নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি লেখক হতে চাই না, কলম হব ভাই। আমি আমার কালিতে তোমাদের রাঙাতে চাই।”

অলিউর রহমান খান

আসসালামু আলাইকুম। আমি অলিউর রহমান খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। আমি গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি খুবই পছন্দ করি যে কারণে ব্লগিংয়ে যোগদান করা। সবাইকে আমার ব্লগে স্বাগতম। ফেইসবুক: Aliur Rahman Khan

অলিউর রহমান খান › বিস্তারিত পোস্টঃ

কবিতা: ‘মানবতার তরে’

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪



‘’মানবতার তরে”
অলিউর রহমান।

- আমি কত শত মনুষ্য দেখেছি,
গিয়েছি তাদের দুয়ারে পেতে এক মুঠো অন্ন;
- ফিরেছি ব্যথিত হৃদয়ে আবার,
দেখে মানবের রক্ত চক্ষু বারে বার।
তবু পথ পানে চেয়ে আছি খোদার জন্য।

-আমি দেখেছি ধনাঢ্যদের খাবার স্তুপে
জমেছে ময়লা-আবর্জনায়;
হয়েছে পশু-পাখির অন্ন,
- মানব হয়ে জন্ম নিলাম এ উর্বীর ছায়াতলে,
একি সুতোয় গাঁথা মালা মানুষের দলে;
তবু কেন আসেনি এ জীবনে নবান্ন?

- আমি দেখেছি মানবের মাঝে ধর্ম-বর্ণ,
দেখেছি ধনী গরীবের ভেদাভেদ,
কত দেখেছি এই মানুষের মাঝেই জাতি-কুল প্রভেদ।
- চেয়ে দেখ বনের পশুতে কত ভালোবাসাবাসি,
পিপীলিকা দল বেঁধে কত হাসা হাসি।
খুঁজে দেখ সবার তরে সৌরভ বিলিয়ে ঝরে গেছে কাননের ফুল।

- আমি দেখেছি অত্যাচারের বিভীষিকাময় চিত্র,
কান্না আর আহাজারি,
মানুষ হলো মানবের দাস সারি সারি।
- দেখেছি তাদের মানবের মতোই জোড়া জোড়া হাত।
চারিদিকে রক্ত পিয়াসী মুখোশধারী মানুষের দাবানল।
দেখেছি কত শত চোখের ঘুম কেড়ে নেয়া কালো রাত।

- আমি দেখিনি বনের হিংস্র পশুতে বিভক্তি,
চলাচলে দেখিনি বৈষম্য,
- দেখেছি তা মানবের ঘরে,
মানুষ মানুষেরে কেন আজ এত ডরে?
মানব মানবেরে ভাবে নেই কেহ তার সম।

- চলো মানব জীবন সাজাই জীবনের নিয়মে।
আজ কেন মানুষ হয়ে ও মানবাতা খুঁজে ফিরে পশুর চরণে?
- অনাহারীর মুখে তুলে দাও দু-হাত ভরে অন্ন,
ফোটবে রক্তকমল উঠবে শশী,
নিয়ে হৃদয় গগনে শুভ্র মেঘের হাসি।
ফিরে আসো মানব হয়ে সেই প্রভুর জন্য।
আসুক বারে বার এ জীবনে নবান্ন!


ছবি: গুগল।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

হাবিব বলেছেন:




লাইনগুলো অসাধারন লেগেছে.................

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০

অলিউর রহমান খান বলেছেন: আমার লিখা স্বার্থক। আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যটি করার জন্য, যা আমাকে অনুপ্রণিত করবে।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি সেফ হয়েছেন দেখে ভাল লাগলো।

মানবতার জয় হোক।

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২

অলিউর রহমান খান বলেছেন: জ্বী জনাব আল্লাহর রহমতে সুযোগ পেয়েছি ১১ মাস ২ সপ্তাহ পরে। আপনাকে ধন্যবাদ পাশে থাকার জন্য।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: অনেক ভালো লিখেছেন খুব সুন্দরভাবে ধনী আর গরিবের মাঝে ভেদাভেদ তুলে ধরেছেন। সমাজ আসলেই অতি নিষ্ঠু!

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৩

অলিউর রহমান খান বলেছেন: মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

নজসু বলেছেন:



সত্যি মন খারাপ হয়ে যায়।
কেন এতো প্রভেদ?
কেউ সুখে হাসে।
কারও চোখে হাহাকার।

কবে ঘুচবে দুই দলের দূরত্ব?

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৪

অলিউর রহমান খান বলেছেন: যতো দিন না আমরা নিজেদের জায়গা থেকে সঠিক ভাবে কাজগুলো করবো। আপনাকে ধন্যবাদ ভাই।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: মানবতা অনেক বড় ব্যাপার।
আমাদের সবার মানবিক হওয়া উচিত।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৫

অলিউর রহমান খান বলেছেন: সঠিক বলেছেন। আমরা নিজেরা পরিবর্তন হলে সমাজের অনেক কিছুই পরিবর্তন হবে। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.