নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এন.এ.আনসারী

একজন মানুষ হিসাবে আমিও সত্যক ভালবাসি। তাই আমারো চেষ্টা থাকে সত্য প্রকাশ করার আপ্রাণ চেষ্টা। অন্যের মত সহনশীলতার সাথে শুনা এটাই মনুষ্যত্য

এন.এ.আনসারী › বিস্তারিত পোস্টঃ

নিজের দইকে কেউ টক বলছে না...

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০০

এতদিন শুনতাম কথাটি এখন এর বাস্তবতাও স্বচক্ষে দেখতে পাচ্ছি। এতদিন অন্য কেউ হরতাল দিলে আমাদের কথিত বুদ্ধিজীবী তথা মুক্তমনারা ইয়া বড় বড় ফরদি লিখতেন একটি হরতাল একদিনে কত শত কোটি টাকার ক্ষতি করে, তাই যারা দেশের পক্ষে দেশের উন্নয়নের পক্ষে তারা কিভাবে হরতাল আহবান করতে পারে, আবার আইন করে হরতাল নিষিদ্ধ করার দাবীও তোলে কথিত এসব বুদ্ধিজীবী বিজ্ঞানীরা, কিন্তু এখন দেখি সেই রাস্তায় আপনারাও হাটা শুরু করলেন- তাহলে এখন আপনাদের বিবৃতি কি হবে?
*
দুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতির প্রকাশক এর সুষ্ঠু বিচারের দাবীতে গণজাগরণ মঞ্চের আধা বেলা হরতাল আহবান তাহলে কি এটা দেশপ্রেমিক এর কাজ হয়ে বিবেচনা হবে? এখন বলবেন হত্যাকারীর বিচারের দাবীতে করা হয়েছে, অবশ্যই হত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু প্রসংগটা হচ্ছে আমার যে এক পক্ষ যখন হরতাল আহবান করে তখন দেশের মানুষের কাছে মিডিয়ায় হরতালের কুফলতা স্বরুপ ইয়া বড় বড় এর ক্ষতিকর প্রভাব আপনারা শুনান অথচ এখন আপনারা হরতাল আহবান করে গরীবের পেটে লাথি মারার চেষ্টা করছেন অথচ মিডিয়ার ভাষায় আপনারা প্রকৃত দেশপ্রেমিক, আপনারা বিজ্ঞান মনস্ক, আপনারা মানবতাবাদী, আপনাদের গভেষনা আপনাদের চেষ্ট জনগনের কল্যানের জন্য তাইতো? তাহলে আপনাদের আহবান করা হরতাল জনগন আর গরীবদের কিভাবে সুফল বয়ে আনবে একটু বিবৃতি দিয়েইন ইমরান ভাই।..... আসলে নিজের দইকে আপনারাও টক ভাবছেন সেটাই বাস্তব কথা, এখন হরতাল আহবান করে জনগনের পাছায় বাশ দেওয়ার নাম কি বিজ্ঞানমনস্ক আর মানবতা? আশা করি খোলাসা করবেন আপনারা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

সাফকাত আজিজ বলেছেন: শুনে কথা দেওয়াই হয় ভাঙ্গার জন্য ! B-))

২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪

অগ্নিবীণা! বলেছেন: না,কালকে দেশ ইউরোপ হয়ে যাবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.