নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

তুমি চলে যাবার পর

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২

তুমি চলে যাবার পর আমার মরে যাবার কথা ছিল , নিদেনপক্ষে নেশাগ্রস্ত ছন্নছাড়া হবার কথা ছিল , সময়ের কোনো এক অদ্ভুত খেয়ালে তার কিছুই হয়নি , আমি দিব্যি বেঁচে আছি, ঘুরছি-ফিরছি আগের মতই! কথা ছিল, তুমিহীনা চারপাশটা অক্সিজেনহীন হয়ে যাবে , শকুন খুবলে খাবে পূর্ণিমার চাঁদ! কিন্তু কেন জানি কিছুই হয়নি কোথাও , পৃথিবীটা দিব্যি ঘূরে বেড়াচ্ছে সূর্যের চারপাশে! , এখনও বৃষ্টি হয় এ ইট-পাথরের শহরে , শেয়ার বাজারের সূচক উঠে-নামে দরবেশের ইশারায় ,ওস্তাদ, সামনে ডেঙ্গু বাঁয়ে পেলাস্টিক বলতে বলতে কচ্ছপের মত এগিয়ে চলে মানুষবোঝাই বাসগুলো , এখনও মাছে ফরমালিন মেশানো হয় পরিমাণমত , টিভিতে প্রচারিত হয় হরলিক্সের বাহারি বিজ্ঞাপন , মোড়ের মুদি দোকানিটা ওজনে কম দেয় , আগের মতই মসজিদের সামনে বসে থাকে সেই অন্ধ ছেলেটা , অথচ সব এলোমেলো হয়ে যাবার কথা ছিল , অধরা কেন যেন কিছুই হয়নি কারও কিছুই হয়নি কোথাও , শুধু অনুভূতিহীন একটি ছেলে হেঁটে বেড়ায় শহরজুড়ে
কোন খেয়ালে, কে জানে!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.