নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আমার কবিতায় লেখা ওপার বাংলার দুটি প্রতি কবিতা ও কিছু কথা

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪



কমলার জুসে এই টাওয়েল পুরো ভেজা
হাঁ করো
নিঙরে দেবো, ড্রপ ড্রপ খাও
এত তৃষ্ণা তোমার, মাংসের চাঙর ভেঙে দেখো
আমার অজীর্ণ রোগ
এসো, অল্প নুন হলুদের মতো
একটা লুলাবাই গাই
এই দু নয়ন আমাদের জলাভূমি
কতদিনের শ্যাওলা
কত বছর? টেবিলের উপরে পিন কুশন
এলোমেলো পিন তোলো, বিঁধাও
এই রুদ্ধ ত্বকে
অন্ধ তারারা মানুষের চোরাগলির উপর
আলো ফেলে রেখেছে
তাকাও, ড্রিপিং অরেঞ্জ জুস
ঠোঁট ফাঁক করো, খাও, খসখসে জিভ
আমাকে চিনতে গেলে
আরেকটু দূর থেকে দেখো, পাতা বন্ধ করো
চিঠিতে কবিতার ফুল, পাপড়ি ছেঁড়ো, পোড়াও

(লিখেছেন ইমানী)

***



এক.
ধর, যদি শীতে না ভুলে
বরষায় ভুলে যাও, প্রথম কদম ফুল
ভেজা ভেজা গোধুলি ...
বিস্মৃতি তুলি ... দিয়ে আঁকো
জীবনের যত ঘুণপোকা রঙ
আঁধার যতটুকু ঐ ওষ্ঠে তোমার
তুলে নেবে একদিন পয়োধরা ... নবতম সাকী

দুই.
অথবা বরোষা কেন, কেন বলি
যদি বলি কাশফুল
কাশের সকাশে এসে ভুল
ভুল করে ভুলে যেও মোরে
বোঝোনি তুমি তো আমার মজবুরি
বিনা মেঘে বিজুরি ...
তাও তো ঘটে
অথবা ভুলে যেও অসহায় হেমন্তে
কিম্বা বৈশাখে আগুনের পটে

তিন.
ভুলে যাবে যেও
ঋতুর বাহানা কি হবে আর বলো
নতুনা, দ্বিতীয়া কি তেমনই বাসিবে ভালো ...?

(লিখেছেন এনা)

***
কবিতা দুটি আমার লেখা দুটি কবিতার প্রতি কবিতা হিসেবে মন্তব্যে লিখেছিলেন ওপার বাংলার দুই নারী কবি। সেই সাইটে তারা অতিথি হিসেবে কবিতা দুটি মন্তব্যে পোস্ট করেন। তারা সেই সাইটের সদস্যা নন, তাই তাদের সাথে যোগাযোগ না করেই, তারা যে নামে লিখেছিলেন, সে নামেই পোস্ট করছি কবিতা দুটি। আজকে কবিতা নিয়ে এই ব্লগে দুজন নারী ব্লগারের তর্ক দেখে পোস্টটির চিন্তা মাথায় এলো (এছাড়া আমার নিজেরও অবশ্য এ মুহূর্তে পোস্ট করবার মতো কিছু নেই)। যাই হোক লেখা দুটিতে আমি যাদের নিয়ে লিখেছিলাম, তাদের অবস্থানে উক্ত কবিদ্বয় নিজেদের কল্পনা করে তাদের প্রতি বক্তব্য হিসেবে উপস্থিত মুহূর্তে কবিতা দুটি লিখে মন্তব্যে পোস্ট করেন। লক্ষ্য করে দেখুন, সাধারণ এক উপস্থিত প্রতি কবিতায় তাদের শব্দ চয়ন, নাটকীয়তা, উপমার নিখুঁত কারুকাজ! তারা দুজন এতো ভালো লিখেছেন যে, আমি আর আমার নিজের লেখা কবিতাই এতে যুক্ত করবার সাহস পাচ্ছি না! এর মাঝে আমার কবিতা পাঠান্তে পাঠক মাত্রই বিরক্ত হয়ে বলে বসবে, মূল কবিতার থেকে প্রতি কবিতা ঢের ভালো! আমার লেখা তুলনামূলক বেশ গতানুগতিক। এতে করে আমরা ধারণা পেতে পারি, ওপার বাংলার শিল্প সাহিত্য আমাদের থেকে কতোটা অগ্রসর। আমরাও (আমার কথা বলছি না তুলনামূলক বিচার করছি) অবশ্যই ভালো করছি, তবে তা সংখ্যায় তাদের তুলনায় অনেক কম! বিশেষ করে কবিতার ক্ষেত্রে আমরা সার্বিকভাবে অনেকটাই পিছিয়ে আছি ওপার বাংলার থেকে। এ কথা একেবারেই অস্বীকার করার উপায় নেই। অথচ আমাদেরই ভালো করবার কথা ছিল। আমরা একটি স্বাধীন দেশ, আমাদের ওরকম হিন্দি আগ্রাসন নেই, কিন্তু তারপরও আমরা তাদের থেকে অনেকটাই পিছিয়ে আছি। যা সত্যিই আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
পোস্টের মাধ্যমে কবিদ্বয় ইমানী ও এনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:



