নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য অন্বেষক

আরব বেদুঈন

আমি তো শুধু প্রাচারক মাত্র

আরব বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

কেন তারা সব সময় যতটা পারা যাই খোলামেলা ভাবে চলে?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

আমি ভাবতাম আসলে মেয়েরা নিজেদের যতটা পারাযায় অনাবৃত করে বাইরে বের হই কেন? কেন তাদের চেহারা ঢেকে রাখে না? কেন তারা সব সময় যতটা পারা যাই খোলামেলা ভাবে চলে?কারণ মেয়েদের চেহারা ছতর ঢেকে রাখার মধ্যেই রয়েছে ওদের জন্য সর্বোত্তম কল্যান।
আমার এই কেন এর উওর পেয়ে গেছি।
আসলে ওরা চাই সবাই ওদের দেখুক ওরা কত সুন্দরী,সবাই ওদের প্রশংসা করুক,সবাই বলুক ওরা কতই না চক্ষু শীতল কারিণী, সবার চোখ যেন ওদের সৌন্দর্যের গুণগান গাই। আপনি যদি একটা মেয়েকে দেখে বলেন "মালটা দারুন তো" কথা টা খারাপ হলেও, মুখে ওরা বিরক্তির ভাব ফুটিয়ে তুললেও ওরা মনে মনে যে কি আকাশ ছোয়া খুশি হই তা আপনি ওদের মনের মধ্যে যেতে পারলে বুঝতেন।ওদের কান আসলে এই কথা গুলো শুনতে চাই।
তারা ভাবে " যদি তারা ছতর ছুরত ঢেকে চলে তাহলে তো তাদের সৌন্দর্যই বৃথা।কারণ কেউ তার দিকে ঘুরে তাকাবে না,তাদের দুই কান তাদের রুপের বড়াই শুনতে পাবে না এটা তাদের জন্য খুবই কষ্টকর।" এত রূপ দিয়েছেন স্রষ্টা আমাই আর এই রূপ যদি দেখাতেই না পারি এর যদি যথাযথ ব্যবহার নাই করতে পারি তাহলে এ রূপ এ যৌবন তো বৃথা!
কিন্তু স্বামি?
স্বামি জন্য থাকবে অল্প কিছু সবাই দেখে ভোগ করে যা থাকবে তাই স্বামি মিয়ার জন্য।
আমার এই কথা গুলো খুব হাস্যকর হলেও এটাই সত্যি।যদি বিশ্বাস না হই তাহলে বলুন কেন ওরা খোলামেলা ভাবে চলতে পছন্দ করে?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.