নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

পুরনো ভালবাসা

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪

একবার কাউকে ভালোবাসলে, সে ভালোবাসা আর ফিরিয়ে নেয়া যায় না ||

সম্পর্ক ভেঙে যায়,বিশ্বাস ভেঙে যায়,হৃদয় ভেঙে যায় কিন্তু ভালোবাসা ভাঙা যায় না ||

যদি যেতো, তবে কখনো তাকে আর মনে পড়তো না!
তুমি চলে যাওয়াতে শুধু চিৎকার করে 'ভালোবাসি' বলার অধিকারটা হারিয়েছি ||

হারিয়েছি তোমাকে নিয়ে প্রতিরাতে স্বপ্ন দেখার অধিকার ||

বিশ্বাস ভেঙে আজ তুমি আমার কাছে সব থেকে বড় প্রতারক ||

কিন্তু তোমাকে যতোটা যত্ন করে ঘৃণা করি এতোটা যত্ন বোধহয় নিজের প্রতিও কখনো করিনি ||

তোমাকে পাইনি,কিন্তু তোমার সাথে কাটানো স্মৃতিগুলোকে পেয়েছি || যতোদিন নিশ্বাস চলবে স্মৃতিগুলোর প্রত্যেকটাকে খুব যত্ন করেই ঘৃণা করতে হবে ||

তবে তুমি ভালোবাসার অভিনয় করে চলে যাবার পর,আমি ভালো থাকার অভিনয় শুরু করেছি ||

প্রতিটা ঠকে যাওয়া মানুষের জীবনে এমন একটা "তুমি" থাকে || যাকে সে পায় না,কিন্তু ভালোবাসে || আরেকটা মানুষ জীবনে আসে যাকে সে পায় কিন্তু আগের 'তুমির' মতো ভালোবাসতে পারে না ||

প্রেম করা যায়,সম্পর্ক গড়া যায়,বিশ্বাস করা যায়, কিন্তু অন্য কাউকে সেভাবে ভালোবাসা যায় না ||
কোথাও না কোথাও গিয়ে একটা অভিনয় করতেই হয়,তাকে না আপনি আজও সেই "তুমি"কেই সব থেকে বেশী ভালোবাসেন -- দৃশ্যমান নয়তো অদৃশ্যমান ||

আরিফুল ইসলাম টিটু

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে-ই পুরাতন ভালোবাসা আছে। প্রতারক হতে বেশি কিছু করতে হয় না শুধু বিশ্বাসের ওপর আঘাত করলেই হয়।
"পুরনো ভালোবাসা" কবিতাটি পড়ে পুরাতন অনেক কথা-ই মনে পড়লো।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল মানুষ অভিনয়টাই বেশি করছে।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কথাগুলো সত্যি বলেই মনে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.