নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

চুল হারানোর পর

১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪৬



বিরাটকার কালো আলখাল্লা পরে ঈশ্বর গতকাল আমার কাছে এসেছিলো। সমস্ত চুল জোরপূর্বক কেটে নিয়ে গেছে। যাবার সময় তাচ্ছিল্যভরে বলে গেছে ‘এই চুলের আদৌ দরকার নেই। মাথা আছে, মাথা কাটিনি, এই ঢের!’ অনেক বুঝিয়েছিলাম। করজোড়ে বলেছিলাম, ‘প্রভু, চুল ছাড়া নেড়ে মাথায় বড্ড কুৎসিত দেখাবে। চাইলে, শরীরের অন্য কোনও অঙ্গ নিতে পারো। পায়ের নখ বা একটি দুটি আঙুল দিব্যি নিতে পারো। আমি না হয় জনসমক্ষে মুজো পরে বেরোবো। কিন্তু এ দীর্ঘ চুল নিয়ো না। বড়ো সাধনার বড়ো প্রিয়।’ জবাবে উচ্চস্বরে তাচ্ছিল্যের হাসি হেসেছিল ঈশ্বর। গ্রাহ্য করেনি যাবতীয় অনুরোধ কাকুতিমিনতিকে। তাম্রনির্মিত চকচকে ধারালো সুপ্রাচীন কাচি দিয়ে সমস্ত চুল কেটে নিয়ে গেছে। বড্ড মুষড়ে পড়েছি সেই থেকে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১:০২

অর্ক বলেছেন: এখানেই কয়েক বছর আগে লেখা। বেশ সংশোধন করে, সংক্ষিপ্ত আকারে পোস্ট করলাম।

২| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ২:৫৪

কামাল১৮ বলেছেন: শিক্ষকরা চুল কেটে নিয়ে যায় চড়া দামে বিক্রির জন্য।ঈশ্বর চুল কেটে নিয়ে গেছে,আল্লাহ ধরলে কল্লা কেটে নিয়ে যাবে।কাটা কাটিতে তার অভ্যাস আছে।

১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫৩

অর্ক বলেছেন: এরপর তাই হবে। ধন্যবাদ কামাল ভাই।

৩| ১৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

অধীতি বলেছেন: ভালো বলেছেন।

১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:০২

অর্ক বলেছেন: ধন্যবাদ অধীতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.