নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফখাতা

কাজী আসিফুজ্জামান

Lazy, Arrogant, Selfish, Idiot!!!

কাজী আসিফুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

কাস্টমার (অনুগল্প)

১৩ ই মার্চ, ২০১৭ রাত ১১:১২



"ধীরে ধীরে তারা চড়াও হলো। একজন একজন করে। একের পর এক। ঘন্টার পর ঘন্টা। প্রচন্ড কষ্ট হচ্ছিল আমার। ঘেন্নায়, ব্যাথা শরীর কুঁচকে আসছিল। মনে হচ্ছিল যেন শরীরের প্রতিটি অঙ্গের উপর দিয়ে যেন সাপ কিলবিল করছে। তখন কতই বা বয়স! ঘুম আসছিল। ক্লান্ত হয়ে গেছিলাম। বুঝতে পারছিলাম, মরে যাবো। কিন্তু... মরিনি। একটা সময় শেষ হলো সব। আমি তখন অজ্ঞানপ্রায়। শুধু বুঝলাম একটা নর্দমার মত স্থানে তারা আমাকে ফেলে রেখে গেল। গন্ধ আসছিল প্রচুর। আমি জ্ঞান হারালাম। দুদিন পর আমার জ্ঞান ফিরলো এক অদ্ভূত জায়গায়। চোখ খুলে দেখি..."

থেমে গেল সুতপা। ভাবনায় ছেদ পড়েছে তার। সংবিৎ ফিরেছে। দরজায় টোকা পড়েছে। তাই আরেকবার আয়নায় দেখে নিল নিজেকে। হাত দিয়ে চুলের খোপা ঠিক করতে করতে এগিয়ে গেল সে দরজার দিকে। আজ রাতের প্রথম কাস্টমার এসেছে!

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১১:২২

আরণ্যক রাখাল বলেছেন: এমনটাও হয়।
অনেক ভাল লিখেছেন

২| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৩

স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: :)

৩| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ছোট্ট। কিন্তু ভালো ছিল। প্রথম প্লাস!

৪| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৭

উম্মে সায়মা বলেছেন: সার্থক অনুগল্প। +

৫| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫০

সত্যের ছায়া বলেছেন: অবসান হউক।

৬| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫০

পুলহ বলেছেন: ভালো লিখেছেন !

৭| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:০০

সুমন কর বলেছেন: ভালোই।

৮| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:১২

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কিভাবে একজন ধর্ষিতা পতিতা হয়ে উঠে.... গল্প বলার কৌশলটা চমৎকার :)

৯| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৬

আলী প্রাণ বলেছেন: ++

১০| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত অল্পে এত ব্যপকতা!!!! মুগ্ধ

++++

১১| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৯:০৪

অগ্নি সারথি বলেছেন: অনন্য প্রকাশ!! ভালোলাগা।

১২| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২০

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন

১৩| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৮

টারজান০০০০৭ বলেছেন: ধর্ষিতার পতিতা হওয়ার গল্পগুলো কেন জানি পুরুষরাই লেখে !

১৪| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার বর্ননায় ছোট্টগল্পটি সাবলিলতায় অন্ধকার পথে পথিককে ঠেলে দেওয়ার চিত্রটি ফুটাতে সক্ষম হয়েছেন।

১৫| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

কাজী আসিফুজ্জামান বলেছেন: ধন্যবাদ সবাইকে :)

১৬| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

মিজান মোহাম্মদ বলেছেন: মন্দ না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.