নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৬৯

অমিত অমি

ঢাকা

অমিত অমি › বিস্তারিত পোস্টঃ

বাবা আমি স্বার্থপর হতে চাইনি

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

বাবা তোমাকে নিয়ে লেখা
হয়তো শুরু করা যাবে কিন্তু শেষ
করা যাবে না।
জীবনে প্রথম তোমার হাত ধরেই
তো স্কুলের যাত্রা শুরু
আজ আমি যে নিজের নামটা
লিখতে পারি সেটাও তো বাবা
তোমার শিখানো।

বাবা তোমার মোটরসাইকেলের
হর্ণ শুনলে কখনো কেউ আর আমায়
থামিয়ে রাখতে পারতো না
হয়তো একটু ভয় আর অনেকটা
ভালোবাসা নিয়েই ছুটে আসতাম
তোমার কাছে।
নানা আবদার নানা চাওয়া
পাওয়া হাসি মুখেই পূরণ করেছ।

তুমি বাবা ৮০০ টাকা দামের
পাঞ্জাবি পড়লেও তুমি চেয়েছো
তোমার অধম সন্তানটা যেন ২০০০
টাকা দামের পাঞ্জাবি পড়ুক।
তোমায় মিস করা কি জিনিস সেই
ফিলিংসটাই যে আগে কখনো
আসে নি,
হয়তো আজ দূরে থাকি তাই
ফিলিংস গুলাও জন্ম নিচ্ছে।

বাবা আজ তোমার সাথে ২-১
মিনিটের বেশি ফোনে কথা
বলতে পারি না।
কথা বললেই যে বাবা মায়ার
বাঁধনে আটকে পড়ি
এই ব্যস্ত নগরী ছেড়ে তোমার কাছে
ছুটে চলে আসতে ইচ্ছে করে।
কিন্তু শিকল পড়া পায়ে যে বাবা
ছুটা যায় না।
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে আমার।

জীবনের ১৯ তম বছরে এসে কই আমার
তোমার ভালোমন্দ দেখা উচিত
ছিলো কিন্তু না তুমিই এখনো আমার
ভালোমন্দ দেখো!
আর আমিও স্বার্থপরের মতো মাস
শেষে বলি যে বাবা পকেট ফাঁকা।
বাবা আমি স্বার্থপর হতে চাইনি
কিন্ত মায়া নামক এক আতঙ্ক
আমাকে স্বার্থপর বানিয়ে দিলো।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: আমর কথা গুলো লিখেছেন আপনি ।

২| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

অমিত অমি বলেছেন: এই কথাগুলো আমার,আপনার এবং অসংখ্য মানুষের।

৩| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: বাবা শব্দটি দারুন আবেগী আর মায়ার । বাবার জন্য প্রতীক্ষা করতে হয় । গৃহীনি মায়ের জন্য সেটা করতে হয়না । মনে পড়ে বাবা অফিস থেকে ফিরবেন বিকেলে সেই প্রতীক্ষায় থাকতাম মায়ের কোলে বসে ।আরও বড় হয়েও অপেক্ষা করতাম । বাবাকে দেখা মাত্র কি যে ভাল লাগতো ।

বাবাকে নিয়ে ভাল লিখেছেন । সন্তানরা অনেক সময়ই স্বার্থপর হয়ে যায় । #:-S

৪| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩

অমিত অমি বলেছেন: সন্তানেরা স্বার্থপর হতে চায় না
কিন্তু সময় স্বার্থপর বানিয়ে দেয়।

৫| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৬| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫

অমিত অমি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: খুব খুব মনে লাগলো । মন ছুয়ে গেল ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

অমিত অমি বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.