নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

স্যামসান্গ শো রুমের সেই সেলস গার্লকে

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯



আমি তোমার স্বপ্নের নায়ক হতে চাই
হ্যা আমি চাই
কিন্তু গন্তব্যের সঙ্গী হতে চাই না,
কারণ বড্ড রুক্ষ আবহাওয়া এখন
ভয়ানক দাবদাহ থাকে সারা বেলা
নিদারুণ খরা আজ সারা দেশে
রেডিও টেলিভিশনে কি খবর পাও না!
এর মাঝে বেশিদূর হাঁটা হাঁটি
এ সময়
উহু নৈবচ নৈবচ;
বৃষ্টির অপেক্ষায় থাকা দরিদ্র চাষির মতো
তুমি আমার জন্যে তৃষিত হতে পারো
তৃষিত হয়ে থাকতে পারো
এর বেশি আর কিছু বলবার নেই তোমাকে,
আর এতে যদি তুমি সন্তুষ্ট না হও তবে
এক বাক্যে আমি বলে দিতে পারি
তুমি অনেক বেঁটেখাটো একটি মেয়ে
কিন্তু আমি ঝারা পাঁচ ফিট ন' ইঞ্চি!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

ওমেরা বলেছেন: ভাল তো ভাইয়া কবিতায় নিজের গুনগান করে গেলেন।

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

অর্ক বলেছেন: কি গুণগান করলাম!

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

ওমেরা বলেছেন: যদিও সবই আল্লাহর দান তবু ও আমাদের সমাজে খাটো টাকে দোষ মনে করা হয় আর লম্বা হওয়াকে গুন মনে করে। সেই হিসাবে বলেছি ভাইয়া।

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

অর্ক বলেছেন: না না ও অতোও বেটেও না! এমনি মজা করে লেখা। পাঁচ ফিট নয় ইঞ্চি যে ভারি লম্বা, তাও নয়। মাঝারি। শচিন টেন্ডুল্কার ৫' ৩"। অথচ মাঠে কতো বাঁটকু লাগতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.