নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক, দুই, তিন, চার............ গুনতে থাকেন!

এখানে হাত পাকাচ্ছি :)

গোঁফওয়ালা

কাজের কাজ তেমন কিছু পারি না... ভালোবাসি ঘুরে বেড়াতে আর গ্রাফিক্স নিয়ে কাজ করতে। লেখালেখির হাত তেমন ভালো না...তবু শখে লিখি। ফেসবুক : facebook.com/Arefins.bd

গোঁফওয়ালা › বিস্তারিত পোস্টঃ

শর্ট রিভিউ - চৌরঙ্গী (শংকর)

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪






মাঝে মাঝে এমন কিছু বই পড়তে ইচ্ছে হয় যার মধ্যে আসলে এতো কাহিনীর মারপ্যাঁচ নাই অথবা এমন জটিল কোন তত্ত্ব বইয়ের পরতে পরতে ছড়ানো থাকবেনা যা ছাড়াতে মস্তিষ্কের সমস্ত নিউরোন সজাগ রাখতে হয়। চৌরঙ্গী ঠিক সেইরকম একটি বই, যেটি বেশ আরাম করে শুধু চোখ খোলা রেখে পড়া যায়!

এই উপন্যাসটিতে মূলত ফুটে উঠছে একটি বনেদী হোটেলের প্রাত্যহিক কর্মকান্ডের কাহিনী বা ধারা বিবরণী। যাতে গল্পের প্রধান চরিত্র শংকর নিদারুন কষ্টভোগ করে সেলসম্যান থেকে হোটেল রিসিপশনিস্টের বহু আরাধ্য একটি ‘চাকরী’ পেয়ে যায়। অতঃপর শুরু হয় তার হোটেলের জীবন, হোটেলের বর্ননা।

প্রতিদিন হোটেলে যে কত বিচিত্র ধরনের লোকের সমাগম ঘটে এবং তাদেরকে আপ্যায়ন করার জন্য হোটেল এবং তার সংশ্লিষ্ট লোকগুলকে যে কত বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় তার বর্ননা সত্যি আপনাকে অভিভূত করবে।

এরপর একে একে শংকরের বর্ননায় হোটলের আসবাবপত্র, রুম, সুইট, সার্ভিস, নানান দেশের খাবার আর পানীয়র যে ফিরিস্তি পাবেন তাতে আরেকবার আপনি মুগ্ধ হবেন।

এসবের মাঝেই কিছু চরিত্র আর তাদের টানাপড়েনও এই উপন্যাসের খুব উল্লেখযোগ্য দিক। যেমন হোটেলের ম্যানেজার মার্কোপোলো সাহেবের সুদূর ইউরোপ থেকে ভারতবর্ষে এসে বাঙালী নারীর প্রেমে পড়া অতঃপর চরম এক সঙ্কটের মাঝে নিজেকে সপে দেওয়া, এরপর কনি নামক একটি মেয়ের কথা যার পেশা হল সারা পৃথিবী জুড়ে হোটেলে একধরনের নগ্ন নৃত্য পরিবেশন করা। এছাড়াও আছে প্রভাতচন্দ্র গোমেজ, নাট্যহরিবাবু, করবী, অনিন্দ্য, পাকড়াশী এসকল বহুবিদ চরিত্রের ছড়ানো ছিটানো প্যাকেজ।

এরকম অসংখ্য চরিত্রের ছোটছোট কাহিনী নিয়েই আসলে এগোতে থাকে চৌরঙ্গী, যা সত্যিই মনোমুগ্ধকর।

[ এই উপন্যাসটি গত ৩০ বছরে কতবার যে রি-প্রিন্ট (পুনঃমুদ্রন) হয়েছে সেটি জানলে আপনি বিস্মিত হবেন]

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

আদম_ বলেছেন: লিংকু প্লিজ।

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

গোঁফওয়ালা বলেছেন: দুঃখিত ভাই মোবাইল থেকে আর লিন্কু ম্যানেজ করতে পারলাম না :( তবে আপনি গুগল করলে পেয়ে যাবেন আশা করি :)

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৫

যমুনার চোরাবালি বলেছেন: বলেন কি? আর আমি কিনা এখনো তা পড়তেই পারলাম না! দারুন ইচ্ছা জেগেছে মনে বইটি পড়বার। শুভেচ্ছা।

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২

গোঁফওয়ালা বলেছেন: ধন্যবাদ। পড়ে ফেলুন :D

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১০

এমএম মিন্টু বলেছেন: ভালো তথ্য

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৪

গোঁফওয়ালা বলেছেন: রিভিউ পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩

আবু শাকিল বলেছেন: চমৎকার রিভিউ ।

ভাল লেগেছে কিন্তু

চৌরঙ্গী র সহজ বাংলা কি হবে ???

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৭

গোঁফওয়ালা বলেছেন: অনেক ধন্যবাদ। চৌরঙ্গী আসলে একটি জায়গার নাম কিন্তু এর সহজ বাংলা বা অর্থ কি তা আমার জানা নাই। শুভকামনা।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩

হঠাৎ ধুমকেতু বলেছেন: শঙ্কর অসম্ভব সহজাত মেধাবী লেখক। কত অজানারে, এই ত সেদিন!, একদিন হঠাৎ, সম্রাট ও সুন্দরী, এপার বাংলা ওপার বাংলা...কি অসাধারন সব উপন্যাস।
চৌরঙ্গী কে তে মঞ্চ নাটকের মত একটা ব্যাপার আছে। হোটেল টা মঞ্চ। একের পর এক চরিত্র রা আসছে। সেই চরিত্র দের অনুপুঙ্খ দেখে নিচ্ছে শঙ্কর নামের এক অসাধারন পর্যবেক্ষক!

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯

গোঁফওয়ালা বলেছেন: ঠিক বলেছেন, ব্যাপারটা অনেটা ওরকমই :) ধন্যবাদ আপনাকে।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২১

অদ্ভুত_আমি বলেছেন: এস.এস.সি পরীক্ষার পর আমার এক শিক্ষক আমাকে “কত অজানারে” বই টি পড়তে দিয়েছিলেন, তখন হতেই শঙ্কর এর বই এর ভক্ত হয়েছি । চৌরঙ্গী ও পড়া হয়েছিল তার কিছু দিন পর ।

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩২

গোঁফওয়ালা বলেছেন: ধইন্য আপনার শিক্ষক :D আমার এটা শংকরের পড়া প্রথম বই।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৯

তুষার কাব্য বলেছেন: আমার খুউউব খুব প্রিয় একজন লেখক..

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৪

গোঁফওয়ালা বলেছেন: হুম ওনার লেখাগুলো খুব সুখপাঠ্য। খুব ভালো লেগেছে।

৮| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

ডি মুন বলেছেন: শঙ্কর আমারো খুব প্রিয় লেখক।

চৌরঙ্গী নিয়ে আপনার শর্ট রিভিউ ভালো লেগেছে। আপনার প্রিয় আরো কিছু বই নিয়ে লিখুন। আমরা সমৃদ্ধ হই।

অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.