নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক, দুই, তিন, চার............ গুনতে থাকেন!

এখানে হাত পাকাচ্ছি :)

গোঁফওয়ালা

কাজের কাজ তেমন কিছু পারি না... ভালোবাসি ঘুরে বেড়াতে আর গ্রাফিক্স নিয়ে কাজ করতে। লেখালেখির হাত তেমন ভালো না...তবু শখে লিখি। ফেসবুক : facebook.com/Arefins.bd

গোঁফওয়ালা › বিস্তারিত পোস্টঃ

সংক্ষেপিত বই রিভিউ - আমার আমি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪





(অটোবায়োগ্রাফি : উত্তম কুমার)



প্রথমে বলে রাখি আমার ধারনা আত্মজীবনী লেখায় কেউ বোধয় খারাপ করে না ! যাহোক একজন মহানায়কের আত্মজীবনী এটি।



পুরো পৃথিবীকে একদিকে ঠেলে দিয়ে অভিনয়ের প্রতি সুতীব্র নেশাগ্রস্থ এক বালক কিভাবে নায়ক হয়ে গেলো সেটাই পৃষ্ঠার পর পৃষ্ঠায় আবর্তিত হয়েছে।



শৈশবে পারিবারিক বাঁধা পেরিয়ে লুকিয়ে চুরিয়ে স্টেজ শো, যাত্রা পালার দিকে ঝুঁকে পড়ে এক বালক। আর তারপর গল্পের ছলে উঠে আসে বিসৃত এক টাইমলাইন - ইংরেজদের পতন, রবীন্দ্রনাথের মৃত্যু, ভারতের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা।



যুবক অবস্হায় কেরানীর চাকরীটা কোনরকম টিকিয়ে রেখে ছিনেমায় 'এক্সট্রার' রোল করা। প্রযোজক পরিচালকের কাছে অজস্র বার লাঞ্ছিত হওয়া। কন্ট্রাক্ট পেপারে সাইন করার ঠিক আগ মুহুর্তে কলম কেড়ে নিয়ে অপমান করা এবং গুনে গুনে প্রথম আট দশটা ছবি সুপার ফ্লপ খেয়ে মানসিক অবস্হার একেবারে তলানিতে চলে যাওয়া এসবই আরেক ছিনেমা।



অতঃপর নানান চড়াই উত্‍রাই পেরিয়ে হঠাত্‍ স্টার হয়ে যাওয়া। আর তারপর...



চরম অবহেলিত লোকটিই শাসন করতে শুরু করে গোটা সিনেমা জগতকে।



আর তখন উল্টো তাকে ভেবেই লেখা হতে থাকলো স্ক্রিপ্ট। সত্যজিত্‍ রায়ের নায়ক ছবিটিই হয়তো তার আরেক জীবনী।



এর মাঝে মাঝেই প্রথম সিগারেট, প্রথম প্রেম, প্রায় বেকার অবস্হায় বিয়ে এসবো এক উদভ্রান্ত কেয়ারলেস জীবনের পরিচয় বহন করে। কিন্তু দাঁতে দাঁত কামড়িয়ে সে তার প্যাশন টা ঠিক ধরে রাখে।



তো এটা যে একটা ছিনেমাময় বই তা বলাই বাহুল্য :p



অনুলেখক : গৌরাঙ্গ ঘোষ

.....

রিভিউ লেখক এই নায়কের - 'নায়ক', 'চিড়িয়াখানা' আর 'আনন্দ আশ্রম' এই তিনটি ছবি দেখেছে :)

-----





দেখতে পারেনঃ গোঁফওয়ালা সাইট :)

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: বইটা সংগ্রহ করা দরকার।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

গোঁফওয়ালা বলেছেন: করে ফেলেন :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার সবচেয়ে প্রিয় নায়ক। বইটি কীভাবে সংগ্রহ করা যায় বললে কৃতজ্ঞ থাকবো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

গোঁফওয়ালা বলেছেন: বইটা মূলত কলকাতার দে'জ প্রকাশনীর। আপনি নিউমার্কেট বা শাহাবাগে একটু খোঁজ নিলেই পাবেন। গত বছর অবশ্য আমাদের বই মেলায়ও এই বইটি দেখেছিলাম, তবে কোন প্রকাশনী বা স্টলে দেখেছিলাম তা মনে করতে পারছি না। ধন্যবাদ আপনাকে :)

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:
বইটি আমার সংগ্র করা আছে অনেক কষ্ট করেও শেষ করতে পারি নাই । বইটি উত্তম কুমার না লিখে অন্য এক লেখক দিয়ে লেখানো হয়েছে মনে হয় ।
(আমার প্রচেষ্টা ৫/৬ বছর আগের)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

গোঁফওয়ালা বলেছেন: আপনার কি মনে হয় বইটা উত্তম বাবু নিজ হাতে লিখেছিলেন :p বইটার অনুলেখক : গৌরাঙ্গ ঘোষ । অর্থাৎ ঘটনা শুনে গৌরাঙ্গ সাহেব লিখেছেন আর উত্ততম কুমার স্ক্রিপ্ট পড়ে সাঁয় জানিয়েছেন মাত্র।

অনেক অটোবায়োগ্রাফি ই আসলে এভাবে লেখা হয়/ হয়ে থাকে। কারনটা আর খোলাসা করে হইতো না বললেও বুঝবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪১

আরণ্যক রাখাল বলেছেন: উত্তমের ছবি দেখা হয় না বেশি| ওর হাত বাড়ালেই বন্ধু ছবিটা বেশি ভাল লেগেছে

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

নীলনীলপরী বলেছেন: বইটা আমার আম্মাকে দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.