নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

উনমানুষের বন্দীশালা

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২০



ঢাকা শহরে মানুষ হতে এসে উনমানুষ হলাম। আচার আচরণে অধঃপতন, সামজিকতায় প্রতিবন্ধী, বিচরনে সীমাবদ্ধ হয়ে গেলাম। প্রতিবেশি খেয়ে আছে না খেয়ে আছে জানিনা। নিজের বাড়িতে যখন জন্মদিনের তাণ্ডব নৃত্য পাশের বাসায় তখন মুত্যুর আহাজারী। ছুটছি তো ছুটছি, শ্বাস নেয়ার সময় নাই, আসে পাশে দেখার ইচ্ছা নাই। সুখ, দুঃখের স্বপ্ন বিলাস কেন্দ্রিক। মায়া মমতা চার দেয়ালে আবদ্ধ।

ত্রিমাত্রিক বিচরণের সীমানা সীমাবদ্ধ তাই ভার্চুয়াল জগতে সীমাহীন বিচরণ। ভার্চুয়াল নেশা ভঙ্গ হয়ে যখন দেখি চারদেয়ালে আবদ্ধ তখন দম বন্ধ হয়ে যায়। চেনা মানুষের মাঝে একটু স্বস্তি খুঁজে ফিরি। বৃথাই সে আয়োজন, সব চেনার গভীরেই অচেনা নগ্নের বিচরণ, রাক্ষসের বসবাস। দিক বিদিক ছুটে একটু দম নেয়ারও জো নাই। উত্তরে উত্তর পাড়া উন মানুষের প্রবেশ নিষেধ। দক্ষিণে দেশ দরদীদের আবাস স্থল প্রবেশাধিকার সংরক্ষিত। পশ্চিমে হাই সিকিউরিটি জোন সন্ত্রস্ত পদচারণা। পূর্বে যন্ত্রদানবের কর্কশ ধ্বনি।

অলিতে গলিতে সাইনবোর্ড "প্রবেশাধিকার সংরক্ষিত, গার্ডকে আপনার পরিচয় দিন"। কি পরিচয় দিব? আমি উনমানুষ!!!! আমাকে একটু আপনাদের খাঁচায় ঢুকতে দিন!!! নিজের খাঁচায় থেকে থেকে আমি ক্লান্ত, বিষাদ গ্রস্থ!! আসলে আমরা সবাই ক্লান্ত , অবসাদ এবং বিষাদ গ্রন্থ উনমানুষ। তাই সবাই আবদ্ধ যার যার গলিতে , যার যার খাঁচায়। চিড়িয়াখানায় যেমন পশুরা আবদ্ধ থাকে । এক পশু আরেক পশুর কাছে নিরাপদ না। এ শহরে আমরা তেমনি এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর কাছে নিরাপদ না। তাই সবাই আবদ্ধ। কেউ বাষের খাঁচায়, কেউ হরিণের খাঁচায়, কেউ খাঁচায় বন্দী বানরের। নিজেরাই নিজেদের শহরটাকে উনমানুষের বন্দীশালা বানিয়ে ফেলেছি।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৪

মিরোরডডল বলেছেন:




কিন্তু কেনো এতো শ্রেণীবিভেদ, এ সমস্যার সমাধান কি?

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৯

বিষাদ সময় বলেছেন: লাইক ও মন্তব্যের জন্য ধন্যবাদ। শ্রেণীবদ্ধ হয়ে সবটুকু ক্ষমতা, জোর খাটিয়ে সবটুকু কেড়ে নেয়ার এক প্রানান্ত প্রচেষ্টা। এর কোন সমাধান আমার জানা নেই। সমাজ পরিবর্তনের কারো কোন চেষ্টা নেই । সবার চেষ্টা শুধু শাসিত শ্রেণী থেকে শাসক শ্রেণীতে উন্নিত হওয়া।

২| ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:


ঢাকাতে বাংলাদেশের সব ব্যুরোক্রেট, সব এমপি, সব চো ডাকাত ব্যবসায়ী, সব জালিয়াত, সব প্রশ্নফাঁস, সব দলের চোরডাকাত, খুনীরা সমবেত হয়েছে; এখানে বাস করা ১টা বিশাল অভিজ্ঞতার বিষয়।

