নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

একটি কালো অবিলিস্ক গ\'ড়ে দিয়ো

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮



রুমা,
কতোবার বলতে চেয়েছিলে জানি, কিন্তু লজ্জা, সঙ্কোচে আর বলা
হয়ে ওঠেনি তোমার; আজ এই সান্ধ্য সড়কের সার সার নিথর নিয়ন
বাতিগুলো সাক্ষী দিচ্ছে- তোমার নিটোল প্রেমের। যারা বলেছিল, নারীরা
প্রবঞ্চক, মিথ্যেবাদী; নারীরা ভালবাসতে জানে না। তাদের জন্য সীমাহীন
করুণা ও সমবেদনা। তারা সত্যিই দারুণ দুর্ভাগা! হয়তো তাদেরকে কেউ
ভালোবাসেনি তোমার মতো করে! নয়তো তারা সবাই অল্পবিস্তর বুদ্ধি
প্রতিবন্ধী- মস্তিষ্কের বিকাশ ঘটেনি যথাযথ; নারীর গভীর নিটোল প্রেম
উপলব্ধির মতো বুদ্ধি নেই করোটিতে! তারা জানে না- একদিন রুমা ছিল
ওখানে। একদিন রুমা আমাকে ভালবেসেছিল, যতোটুকু ভালবাসতে পারে
মানুষ; শুরু বা শেষ নেই যার; সময় বারবার থেমে যেতো রুমার দুচোখে।
সেখানে কোনও অপেক্ষা বা প্রত্যাশা ছিল না, কিছু পাবার, হারাবার!

হে শহরের সভ্য নাগরিকগণ,
তোমরা ওখানে একটি অবিলিস্ক গড়ে দিয়ো, যার রঙ হবে ঘনো কালো;
কালো পাথরে গ'ড়ো, নয়তো কুচকুচে কালো আবলুস কাঠে, আর যদি
চকচকে ধাতু দাও, তবে তা রঙ করে নিতে ভুলো না কিছুতে, মিশ কালো
রাতের আঁধার রঙে। ক্যাফের ওই কাউন্টারটা দুরমুশ দিয়ে পিটিয়ে, ভেঙেচুরে
গুড়ো গুড়ো করে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে, স্থাপন ক'রো- সেই কালো অবিলিস্ক।
ওখানেই রুমা আমাকে ভালবেসেছিল; ওখানে অমর করে রাখো ওর অস্ফুট
প্রেম। ওখানে ওর অনেক হৃদয়চাপা দীর্ঘশ্বাস পড়ে আছে। আমাকে না হয়
তোমরা ভুলেই যেয়ো; আমি কেউ নই, ছিলেমও না কোনওকালে!

রুমা,
কতোবার বলতে চেয়েছিলে জানি, কিন্তু লজ্জা, সঙ্কোচে আর বলা
হয়ে ওঠেনি তোমার। অনাগত কালে সেই কালো অবিলিস্কটাই সাক্ষী
দেবে তার, রূপকথার মতো তুমি আমাকে ভালবেসেছিলে! তুমিও ঠিক
এক রূপকথা হয়ে রয়ে যাবে রুমা, আর তোমার ভালবাসা; প্রজন্ম থেকে
প্রজন্মান্তরে- একদিন সে গল্পও বলা হবে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

গতকালের কবিতায় রুমার কোনো কথা ছিলনা।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

অর্ক বলেছেন: না, ওটা ছিল সিঁড়ি নিয়ে। মনের আনন্দে খসখস করে লিখে যাচ্ছি ভাই। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ ও শুভকামনা।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

খুব সুন্দর করে এঁকেছেন কবি! বাহ! খুব সুন্দর!

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা কবিবর।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৫

প্রামানিক বলেছেন: ভালো লাগল কাব্য কথামালা। ধন্যবাদ

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা ভ্রাতা।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রেমের কবিতা ভালোবাসার কবিতা। সুন্দর লিখেছেন।।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

অর্ক বলেছেন: বিরহেরও কবিতা। :( ধন্যবাদ ও শুভকামনা।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

জাহিদ অনিক বলেছেন:

রুমাদের বুকে অনেক ভালোবাসা থাকে। আমাদের দেবার মত তাদের অত সাহস কোথায়!!!!!!!!

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

অর্ক বলেছেন: আপনি একেবারে ঠিক বুঝতে পেরেছে। ধন্যবাদ ও শুভকামনা কবিবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.