দুটি কবিতাই অসাধারণ! বেশ! প্রথমটা যদি আঙুর হয় দ্বিতীয়টা কমলা!

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪

অর্ক বলেছেন: ধন্যবাদ কবিবর। ফুটনোটে আরও কয়েক লাইন যোগ করলাম। প্রথম লেখাটা উপস্থিত মুহূর্তে কমলার জুস খাও খাও না বুঝে "অশ্লীল অশ্লীল" করেছিলাম, পরে দেখলাম, না, মোটেই অশ্লীল না, একটু দুষ্টুমি করেছে এই যা।
সত্যি ওরা অনেক এগিয়ে আছে। দেখি আরও দুয়েকজনের কবিতা অনুমতি সাপেক্ষে পোস্ট করা যায় কিনা। এদুটো তো আমার কবিতায় লেখা, ওগুলো অনুমতি ছাড়া দেয়া যাবে না।
আবারও ধন্যবাদ।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৯

শাহিন বিন রফিক বলেছেন: ভাল লাগল তাদের কবিতা দু'টি।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৩

অর্ক বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

নাদিয়া রহমান চুমকি বলেছেন: আমি ছিলাম আঁধারে নিশ্চুপ বালিকা
তুমি তোমার ভালোবাসায় সিক্ত করে
আলোর মুখ দেখালে সতত।
আমিও ঠিক বোকার মতো
তোমার হাত ধরে চললাম নিরন্তর
কোনো প্রশ্ন করিনি এক বিন্দু।
আমি কী ঝরা ফুলের এতই বাসী পাপড়ি
কিছু সময় পরে আমাকে ধুমড়ে মুচড়ে দিবে অনায়াসে।
আমি তা মেনে নেবো না।
তোমার পথের ফুল কলি হয়ে ফুটবো সারাক্ষণ।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫

অর্ক বলেছেন: আপনিও ভালো লেখেন। চর্চা চালিয়ে যান ও পাঠে আরও মনোযোগী হোন।
শুভকামনা।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫

অর্ক বলেছেন: জি ধন্যবাদ

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

জাহিদ অনিক বলেছেন:


কবিতা দুটি পড়তে বেশ লাগলো।
কবি ইমানী ও কবি এনাকে শুভেচ্ছা।

আপনি নিজেও কিন্তু দুর্দান্ত লিখেন। আপনার লেখায় একটা সর্বদা একটা ম্যাচুইরিটি ও লেভেল থাকে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

অর্ক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে কবিতা লেখার জন্য নিবিড় চর্চার দরকার। যা হয়ে ওঠে না। চেষ্টা চলবে।
শুভকামনা সবসময়।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

সাইন বোর্ড বলেছেন: প্রথম কবিতাটি অসাধারন লেগেছে ! এক, দুই, তিন তেমন অাহামরি মনে হয়নি ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

অর্ক বলেছেন: ধন্যবাদ। দুটোই উৎকৃষ্ট কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.