নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

পথ হারানো ছেলে

১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৩

অগাধ টাকা ধনসম্পদে বেড়ে ওঠেছে ছেলে
ফূর্তি করে হোটেল কক্ষে লেখাপড়া ফেলে।
টাকায় নাকি সবই হয় মানে না কোনো বাধা
ইচ্ছে মতন কৃষ্ণ বানায় নিজেকে বানায় রাধা।

অর্থ-বিত্ত-চিত্ত উড়ায় বিলায় প্রেম ও প্রীতি
তার ইচ্ছাতে সবই হয় নইলে ছড়াবে ভীতি।
মাতাপিতা সবই জানে করে না শাসন বারণ
একই পথের পথিক তারা এটাই আসল কারণ।

ধনীর দুলাল এমনি করে হারায় পথের বাঁকে
অর্থ-বিত্ত পারে না আর ফিরিয়ে আনে তাকে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৬

নাগরিক কবি বলেছেন: টাকা - একটি নেশার নাম। :(
সুন্দর কবি।

১৩ ই মে, ২০১৭ দুপুর ১:২২

বিএম বরকতউল্লাহ বলেছেন: টাকা - একটি নেশার নাম।
ভাল লাগল।
ধন্যবাদ।

২| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৪৫

কানিজ রিনা বলেছেন: একদম ঠিক লিখেছেন কবিতা ভাললগল।

৩| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৫০

ধ্রুবক আলো বলেছেন: একদম সঠিক কথাই বলেছেন +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.