নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এন.এ.আনসারী

একজন মানুষ হিসাবে আমিও সত্যক ভালবাসি। তাই আমারো চেষ্টা থাকে সত্য প্রকাশ করার আপ্রাণ চেষ্টা। অন্যের মত সহনশীলতার সাথে শুনা এটাই মনুষ্যত্য

এন.এ.আনসারী › বিস্তারিত পোস্টঃ

আমি কি তাহলে মৌলবাদী হয়ে গেলাম.???

২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

যদি কেউ অন্য ধর্মকে কটুক্তি করে অশ্লিলভাষায় আল্লাহ-নবী এবং ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে লিখে এবং তার প্রতিবাদকরা ব্যক্তিকে যদি ধর্মান্দ বা মৌলবাদ বলে সংজ্ঞায়িত করা হয় তাহলে সুস্থ মস্তিক্যে গর্ব করে বলছি আমিও একজন মৌলবাদী



তারা আমার আল্লাহ-রাসুলকে গালি দিয়ে নাম দিয়েছে মুক্তচিন্তা আর হয়েছে বুদ্ধিজীবি

আর আমরা প্রতিবাদ করলে হয়ে যায় ধর্মান্ধ আর উগ্রবাদী-

এরই নাম কি মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা..?

*

তারা আমার সামনে স্বেচ্ছায় বোরকা পড়ে বের হওয়া আমার মা-বোনকে উলঙ্গ করতে চাই

আর আমরা প্রতিবাদ করলে হয়ে যায় উগ্রবাদী আর জঙ্গিবাদী-

এরই নাম কি মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা..?

*

তারা আমার ধর্মকে আমার সামনে গাল দিচ্ছে আর নাম দিচ্ছে এটাই কথা বলার অধিকার

আর আমরা প্রতিবাদ করলে হয়ে যায় ধর্মান্ধ আর উগ্রবাদী-

এরই নাম কি মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা..?

*

তারা আমার সামনে সুমধুর ধ্বনী “আজান”দেওয়াকে কর্কট ধ্বনী বলে প্রচার করছে

আর আমরা প্রতিবাদ করলে হয়ে যায় ধর্মান্ধ আর দেশদ্রোহী-

এরই নাম কি মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা..?

*

তারা নাস্তিকতাকে লালন করে ভাল কথা তাহলে শুধু ইসলাম বিরোধী লিখেন কেন অন্য ধর্মের বিরুদ্ধে কলম ধরেন না কেন..

এরুপ জিজ্ঞেস করলে হয়ে যায় ধর্মান্ধ আর সাম্প্রদায়িক-

এরই নাম কি মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা..?

*

তারা মা-ছেলে আর বাবা-মেয়ের সাথে কিংবা ভাই-বোনের সাথে যৌন সঙ্গম করা বৈধ বলে প্রচার করেও হয়েছে বুদ্ধিজীবি

আর আমরা প্রতিবাদ করলে হয়ে যায় ধর্মান্ধ আর উগ্রবাদী-

এরই নাম কি মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা..?

*

তারা যখন সমকামিতা অবাধ যৌনচার এর দাওয়াত ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য ব্লগে প্রচার করে বুদ্ধিজীবি সাজে

আর আমরা এসব হারাম চিন্তার প্রতিবাদ করলে হয়ে যায় উগ্রবাদী আর জঙ্গিবাদী-

এরই নাম কি মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা..?

*

তারা আমাদের মসজিদ, মাদ্রাসাকে গুড়িয়ে দিতে চাই-এসব নাকি কুসংস্কারের কারখানা

আর আমরা প্রতিবাদ করলে হয়ে যায় ধর্মান্ধ আর উগ্রবাদী-

এরই নাম কি মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা..?

*

তাদের ধর্ম অবমাননামুলক সব পুস্তকই নাকি বিজ্ঞান, আর মুক্তচিন্তার ধারন

আর তাদের খন্ডনে রচিত আমাদের পুস্কক হয়ে যায় ধর্মান্ধ আর উগ্রবাদী-

এরই নাম কি মুক্তচিন্তা, মত প্রকাশের স্বাধীনতা..?

