নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

ব্যাক-বেঞ্চার থেকে বিলিওনিয়ার :"এডুকেশন ইস ওভার রেটেড !!!"

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০

বাংলায় বিজয় হিন্দী উচ্চারণে হয় ভিজয়। যাইহোক, নামে কি এসে যায় --আলিগড়ের হিন্দী মিডিয়াম স্কুল এবং সাধারণ মানের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়া বছর চল্লিশের যুবক বিজয় বা ভিজয় শেখর শর্মা এখন ভারতের ইয়ংগেস্ট বিলিওনিয়ার।

হিন্দী মিডিয়ামে পড়া কনফিউসড লেড়কা আলিগড় থেকে দিল্লীতে পড়তে এসে যখন দেখে মেয়েরা ছেলেদের "হাই গাইস" বলছে তখন সে হয়ে যায় ডবল কনফিউসড! গাইকে তো এতকাল মাঠে ঘাটেই চড়তে দেখেছে ! সহপাঠীদের জিজ্ঞাসা করতেও লজ্জা ,বছর বিশেক আগেকার কথা ,ইন্টারনেট সে ভাবে সহজ প্রাপ্য ছিল না ,মোটা মোটা ডিকশনারিই ভরসা।

স্কুলে ব্রিলিয়ান্ট ছাত্র ছিল ,ভবিষতে পড়ার ইচ্ছা ছিল আই আই টিতে ,কিন্তু তখন ওই গুলোর ভর্তি পরীক্ষা হতো ইংরেজিতে ,সাবজেক্টিভ প্রশ্ন -উত্তর ,হিন্দী মিডিয়ামে পড়া নিম্নবিত্ত স্কুল শিক্ষকের সন্তানএর পক্ষে আই আই টি হাসিল না-মুমকিন। তাই দিল্লি আই আই টি দূরঅস্ত , ঠাঁই মিললো সাধারণ মানের দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজে

কিন্তু কলেজে শিক্ষার মাধ্যম ইংরাজি , অধ্যাপকরা কি পড়ায় ,সে তার অর্ধেক বুঝতেই পারে না ,কনফিডেন্স তলানিতে , হিন্দী মাধ্যমের "প্রতিভাশালী " লেড়কা কলেজে এসে ব্যাক বেঞ্চার। অনেকবারই ভেবেছিলো কলেজে পড়ার নিকুচি , ছেড়ে দেবে ,কিন্তু মায়ের কান্নাকাটির জন্য তা সম্ভব হয় নি।

১৯৯৮ সালে কলেজ কমপ্লিট ,আমেরিকা গমন , ইন্টারনেট সংক্রান্ত কাজকর্ম ,hotmail আবিস্কারক শাবীর ভাটিয়া হওয়ার স্বপ্ন , আমেরিকায় ৯/১১ , ইন্টারনেট বুম বার্স্ট , বাবা মায়ের আপত্তি সত্ত্বেও ভারতে ফিরে আসা।

তার পর এদিক সেদিক ,বিয়ে সাদী , ২০১০ সালে Paytm প্রতিষ্ঠা। মোবাইল বেসড ইলেক্ট্রনিক পেমেন্ট এবং ই -কমার্স কোম্পানি। ২০১৫-১৬ থেকে বিস্ফোরক বৃদ্ধি। গত টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম প্রধান স্পনসর হিসাবে Paytm এর নাম শুনে থাকতে পারেন।

চীনের সবথেকে ধনী ব্যক্তি জ্যাক মা (আলিবাবার প্রতিষ্টাতা ) , জাপানের সফট ব্যাংকের মায়াওসি শোন এবং ভারতের টাটা গ্রূপের রতন টাটা এই কোম্পানিতে প্রধান নিবেশক।

৬ বিলিয়ন ডলারের কোম্পানির ভালুয়েশনে , প্রতিষ্ঠাতা এবং সিইও শর্মার শেয়ার ১.৭ বিলিয়ন ডলার।
হিন্দীতে একটা কথা আছে ছপ্পড় ফাঁড় কে --- ব্যাক-বেঞ্চার থেকে বিলিওনিয়ার মাত্র সাত বছরে।


The Motivating Story of The Man Behind Paytm, Vijay Shekhar Sharma

Startupreneur Series

Off The Cuff with Vijay Shekhar Sharma

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মানলাম এডুকেশন ওভাররেটেড। কিন্তু এরকম বিলিওনিয়ার কয়জনই বা হয়? হাতে গুনা যাবে।

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১১

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: এইটা তো ঠিক বলেছেন!

২| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৪

আমার আব্বা বলেছেন: হিন্দীতে একটা কথা আছে ছপ্পড় ফাঁড় কে । হ চেীধুরী সাব হাচা কতা । ২১ টাকায় ১ GB নিয়ে সারা মাস চালা্ই

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: " ২১ টাকায় ১ GB নিয়ে সারা মাস চালা্ই । "

বেশ সস্তা তো।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: বেশ, বেশ।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩

ময়না বঙ্গাল বলেছেন: গাইকে তো এতকাল মাঠে ঘাটেই চড়তে দেখেছে !

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ছেলেরাও গাইস! ,আজব না?

৫| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ক্লাসের ফার্স্ট বেঞ্চের বন্ধুরা বেসরকারি কামলা আর ব্যাক বেঞ্চাররা সরকারি আমলা। একাডেমিক শিক্ষা আসলেই ওভাররেটেড।

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ঠিক ,ঠিক। অনেক কিছুই ওভাররেটেড!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.