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৪

বিষাদ সময় বলেছেন: আপনার মন্তব্যে গুরুত্বপূর্ণ একটা শ্রেণীর নাম বাদ গেছে, দেখি মনে করতে পারেন কিনা।

৩| ২৩ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার ছবির জেলখানাটা পরিস্কার-পরিচ্ছন্ন হবে মনে হয়।

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৬

বিষাদ সময় বলেছেন: হতে পারে । ভিতরে গিয়ে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনটাই হয়নি। ধন্যবাদ।

৪| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৮

কামাল১৮ বলেছেন: রাষ্ট্র নিজেই শোষক সেখানে মানুষ শান্তি পাবে কি করে।রাষ্ট্র যখন জনকল্যান রাষ্ট্রে পরিণত হবে তখন শান্তি আসবে।

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৮

বিষাদ সময় বলেছেন: লঙ্কায় গেলেই যে সবাই রাবণ হয়ে যায়। তাই রাম, সামদের দুঃখ চিরকালই থাকবে। ধন্যবাদ।

৫| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৭

নিশার নিশা বলেছেন: ভাল

২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:০০

বিষাদ সময় বলেছেন: "ভাল" মন্তব্য পেয়ে ভাল লাগলো। ধন্যবাদ।

৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: বড় অদ্ভুত শহর ঢাকা।

২৪ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৬

বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন বড় অদ্ভুত শহর ঢাকা।
এ শহরটাকে মনে হয় আমার চেয়ে আপনি অনেক বেশি চেনেন। ধন্যবাদ।

৭| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৭

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ঢাকা হোল দুর্নীতিতে ঢাকা এক কালো কাপড়। এর নিচে কোন কিছুই ভালো না।

২৪ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৮

বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন ।আসলে ঢাকা হলে মুখোশ পরা মানুষের আবাস্থল। মুখোশের নিচের মানুষটাকে আমরা কেউ চিনিনা।

৮| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঢাকা শহরে টাকা ওড়ে। শুধু টাকা ধরা জানতে হয়। খুব কম ভালো লোকই এই টাকা ধরা শিখতে পারে। কারণ সোজা রাস্তায় এখানে টাকা ধরা খুব কঠিন।

দুঃখের কথা হল মানুষ এখন ঢাকা শহর দেখে বাংলাদেশের মানুষকে বিচার করে। বাংলাদেশের মানুষকে জানতে হলে আগে ঢাকার বাইরে যেতে হবে। তবে ঢাকার বাইরের পরিবেশেরও অধঃপতন ঘটা শুরু হয়েছে। মানুষ পরিবেশ নষ্ট করে আবার আমরা পরিবেশ দ্বারা ভালোই প্রভাবিত হই। ঢাকা শহরের বিশৃঙ্খল ধনীরা সিঙ্গাপুর বা লন্ডন নেমে সেকেন্ডের মধ্যে সুশৃঙ্খল হয়ে যায়।

২৪ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৩

বিষাদ সময় বলেছেন: একেবারে সঠিক কথা গুলো বলেছেন। ঢাকা শহরের ওড়া টাকা ধরতে সারাদেশ থেকে মানুষ জড় হয়ে এটাকে পঙ্গপালের আস্তানা বানিয়ে ফেলেছে। ভাল থাকবেন।

৯| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৫

সোহানী বলেছেন: ভালো লাগলো লিখাটা। নিজেকে আবারো নতুন করে উপলব্ধি করতে ইচ্ছে হচ্ছে।

২৪ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৬

বিষাদ সময় বলেছেন: লেখাটি কারো মনে প্রভাব ফেলতে পেরেছে এটাই বড় সার্থকতা। আন্তরিক মন্তব্য এবং লাইকের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২০

গেঁয়ো ভূত বলেছেন: মুক্তির উপায় কি???

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৭

বিষাদ সময় বলেছেন: বিশৃঙ্খলার শৃঙ্খলে আবদ্ধ আমরা। মুক্তির কোন উপায় জানা নাই।
শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.