নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এন.এ.আনসারী

একজন মানুষ হিসাবে আমিও সত্যক ভালবাসি। তাই আমারো চেষ্টা থাকে সত্য প্রকাশ করার আপ্রাণ চেষ্টা। অন্যের মত সহনশীলতার সাথে শুনা এটাই মনুষ্যত্য

এন.এ.আনসারী › বিস্তারিত পোস্টঃ

নতুন বইয়ের ঘ্রান থেকে বঞ্চিত আমরা, প্রতি জেলায় বই মেলার আয়োজন করা হউক

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪


অমর একুশের মাস।আমাদের বাঙালীর প্রাণের বইমেলায় এখন বইপ্রেমিদের দ্বারা প্রানবন্ত মেলা প্রাঙ্গন।কিন্তু খেয়াল করেছেন নতুন বইয়ের ঘ্রান নিতে চাই অনেকে আজ চাইলেও তা পারতেছে না। কারন মেলা শুধুমাত্র ঢাকাতে সীমাবদ্ধ, আর অনেকে অনেকে আছে যারা চাইলেও ঢাকা যেতে পারতেছে না, হয়তো কারো টাকার সমস্যা নয়তোবা কারো অন্যান্য সমস্যা। তাই মন বইমেলাতে পড়ে থাকলেও স্বশরীরে হাজির হওয়া থেকে বঞ্চিত আমরা, নতুন নতুন বইয়ের ঘ্রান থেকে বঞ্চিত আমরা, মেলাতে মনভরে ঘুরে বেড়ানো থেকে বঞ্চিত আমরা। কিন্তু যদি একটি চেষ্টা করা যায় তাহলে দেশের ১৬ কোটি মানুষের ঘরে ঘরে পৌছে যাবে এই প্রাণের বই মেলা যদি প্রাণের এই বই মেলাকে প্রতি জেলায় জেলায় আঞ্চলিক বই মেলা হিসাবে চালু করা যায়।দেখবেন এতে প্রতি মানুষ বইমেলাতে অংশগ্রহন করতে পারবে। বাড়ী বাড়ী পৌছে যাবে প্রাণের বই মেলা,কেউ বঞ্চিত হবে তখন প্রাণের বই মেলা থেকে। আশা করি আয়োজবৃন্দ মেলাকে সব যায়গায় ছড়িয়ে দিতে প্রতি জেলায় জেলায় আঞ্চলিক বইমেলা চালু করার গুরুত্ব অনুধাবন করে বইমেলার বইপ্রেমিকদের মনের খোরাক পুরনে সুদৃষ্টি দিবেন....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

বিজন রয় বলেছেন: আশা করি আয়োজবৃন্দ মেলাকে সব যায়গায় ছড়িয়ে দিতে প্রতি জেলায় জেলায় আঞ্চলিক বইমেলা চালু করার গুরুত্ব অনুধাবন করে বইমেলার বইপ্রেমিকদের মনের খোরাক পুরনে সুদৃষ্টি দিবেন....

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.