নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

অক্টোবরের একত্রিশ , ১৯৮৪....

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২১

ঘটনা চক্রে গতকাল আমি দিল্লীতে ছিলাম। বিকেল তিনটার পর কাজকর্ম থেকে ফ্রি হয়ে যাওয়াতে মনে হলো ,হাতে ঘন্টা দুয়েক সময় আছে , আসে পাশে কোথাও ঘুরে আসা যাক।

মনে পড়লো আগামী কাল ৩১ অক্টোবর , গুগল ম্যাপে দেখলাম মোটামুটি ৫০০ মিটার দূরে ১ নং সাফদারজঙ্গ রোড , কয়েক একর জায়গা জুড়ে প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধীর বাসস্থল , বর্তমানে ইন্দিরা মেমোরিয়াল। তা চলে পড়লাম সেখানে।

এখানেই তিনি নিহত হন অক্টোবরের একত্রিশ , ১৯৮৪ তে ,তাঁর আপন দেহরক্ষীদের গুলিতে।

ইন্দিরা গান্ধীর প্রধান মন্ত্রী হিসাবে অনেক খামতি ছিল , দেশে জরুরী অবস্থা জারীর জন্য কুখ্যাত হয়েছিলেন কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই তাঁর মত ডেয়ার -ডেভিল প্রধানমন্ত্রী ভারতে এখনো পর্যন্ত জন্মায়নি।

ইন্দিরা সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন ,তাই আমি বিস্তারিত কিছু লিখছি না ,নিচের ফটোগুলো তড়িঘড়িতে আমার মোবাইল ক্যামেরায় তোলা, স্থান : ১ নং সাফদারজঙ্গ রোড , কাল : গতকাল ৩০ অক্টোবর ,সময় প্রায় বিকেল ৪ টা , আপনারা দেখুন .....

১)এখানে ইন্দিরা গান্ধী কে গুলি করা হয়। এটাকে এখন ক্রিস্টাল দিয়ে বাঁধানো আছে। তাঁর দেহরক্ষীদের দুপাশে দাঁড়ানোর জায়গা ছিল ।

২)



৩) নিহত হওয়ার সময় তাঁর পরনের শাড়ী ,চপ্পল এবং হ্যান্ডব্যাগ। শাড়িতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ প্রতীয়মান।

৪) ইন্দিরার ড্রয়িং রুম



৫) স্টাডি রুম



৬) তাঁর প্রসাধন কক্ষ

৭)শয়নকক্ষ

পোস্টটা মনেহয় ছোট হয়ে গেলো , আমি তাড়ায় ছিলাম ,তাই বেশী ফটো নেওয়া হয়নি , সুতরাং গুগল থেকে নেওয়া ১ নং সাফদারজঙ্গ রোডএর আরও কিছু ফটো দেখুন :
৮)

৯)
১০)
১১)
১২)
১৩)

(১ থেকে ৭ আমার অপটু হাতে ,বাকিগুলো গুগলের )
শেষে এই গানটা শুনুন ...

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫

জেন রসি বলেছেন: ইন্দিরা গান্ধী। দৃঢ় মানসিকতার মানুষ তিনি।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: হ্যাঁ , ঠিক বলেছেন।

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০

আশরাফুল এষ বলেছেন: ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধন্যবাদ

৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর পোস্ট , ভাল লাগল ।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধন্যবাদ ।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৯

শায়মা বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগলো খুব খুব। ইন্দিরা গান্ধীর ব্যাক্তিত্ব, স্বকীয়তা এবং তার সকল সকল গুনাবলীগুলির প্রতীক যেন বহন করেছে ছবিগুলো।

৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ১৯৯৯ সালে বিবিসি তাঁকে ওম্যান অফ দ্যা মিলিয়েনিয়াম ঘোষণা করে ।

এই ফটোতে কবিগুরুর সাথে কিশোরী ইন্দিরা রয়েছেন। তাকে খুঁজে বার করুন দেখি !


এই ফটোতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাথে ,সম্ভবত ১৯৭২ সালে।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

শায়মা বলেছেন: রবিঠাকুরের ঠিক বাম দিকে সিঁড়িতে বসা মেয়েটার পিছনের মেয়েটা!

৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: শ্যেন চক্ষু বটেক আপনার ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.