নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

মা কেন এখনো উদাস থাকে

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৩৯

আমাদের মা বড় বেশি কষ্টসহিষ্ণু ছিলেন—
তার সাত ছেলে-মেয়েকে মুরগীছানার মতো আগলে রাখতেন
আমরা মায়ের মলিন শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে
জীবনের সব দুঃখকে সিকেয় তুলে রাখতাম।
অল্প খাবার পরম তৃপ্তিতে ভাগাভাগি করে খেতাম সাত ভাই-বোন
সে সময়টা ছিল আমার কাছে এক আনন্দের সময়—
সদ্য কৈশোর পেরুনো আমি পড়ার ফাঁকে ফাঁকে পার্ট পাইম কাজ করতাম
যেন সংসারের হাল ধরার পূর্বপ্রস্তুতি নিচ্ছি।
সে সময়টাও আমার কাছে পরম আনন্দের এক সময় ছিল—
আমাদের ছোট খাট অপরাধের কারণে—মা আমার অনেক সময়
বাবার হাতে চড় থাপ্পড় খেয়ে নীবরে সহ্য করতেন
ঝিনুক যেমন নীরবে সয়ে যায়, তেমনি সেও সয়ে যেতে যেতে
এখন তার বাধ্যর্কের বয়সসীমা ছুঁই ছুঁই করছে।
তার সবচে দুষ্ট ছেলেটি সবাইকে পেছন ফেলে নো ফেরায় গত হয়েছে
বাকি সবাই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দেশ-দেশান্তরে
যেন বন্দি কবুতর খাঁচা ছেড়ে উড়ে গেছে মুক্ত আকাশে
মা আমার এখন একা—বড়বেশি একাকী কাটান
তার জীবনের সেই কোলাহল, সেই দারিদ্র্য, সেই শূন্যতা চলে গ্যাছে
এখন তার কাঁধে অন্য রকমের শূন্যতা ভর করেছে।
সেই দারিদ্র দূর হয়েছে, সেই কোলাহল উবে গেছে,
সেই অনাহারী বেদনা তাকে আর ভর করে না।
তাহলে মা আমার এতো সুখেও মলিন কেন?
এতো প্রাচুর্য তাতেও সে উদাসী নয়নে কী ভাবে?
তাহলে কী আমাদের সেই দারিদ্রই মহান ছিল
সেই অল্প খাবার ভাগ করে খাওয়া—
সেই একখাটে গাদাগাদি করে শুয়ে থাকাতেই বেশি আনন্দ ছিল!
[ মা দিবসে পৃথিবীর সকল মাকে বিনম্র শ্রদ্ধা ]

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৪২

নাগরিক কবি বলেছেন: সুন্দর। মায়ের জন্য ভালবাসা।

১৪ ই মে, ২০১৭ দুপুর ১:১৮

আনোয়ার কামাল বলেছেন: অনেক ধন‌্যবাদ।

২| ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৪৬

মানবী বলেছেন: আপনার মা'কে সালাম।

সন্তানের অপরাধে মায়ের উপর নির্যাতন অসহনীয় মনে হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় এমন ঘটনা জানলে।

"তাহলে কী আমাদের সেই দারিদ্রই মহান ছিল
সেই অল্প খাবার ভাগ করে খাওয়া—
সেই একখাটে গাদাগাদি করে শুয়ে থাকাতেই বেশি আনন্দ ছিল!"


- একজন মায়ের কাছে তার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় প্রাচুর্য্য তাঁর সন্তান। একখাটে সন্তানদের নিয়ে গাদাগাদি করে ঘুমালেও সেসময়টা সন্তানহীণ হয়ে প্রাসাদে আয়েশের চেয়ে সুখের, শান্তির আর অনেক বেশি প্রাচুর্য্যময়।

মন ছুঁয়ে যাওয়া পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ আনোয়ার কামাল।
আশা করি আপনারা ছয় ভাইবোন মায়ের বর্তমান শূণ্যতা দূর করায় সফল হবেন।


২২ শে মে, ২০১৭ বিকাল ৩:২৬

আনোয়ার কামাল বলেছেন: মানবী—আপনার মন্তব‌্য আমাকে আপ্লুত করেছে। ভালো থাকবেন নিরন্তর।

৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:২৭

মোগল সম্রাট বলেছেন: “ আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদির ঝড়ে ঝড়ে পড়ত;
আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত;
আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত;
আমাদের মা ছিল ছোট্ট পুকুর , আমরা তাতে দিনরাত সাতার কাটতাম।”

১৫ ই মে, ২০১৭ সকাল ১০:১০

আনোয়ার কামাল বলেছেন: বাহ্! সুন্দর লিখেছেন। অনেক ভালো লাগলো।

৪| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার মা ভাল থাকুক ।

১৫ ই মে, ২০১৭ সকাল ১০:১১

আনোয়ার কামাল বলেছেন: অনেক ধন‌্যবাদ ভাই।

৫| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৫১

ধ্রুবক আলো বলেছেন: আপনার মায়ের সুস্থতা কামনা করি।

১৫ ই মে, ২০১৭ সকাল ১০:১৩

আনোয়ার কামাল বলেছেন: কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই। ভালো থাকবেন। পৃথিবীর সব মা সুস্থ থাকুক। ভালো থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.