*

উপরে উল্লেখিত মতে এরই নাম যদি হয় মত প্রকাশের স্বাধীনতা তাহরে এরুপ মত প্রকাশের মুক্তচিন্তাকে আমি নওশাদ দুরেই থাকা শ্রেয় মনে করি..........

(সব শেষে বলবো ভাই হ্যা এটা সত্য যে মতপার্থক্য থাকলে তাকে মারতে হবে এটা মোটেই ইসলাম সমর্থন করে না ঠিক কিন্তু মত প্রকাশের স্বাধীনতার নামে শুধু ধর্মকে টার্গেট করে গালিগালাজ দেওয়া, আমার আল্লাহ, রাসুলকে গালিগালাজ করার নাম যদি মত প্রকাশের স্বাধীনতা হয় তাহলে সেই মত প্রকাশের স্বাধীনতার সূত্রেইতো লেখনীর মাধ্যমে আমরা এর প্রতিবাদ করি তাহলে এটা মত প্রকাশের স্বাধীনতা না হয়ে উগ্রবাদ হয়ে যায় কেমনে.....বুদ্ধিজীবিদের কাছে অবশ্যই উত্তর আশা করছি।

তাই অনেকে এর সমাধানের অনেক ফর্মুলাই ইতিমধ্যেই দিয়েছেন, দিতেছেন কিন্তু এটা চিরতরে বন্ধ করার আসল পন্থা যে আমাদের সুশিল সমাজ কেন উচ্চারন করছে না তা আমার মত সাধারন মানুষকে সত্যিই ভাবিয়ে তোলে....

কথা হচ্ছে ভাই কেউ যদি নাস্তিক তাহলে ভাল সেটা তার ব্যাপার ইসলাম কখনো কাউকে জোরকে ইসলাম ধর্মে ধর্মান্ত্রিত করাকে আদৌ সমর্থন করে না, কিন্তু সেইসব নাস্তিকদেরও একটু হলেও ভাবা দরকার যে, আমি নাস্তিক ভাল কিন্তু অন্য ধর্মকে অবজ্ঞা করে তার আল্লাহ-রাসুলকে অবজ্ঞা যদি না করি তাহলে ভাবুনতো আপনি নাস্তিক হয়ে আর আমি ধার্মিক হয়ে সুন্দর সমাজ আর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি কি না........



ফেইসবুকে আমি - http://www.facebook.com/nawshad.ansari1

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

রিফাত ২০১০ বলেছেন: যারা মুক্ত চিন্তার বুদ্ধিজীবী পরিচয় শুধু মাত্র একটি ধর্মের মানুষকে আঘাত করে ওরা ইসলাম বিদ্বেষী । ওদের মুখে জুতা মারুন ।

২| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৭

আরণ্যক রাখাল বলেছেন: মৌলবাদী নাও যদি হন, আপনি মিথ্যাবাদী| তারা কোনদিন মসজিদ ভাঙ্গার কথা বলেনি| তারা সমকামীদের সাপোর্ট করে এজন্য যে এটা স্বাভাবিক|

৩| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
আর আমরা প্রতিবাদ করলে?

প্রতিবাদ করলে সমস্যা নেই
প্রতিবাদ করে জনমত তৈরি করলেও সমস্যা নেই
প্রতিবাদ করে ফাটাইয়া ফেললেও সমস্যা নেই

বই না পড়েই অন্ধকারের ভেতর পেছন থেকে কোপ দিলেই সমস্যা।

৪| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৬

এন.এ.আনসারী বলেছেন: আরন্য@ আর সেই সমকামীতার বিরোধীতা করলেই আমরা হয়ে যায় মৌলবাদী- যুক্তিকি শুধু আপনাদের মতো করে চলবে ভাই।?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.