নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আমার আমি

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৯

ছোটবেলার আমার সাথে
এই সময়ের আমি
পথের মাঝে দেখা হতেই
থমকে দাঁড়ালাম;

কেমন আছো বলতেই সে
পালিয়ে গেল হেসে
আদর করে যখন আমার
দু'হাত বাড়ালাম।


মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবাক করা কণ্ড ও'ভাই
সময় গেলে মানুষ কেন পালায়!!

২| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: স্মৃতি সবসময় মধুর।

৩| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার আমি নিয়ে
আমারও ছিলো একটা
আপনারটার সাথে
আজ হল একাট্টা!!

৪| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৮

কাইকর বলেছেন: বাহ..........

৫| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: অপূর্ব! সুন্দর করে বলেছেন আপনি। ++++

শুভ কামনা প্রিয় কবিকে।

৬| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা।

৭| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

৮| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:২২

সিগন্যাস বলেছেন: :P

৯| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ছড়া মানেই অসাধারণ এবং অতুলনীয়।

১০| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

মায়ের ভালবাসা বলেছেন: সময় বদলায়, সাথে সাথে আমরাও । ছেলেবেলার কথা মনে পড়ে গেলো.।

১১| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেকের মনে পড়ে গেল ছেলেবেলাকার কথা। অতীতকে জাগিয়ে দেওয়াটা অনেক বড় বিষয়।
তারপর যদি সেই ছোটবেলার ছোটর সাথে দেখা হয়, তখন!
জীবনের এমনই অনেক অদ্ভুত ভাবনা এসে ভর করে মনে।
আর এর থেকেই সৃষ্টি হয় লেখার।
সকলকে অনেক ধন্যবাদ আর ভালবাসা।
ভাল থাকবেন সবাই।

১২| ১২ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৫

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: নিজেকেও তাই মাঝেমধ্যে অপরিচিত মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.