নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মেঘগুলো

১৫ ই মে, ২০১৭ সকাল ১০:২০

আমি এখন চোখের পাতা ফেলতে পারি না, এমন কি
ডানে বা বামে ভালো করে তাকিয়ে দেখতে পারি না
শুধু খোলা আকাশের মেঘের দিকে তাকিয়ে থাকি
কালো মেঘ, সাদা মেঘ, নীল মেঘ, বাদামী মেঘ
হরেক রকম মেঘ; মাঝে সবুজ মেঘ এই আসে এই যায়।

কেউ একঠাঁয় দাঁড়িয়ে থাকে না, মেঘেরা কোথায় যায়
কোথায় তাদের বসত-বাটি! আমার প্রিয় রঙের মেঘগুলো
আজকাল আর চোখে পড়ে না। কেবলই ভেসে আসে গাঢ়
কলো মেঘ। ঘোর আঁধার নেমে আসার অশনি সংকেত দেখি

তবু আমি খোলা আকাশের দিকে চেয়ে থাকি,
খুঁজে ফিরি আমার প্রিয় মেঘগুলো—
সাদা মেঘ, নীল মেঘ, বাদামী মেঘ, সবুজ মেঘ...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৭ সকাল ১১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা কবিতা।

শুভকামনা।

২| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১১

আনোয়ার কামাল বলেছেন: আপনাকেও ধন‌্যবাদ। শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.