নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মনোযোগী পাঠক ।

রানা আমান

রানা আমান › বিস্তারিত পোস্টঃ

কেন যে দেখতে গেলুম !

০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

সাধারনত অফিস থেকে বাসায় ফিরে আমার রুটিন হলো ফ্রেশ হয়ে এক কাপ চা বানিয়ে টিভি চালু করে একটা বই নিয়ে বসে পড়া (আসলে এখানে হবে শুয়ে পড়া কারন আমি শুয়ে শুয়ে বই পড়তেই অভ্যস্ত ), টিভিটা চালু থাকলেও তাতে চোখ কমই রাখি । একেবারে নিরব নিঃশব্দ বাসার চাইতে কিছু সাড়াশব্দ থাকুক (টিভির শব্দ হলেও)। যাই হোক দুদিন আগে তেমনি বাসায় ফিরে টিভি চালু করতেই দেখি চ্যানেল আই তে নাটক চলছে , বিপাশা হায়াত এর লেখা নাটক "কবিতা সুন্দর", বিপাশা হায়াত নিজে সে নাটকে অভিনয় ও করেছেন । ভাবলুম একটু দেখি (মানুষের কত দুর্বুদ্ধি ই না হয়) । আমি অবশ্য নাটকের শুরু বা শেষ কোনটাই দেখিনি । এই নাটকে বিপাশা হায়াত এর স্বামীর চরিত্রে ছিলেন মাহফুজ আহমেদ । এই নাটকে মাহফুজ আহমেদ বেতন পান মাসে ১২০০০ টাকা কিন্তু তাদের ঘরের দামী আসবাবপত্র , শো পিস, দেয়ালের পেইনটিংস(ওরিজিনাল না হোক প্রিন্ট হলেও তার দাম আছে), ফুলদানীতে ফুলের ছড়াছড়ি কোনভাবেই মাসে ১২০০০ টাকা আয়ের সাথে যায় না । নাটক দেখতে দেখতে জানলুম মাসে ১২০০০ টাকায় তাদের সংসার কিছুতেই চলছে না , (চলার কথাও না)। খাওয়াদাওয়ার কষ্ট চলছে সেটাও জানলুম । তখুনি মনে হলো তাহলে এত দামী আসবাবপত্র , শো পিস এলো কি করে । একটুপরই বিপাশা ও মাহফুজ এর দাম্পত্য কলহের দৃশ্য মারফত জানলুম সবকিছুই বিয়ের সময়ে বিপাশার বাবা দিয়েছেন । ( এতে যে যৌতুকপ্রথাকে ই প্রমোট করা হলো) !!! বিপাশা হায়াত এর কাছ থেকে আর একটু সচেতনতা আশা করেছিলুম নাট্যকার হিসেবে ।

অবশেষে টিভি থেকে চোখ সরিয়ে বইএর পাতায় ফিরে গেলুম । বই ই আমার জন্য ভালো ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং.... !:#P

আপনার অনুভূতি জেনে ভালো লাগল।

২| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪

রানা আমান বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

প্রামানিক বলেছেন: অবশেষে টিভি থেকে চোখ সরিয়ে বইএর পাতায় ফিরে গেলুম । বই ই আমার জন্য ভালো ।

ঠিকই কেরেছেন তা না হলে যৌতুকের প্রতি দুর্বলতা শুরু হতো। চমৎকার লেখা। ধন্যবাদ

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬

রানা আমান বলেছেন: প্রার্থনা করি তেমন কারুর সাথে যেন পরিচয় ও না হয় । ধন্যবাদ প্রামানিক ভাই , আপনার লেখা আমার খুব ভালো লাগে ।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

গেম চেঞ্জার বলেছেন: কাহিনী সারাটা দেখেছিলেন নাকি? হয়তো কোন মেসেজও ছিল? :|

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

রানা আমান বলেছেন: আমি টিভি অন করার পর থেকে নাটকটির যেটুকু বাকি ছিলো তা তো দেখলুম , মেসেজ তো কিছু বুঝলুম না । শেষদিকে অবশ্য বইএর পাতায় ফিরে গিয়েছিলুম ।

৫| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: বই ই আমার জন্য ভালো -- সেই ভালো, সবার জন্যেই ভালো।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

রানা আমান বলেছেন: আসলেই তাই খায়রুল আহসান ভাই । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.