাচারে তো পা ফেলার জায়গায় নাই।
ভাল থাকবেন। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.