নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডোন্ট টেক মোমেন্টস ফর গ্রান্টেড!

আমিনা মুন্নী

আমিনা মুন্নী › বিস্তারিত পোস্টঃ

Bran wash or Re-placed Brain??

১৩ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৪


জঙ্গি হামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ মাধ্যম কে জানিয়েছেন যে 'জঙ্গিদের জিজ্ঞাসাবাদে তেমন কোন তথ্য মিলছে না। বরং উল্টো জঙ্গিরাই বিভিন্ন লজিক ও রেফারেন্স দিয়ে এমন সব কথা বলছে যে উল্টো তদন্তকারি কর্মকর্তাদেরই জঙ্গিদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যাওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয় অধিকাংশ ক্ষেত্রে....'

তদন্তকারি কর্মকর্তাদের এই মন্তব্যই প্রমাণ করে দেয়, আইএস বা জঙ্গিদের এই ব্রেইন ওয়াশ প্রক্রিয়াটা কতটা নিখুত ও কার্যকর!

ঘোড়েল গোয়েন্দাদের মাথা বিগড়ে দিয়ে মোটিভেট করার মত কাজটি যদি এই মাঠ পর্যায়ের জঙ্গিরাই এত ভালো করতে পারে, তবে দায়িত্বপূর্ণ পদে কর্মরতরা তরুণ ছেলেমেয়েগুলোর কচি মাথাগুলো কত সহজে গ্রাস করে নেয় তা খুব সহজেই অনুমেয়!

মানব শরীরের সবচেয়ে গুরুত্ব পূর্ণ অঙ্গ হল মাথা। কারণ মানুষের যাবতীয় কার্যকলাপের মূল ডিরেকশনগুলো মস্তিস্ক থেকেই আসে। আর মগজ ধোলাই প্রক্রিয়ায় জঙ্গি সংগঠনগুলো জঙ্গিদের ভেতরকার হার্ড ডিস্কটাই রি প্লেস করে দেয়!! ... কারণ মস্তিষ্কতে গ্রাস করে নিতে পারলেই বাকী কাজটুকু তাদের দিয়ে অনাসয়ে করিয়ে নেয়া যায়!

এই হিসাবে দেখতে গেলে জঙ্গিবাদের এই ভয়ঙ্কর বিস্তার কেবল সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী বা intelligence network দিয়ে ঠেকানো সম্ভব নয়। শুধু পারিবারিক দৃঢ় বন্ধন ও Regular Family Monitoring ই এই পরিস্থিতি পাল্টে দিতে পারে... কিন্তু ওপেন নেটওয়ার্কের এই যুগে চাকরিজীবী
বাবা-মা বা ভাই-বোনের এই অতি সভ্য ব্যস্ত নাগরিক জীবনে সেটা করা পরিবারগুলোর জন্য কতটা সম্ভবপর হবে, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যায়!
জঙ্গি হামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ মাধ্যম কে জানিয়েছেন যে 'জঙ্গিদের জিজ্ঞাসাবাদে তেমন কোন তথ্য মিলছে না। বরং উল্টো জঙ্গিরাই বিভিন্ন লজিক ও রেফারেন্স দিয়ে এমন সব কথা বলছে যে উল্টো তদন্তকারি কর্মকর্তাদেরই জঙ্গিদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যাওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয় অধিকাংশ ক্ষেত্রে....'

তদন্তকারি কর্মকর্তাদের এই মন্তব্যই প্রমাণ করে দেয়, আইএস বা জঙ্গিদের এই ব্রেইন ওয়াশ প্রক্রিয়াটা কতটা নিখুত ও কার্যকর!

ঘোড়েল গোয়েন্দাদের মাথা বিগড়ে দিয়ে মোটিভেট করার মত কাজটি যদি এই মাঠ পর্যায়ের জঙ্গিরাই এত ভালো করতে পারে, তবে দায়িত্বপূর্ণ পদে কর্মরতরা তরুণ ছেলেমেয়েগুলোর কচি মাথাগুলো কত সহজে গ্রাস করে নেয় তা খুব সহজেই অনুমেয়!

মানব শরীরের সবচেয়ে গুরুত্ব পূর্ণ অঙ্গ হল মাথা। কারণ মানুষের যাবতীয় কার্যকলাপের মূল ডিরেকশনগুলো মস্তিস্ক থেকেই আসে। আর মগজ ধোলাই প্রক্রিয়ায় জঙ্গি সংগঠনগুলো জঙ্গিদের ভেতরকার হার্ড ডিস্কটাই রি প্লেস করে দেয়!! ... কারণ মস্তিষ্কতে গ্রাস করে নিতে পারলেই বাকী কাজটুকু তাদের দিয়ে অনাসয়ে করিয়ে নেয়া যায়!

এই হিসাবে দেখতে গেলে জঙ্গিবাদের এই ভয়ঙ্কর বিস্তার কেবল সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী বা intelligence network দিয়ে ঠেকানো সম্ভব নয়। শুধু পারিবারিক দৃঢ় বন্ধন ও Regular Family Monitoring ই এই পরিস্থিতি পাল্টে দিতে পারে... কিন্তু ওপেন নেটওয়ার্কের এই যুগে চাকরিজীবী
বাবা-মা বা ভাই-বোনের এই অতি সভ্য ব্যস্ত নাগরিক জীবনে সেটা করা পরিবারগুলোর জন্য কতটা সম্ভবপর হবে, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.