নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এন.এ.আনসারী

একজন মানুষ হিসাবে আমিও সত্যক ভালবাসি। তাই আমারো চেষ্টা থাকে সত্য প্রকাশ করার আপ্রাণ চেষ্টা। অন্যের মত সহনশীলতার সাথে শুনা এটাই মনুষ্যত্য

এন.এ.আনসারী › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা প্রকাশে বাধা কেন.?(সামহোয়্যার ইন ব্লগ এর কাছে খোলা চিঠি..) সাহায্য চাই

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

দেশের সবচেয়ে বড় ব্লগ সামু’র কাছে এরুপ আশা স্বপ্নেও কল্পনা করিনি....
লগইন করে ভাবলাম একটা পোষ্ট দেয়, কিন্তু দেখাচ্ছে “একটা ভুল পাওয়া গেছে- ইউ আর ব্যানড ফোর নিউ পোষ্ট” ভাবলাম কোন যান্ত্রিক ত্রুটি হবে, তাই আরো একবার চেষ্টা করলাম, এভাবে দুপুর থেকে এখনো চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোন লেখাই প্রথম পাতায় আসছে না। তবে হা শুধু লেখা পোষ্ট করলে ঠিকই আসছে, কিন্তু ছবি এটাচ করে কোনমতে আসছে না ব্যানড দেখাচ্ছে।
পরে নিজের প্রোফাইল ঘেটে দেখলাম, সেখানে সামু ঠিকি বলছে যে “আপনি একজন নিরাপত ব্লগার” আপনার লেখা এখন থেকে সরাসরি প্রথম পাতায় প্রকাশিত হবে এবং বিবেচনায় নির্বাচিত পোষ্টে প্রকাশিত হবে”
এই হল সার কথা.........
এখন কিছু প্রশ্ন
*
যদি আমি নিরাপদ হয় তাহলে আমাকে ব্যানড কেন?
কেন আমার লেখা ব্যানড করা হয়েছে, নিশ্চয় কোন কারন থাকতে পারে, তাকি সে কারন আমার যানার অধিকান নেই কি.? কি কারনে এরুপ সমস্যার সম্মুখীন আমি.? সামু’র কোন দায়িত্ববান এর উত্তর দিলে খুব খুশি হতাম
নাহলে আজ দেশের অনেক ব্লগ সাইট থাকার পরেও এতদিন যে নিরপেক্ষতার সহিত সবার মত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে আসছে সেই সামহোওয়ার এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে, তাহলে কি সামু ব্লগটাও অন্যান্যদের মত দ্বিমুখী নীতি গ্রহন করলো.?
*
সবাই যেটা বলে আমিও সেটা বিশ্বাস করি যে, লেখার কথা লেখা দিয়ে যুক্তির কথা যক্তি দিয়ে খন্ডন করতে হয়, আমি একমাত্র লেখা দ্বারা যুক্তির মাধ্যমে অন্যের মতকে খন্ডন করতাম- এটাই কি আমার অপরাধ.? কই আমিতো কোনদিন ধর্মব্যবসায়ী জঙ্গিদের চাপাতিকে সমর্থন করিনি, তাহলে আমার সাথে সামুর এই ব্যবহার কেন.?
উত্তর দিলে খুবই উপকৃত হতাম
আশা করি আমার অনুরোধ আমলে নিবেন সামহওয়ার

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার লেখা তো প্রকাশিত হলো। আপনি ব্যান হলেন কিভাবে?

আমি যতদুর জানি ব্যান হলে লেখা প্রথম পাতায় আসবে না। :)

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

এন.এ.আনসারী বলেছেন: আপনি মনে হয় লেখাটি ভালবাবে পড়েন নি। আমি বলছি ছবিযুক্ত পোষ্ট করলে ব্যানড দেখাচ্ছে এমনি শুধু লেখা দিলে মাজে মাঝে নিচ্ছ আবার না

২| ১১ ই মে, ২০১৫ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:

সামু সফটওয়ার আর্টিফিডিয়েলী ইন্টেলিজেন্ট হতে পারে; মনে হয়, সফটওয়ার আপনার লেখা পছন্দ করছে না।

১১ ই মে, ২০১৫ রাত ৮:৪৮

এন.এ.আনসারী বলেছেন: তবে সামু কি এটা উচিত নয় যে কারন অন্তত জানিয়ে দেওয়া যে কি কারনে এরুপ সমস্যা.?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.