নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এন.এ.আনসারী

একজন মানুষ হিসাবে আমিও সত্যক ভালবাসি। তাই আমারো চেষ্টা থাকে সত্য প্রকাশ করার আপ্রাণ চেষ্টা। অন্যের মত সহনশীলতার সাথে শুনা এটাই মনুষ্যত্য

এন.এ.আনসারী › বিস্তারিত পোস্টঃ

যারা নিজের ওয়ালে শুধু ফ্রান্সের পতাকা লাগাচ্ছেন কেন যানি তাদের গাদ্দার মনে হচ্ছে.........

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫




দয়া করে কেউ ভুল বুঝবেন না। না যারা নিজের ওয়ালে ফ্রান্সের পতাকা লাগাচ্ছেন সহানুভূতি দেখানোর জন্য তাদের আমি বিরোধীতা করছি না, অবশ্যই করতে পারেন একটি শহরকে যখন নির্লজ্জ ধর্মের অপব্যাখ্যাকারীরা নির্বিচারে নিরীহ মানুষদের হত্যা করে তখন প্রতিবাদ হওয়া উচিত-
কিন্তু আমার প্রশ্ন- এই সুহানুভূতি শুধু ফ্রান্সের ক্ষেত্রে কেন? হ্যা এই সেই ফ্রান্স যার হামলায় বলিষ্ঠ রাষ্ট্র লিবিয়া আজ ক্ষতবিক্ষত কত লাখ শিশু নারী পুরুষ মারা হয়েছে যার হিসাব নাই- কই তখনতো কেউ লিবিয়ার পতাকা লাগালো না? ইসরাইলের হামলায় এমন কোন দিন নাই যখন ফিলিস্তিনে নিরীহ লোক মারা যাচ্ছে কিন্তু তখন মানবতাবাদীদের মুখে টেপ।এই সেই ফ্রান্স যারা ন্যাটোর মাধ্যমে প্রতিদিন ইরাক আর সিরিয়া নিরীহ হাজার হাজার শিশু নারী পুরুষকে মারছে কই তখনতো কেউ সিরিয়ার পতাকা লাগালো না, আফগানিস্তানতো আছেই, কিছুদিন আগে লিবিয়া সেই উগ্রবাদীদের হামলায় ৪৫ জন মারা গেল কিন্তু আহা কোন মানবতাবদীরা একটু টু শব্দও করলো না, প্রোফাইলে লিবিয়ার পতাকা লাগানোতো দুরের কথা।
পরিস্কার যে আজ এই দ্বিমুখী নীতির কারনে উগ্রবাদীদের প্রতি না চাইতেও অনেক সাধারন মানুষ সমর্থন দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে যেটা আদৌ ঠিক নয় কিন্তু এই দ্বিমুখী নীতি কি কথিত বিজ্ঞানী মুক্তমনা, মানবতাবাদীদের বুঝে আসে না??? কই গেলেন আপনারা? লাগান নিজের ওয়ালা সিরিয়া, আফগানিস্তান, লিবিয়ার ফটো.. কারন তাদের দেশে এই সেই ফ্রান্সের হামলা প্রতিনিয়ত হাজার নিরীহ শিশু নারী পুরুষ মারা......আজ আবার ফ্রান্সের ক্ষেত্রে দরদ জেগেছে,- ফ্রন্সের পতাকা সহানুভূতির খাতিরে লাগাবেন ভাল কথা কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে নয় কেন......... তাই যারা এই দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন- আমার নজরে তাদের জ্ঞানের অভাব আছে, গাদ্দার বাদে কিছু বলতে পারতেছি না তাদের.........(Sorry)

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:

আরব দেশে কি হচ্ছে আপনার কোন ধারণাই নেই।

আরবেরা নিজেদের মাঝে যুদ্ধ করছে, সেটা আপনার অবজারবেশনে আসেনি।

ইরান ইরাকের যুদ্ধ মুসলমানেরা ধরে নিয়েছে যে, একা আমেরিকা করায়েছে; কিন্তু শিয়া সুন্নীরা যুদ্ধ অবস্হায় অনেক আগের থেকে ছিল। ইরান কোন সুন্নীকে সহ্য করে না। এগুলো আপনার এন্টেনায় ধরা পড়ছে না।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

এন.এ.আনসারী বলেছেন: কিন্তু সেই দন্দ কারা লাগাচ্ছে, কারা সেই আগুনে ঘি ঢালছে সেটা মনে হয় আপনি যেনেও না দেখার ভান করছেন, ন্যাটোর মাধ্যমে ফ্রান্স কি করেছে লিবিয়া ইরাকে সেটা ভুলে যান কেন?

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ এই দ্বিমুখী নীতির কারনে উগ্রবাদীদের প্রতি না চাইতেও অনেক সাধারন মানুষ সমর্থন দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে যেটা আদৌ ঠিক নয় ....

আজ সবার ফ্রান্সের ক্ষেত্রে দরদ জেগেছে,- ফ্রন্সের পতাকা সহানুভূতির খাতিরে লাগাবেন ভাল কথা কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে নয় কেন......... মানবতাতো কোন পতাকায় সীমাবদ্ধ কোন বিষয় নয়!!!
তাই যারা এই দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন- আমার নজরে তাদের জ্ঞানের এক চোখ খোলা!!

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

আমার পথ চলা ১ বলেছেন: যারা ইরাক, লিবিয়া, সিরিয়ায় গুলি ও বোমা মেরে মেরে লক্ষ লক্ষ নিরিহ মানুষ মারছে, যারা আল-কায়েদা আর আইএস জন্ম দিয়েছে, বর্তমানে তারা স্বীকারও করছে যে - তারা ইচ্ছাকৃত ভাবে এসব করেছে, তাদের দেশে সামান্য একটা ঘটনায় (তুলনামূলক) শ'খানেক মানুষ মরাতে, আমাদের দেশের মানুষের সহানুভুতি দেখে মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে! পুরো বিষয়টি দেখেতো সহজেই বোঝা যাচ্ছে - তারা তাদের কৃত কর্মের প্রতিক্রিয়ায় অক্রান্ত হচ্ছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.