নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডোন্ট টেক মোমেন্টস ফর গ্রান্টেড!

আমিনা মুন্নী

আমিনা মুন্নী › বিস্তারিত পোস্টঃ

বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব না নিলে ৩ মাসের জেল: যে মেয়েগুলো স্বামীদের দায়িত্ব পালনে বাঁধা দেয় তবে তাদের কি শাস্তি হওয়া উচিত?

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫



ভরণপোষণের দায়িত্ব পালন না করলে সন্তানের ৩ বছরের জেল হবে এবং অনাদায়ে এক লক্ষ টাকা জরিমানা হবে এই মর্মে সংসদের মন্ত্রীপরিষদ সভায় বিল পাস হয়েছে । এই সিদ্ধান্ত যদি সত্যি কার্যকর হয় তবে তা হবে যুগান্তকারী!

এই সিদ্ধান্তের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে কত অসহায় মা-বাবার ত্রানকর্তা হয়ে উঠবেন তা হয়তো উনি নিজেই জানেন না।

বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে যে সব মেয়ে প্রথমেই 'আমার স্বামী' 'আমার স্বামী' করে হ্যাজবেনড কে পরিবার থেকে আলাদা করে দেয়, বাবা-মায়ের প্রতি ছেলেটিকে কোন ধরনের কর্তব্য পালন করতে দেয় না এবং কোন কোন ক্ষেত্রে শ্বশুর-শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাতে ছেলেটিকে বাধ্য করে তাদের জন্যেও উপযুক্ত শাস্তির বিধান রেখে অতিসত্বর একটা আইন এদেশে হওয়া উচিত।

...কারণ, অধিকাংশক্ষেত্রে এই কুলাঙ্গার মেয়েগুলোর অত্যাচারেই ছেলেরা বাবা-মায়ের ভরণ পোষণের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না!

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এমন বহু অমানুষকে আমি দেখেছি, যারা মা-বাপকে দেখেনা । বিলটা নিঃসন্দেহে যুগান্তকারী যদি ঠিকঠাক মত বাস্তবায়িত হয় ।

২| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০২

ক্লে ডল বলেছেন: এই একটি সিদ্ধান্তের মাধ্যমেই নষ্ট সমাজের পট অনেকখানি পরিবর্তন সম্ভব!!!
যুগান্তকারী এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই!! অতি সত্ত্বর কার্যকর হোক।

তবে আপনি যে পেজের স্ক্রিনশট দিয়েছেন, তার শিরোনামে ৩ বছরের জেল, কিন্তু সংবাদে ৩মাস উল্লেখ আছে। কোথাও ভুল আছে হয়ত।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

আমিনা মুন্নী বলেছেন: ঠিক ধরেছেন। ধন্যবাদ।

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৯

ডঃ এম এ আলী বলেছেন: এই বিল পাশের বিষয়ে প্রধানমন্ত্রী প্রসংসা পাওয়ার মত একটি মহত কাজ করেছেন । আমি দেখেছি মাতা পিতা তাদের জীবনের শেষ সম্বল দিয়ে সন্তানদেরকে লালন পালন করে আয় উপার্জনক্ষম করে তুললেও কিছু কিছু অকৃতজ্ঞ তাদের বৃদ্ধ পিতামাতাকে ভরণ পোষন না করে জোড় করে ভিক্ষাবৃত্তির মত কাজে যেতে বাধ্য করে । এই আইনের ফলে অগনিত দুর্ভাগ্য কবলিত বয়োবৃদ্ধ মানুষ উপকৃত হবেন ।

ধন্যবাদ রইল মুল্যবান এই পোস্টটির জন্য ।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫২

আমিনা মুন্নী বলেছেন: আসল ধন্যবাদ তো মাননীয় প্রধানমন্ত্রীর প্রাপ্য :)

৪| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৩

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: আগে এই সমস্যাটা এখনকার মতো এতো প্রকট ছিল না। বর্তমান সময়ে ছেলে মেয়েদের কে আধুনিক ও প্রগতিশীল করতে গিয়ে আমরা সমাজে নানা ধরণের উপসর্গ আমদানি করছি। বৃদ্দা পিতা-মাতা ভরণ পোষণ না করাই তার একটি।

এদেশের মেয়েগুলো প্রথমে এনালগ (বাঙালি) ছিল। তারপর হলো আধুনিক (ভারতীয় সাংস্কৃতির আগ্রাসন), তারপর ডিজিটাল (ইউরোপীয়কালচার), তারপর ৩জি, অত:পর ৪জি তে কনভার্ট হচ্ছে।
ভবিষ্যতে বৃদ্দ মা-বাবাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় তা সময়ে বলে দিবে।

শুধু এটুকু বলতে পারি আমাদের মা-বোনেরা এনালগ (বাঙালি) বর্তমান ৪জি থেকে হাজারগুণ ভালোছিল।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০

আমিনা মুন্নী বলেছেন: ভালো বলেছেন। তবে বাবা-মায়ের ভরণপোষণের ইস্যুতে ছেলেদের আরও একটু কঠোর হওয়া উচিত!

৫| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । মাননীয় প্রধান মন্ত্রীকে আমি খুবই পছন্দ করি । তবে একটি অাইন একা একা কেও পাশ করতে পারেনা । যারা আইনটি পাশে সহায়তা করেছে তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন । এটাতে গোটা সাংসদ ও কেবিনেট জড়িত, যৌথভাবে সম্পাদিত কোন ভাল ও মন্দকাজের জন্য এককভাবে কাওকে কৃতিত্ব বা দায়ী করার পক্ষপাতি আমি নই, । তাকে একান্ত ভাবে কাছে থেকে যতটুকু জেনেছি তাতে তিনিও চান ভাল কাজের জন্য তার সাথে যেন তার কাজে সহায়তাকারীদেরকেও প্রসংসা করা হয় , তাহলে সেটাই হয় দীর্ঘস্থায়ী । ভাল কাজের জন্য এককভাবে তাকে প্রসংসিত করলে
তার সরকারের আমলে কোন সমালোচনামুলক কাজের দায় টিও এককভাবে তার কাধেই বর্তাতে পারে সঙ্ঘত ভাবেই ।
শুভেচ্ছা রইল ।

৬| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারের শাস্তি দিয়ে ভরণপোষন আদায়ের চাইতে বৃদ্ধাশ্রমে যাওয়াই ভালো পিতা মাতার।
তবে যে মেয়েগুলো স্বামীর দায়িত্ব পালনে বাধা দেয় তাদেরকে সাইজ করা উচিত জামাইদের...

৭| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬

জুন বলেছেন: আপনার শেষ বক্তব্যটির সাথে পুর্ন সহমত পোষন করছি।

৮| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: কথা খুবই ভালো লাগছে, আপনি একজন বিচক্ষন ব্যক্তিত্ব সম্পন্ন নারী এতে কোন সন্দেহ নেই।
আপনার জন্য আমার শুভ কামনা রইলো সব সময়।
এখানে আমার একটা নিজস্ব মন্তব্য হলো পুরুষদেরও সচেতন এবং কঠোর দায়িত্বশীল হওয়া উচিত,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.