নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আকাশছোঁয়ার গল্প

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:৫৮

ঐ যে দূরে গাঁয়ের পরে আকাশ নেমে আছে
মেঘের পিঠে চড়ে আমি যাবো তারই কাছে।
আমায় তখন সারা বাড়ি পাবে না কেউ খুঁজে
মা ও বাবা আমার খোঁজে কাঁদবে দুচোখ বুঝে।

সাগর নদী বন পেরিয়ে উঠবো আকাশ বেয়ে
নীলে নীলে নীল মাখিয়ে ফেলব আকাশ ছেয়ে।
তারার মেয়ে সঙ্গে নিয়ে আকাশ বাতাস ঘুরে
হারিয়ে যাব দূর সীমানায় দিকবিদিকে উড়ে।

চাঁদের বুড়ি বলে যদি আয়রে খোকা ছুটে
মজার খাবার যা রেখেছি যা নিয়ে তুই লুটে।
সেখান থেকে জোছনা হয়ে ফিরব যখন বাড়ি
আকাশছোঁয়ার গল্প শুনে খুশি হবেন ভারী!!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল ছড়া কবিতা

২| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৪১

নাগরিক কবি বলেছেন: ভাল লেগেছে। :)

৩| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:০১

ধ্রুবক আলো বলেছেন: ছড়া খুব সুন্দর হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.