নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

ভ্রাম্যমাণ সার্কাস

০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৪



তোমার কিশোর ছেলে বুঝে গেছে যে, তুমি আমাকে অন্য ভাবে আশা করো। কিন্তু সে বুদ্ধিমান। তারচে’ এসো, আরও নিবিড় হই। জিরাফের ছায়া নিয়ে কথা বলি। ব্যাঙের প্রজাতিও আসুক।

একটু পরই বাস্কেটবল কোর্টের আলো নিভে যাবে। মেঘাচ্ছন্ন রাত। বৃষ্টির জোর সম্ভাবনা। উমম, নভেম্বর রেইন গুনগুনিয়ে উঠছে মনে। চলো, যুগল প্রেমের গান গাই মৃদুস্বরে। চা পান করি কোথাও বসে। ভাবো, ঈশ্বর মানুষের বন্ধু। পৃথিবীর সবখানে কলা গাছ, স্মিতমুখ হাতি।

কিন্তু শীত শেষে গ্রীষ্মের দাবদাহ, লু হাওয়া, কাটাওয়ালা খেজুর গাছ আসবে গল্পে। বর্ষায় বর্ষণ টানা। বন্যা মহামারী দুর্ভিক্ষ। এক পর্যায়ে ভীষণ শীর্ণকায় একদল স্বেচ্ছাসেবক সর্বশক্তিতে ফুটবল রেফারিদের বাঁশি বাজাবে। কান চেপে ত্রাহিত্রাহি চেঁচাবো, আলুথালু ছুটবো দিগ্বিদিক। আর কোনও শীতকাল আসবে না আমাদের দ্বৈত গান, চা পানের।

তোমার বুদ্ধিমান ছেলেকে নিয়ে গলির মুখে ভ্রাম্যমাণ সার্কাস দেখতে যাও। অত্যন্ত দুর্লভ সার্কাস। বহুকাল আগে শৈশবে শেষ দেখেছিলাম। তখন অন্য বানর ছিলো, মিশ্র বর্ণের। এটার মতো আপাদমস্তক বাদামি নয়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা অনেক ভালো লাগলো। তবে, খুব একটা ধরতে পেরেছি বলে মনে হচ্ছে না।

যাই হোক, কিশোর ছেলের মায়ের প্রতি শুভ কামনা থাকলো।

০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।

২| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর মন্তব্যের সাথে আমার একই সুর -
লেখাটা খুব ভালো লাগলো। তবে, খুব একটা ধরতে পেরেছি বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে পদ্য! অথচো ব্লগের অনেক নামি কবির পদ্য পড়লে মনে হয় গদ্য!!

০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৩২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা। শুভকামনা সবসময়।

৩| ০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা কিন্তু ধরতে পারি নি :(

০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৩২

অর্ক বলেছেন: ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.