নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারো কেউ নই তো আমি , কেউ আমার নয় , কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।

বাবুরাম সাপুড়ে১

নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে

বাবুরাম সাপুড়ে১ › বিস্তারিত পোস্টঃ

একটা সাধারণ ঘটনা --দুটো অসাধারণ গান

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২৫

একবার আমেরিকার এক মিউজিক্যাল ইন্সট্রুমেন্টএর দোকানে অত্যন্ত সাধারণ পোশাক পরা সাদামাটা চেহারার এক বাঙালী ভদ্রলোক ঢুকলেন। বিশাল দোকান , অজস্র বাদ্যযন্ত্র সাজানো আছে।

ভদ্রলোক ঘুরে ঘুরে দেখছেন। দোকানের সেলস গার্ল গুলো তেমন আমল দিলো না। শুধু শুধু টাইম পাস করতে অনেকেই তো আসে। তা , দোকানে ঘুরতে ঘুরতে তাঁর চোখে পড়লো দেওয়ালের অনেকটা ওপরে এক শো কেসের মধ্যে রাখা বিশাল এক সেতারের ওপর।

তিনি কাছে দাঁড়ানো এক সেলস গার্ল কে বললেন তিনি সেটি কিনতে আগ্রহী কিন্তু তার আগে সেটি বাজিয়ে দেখতে চান। সেলস গার্ল প্রথমে রাজী হচ্ছিল না -একে তো বিশাল ওই সেতার শো কেস থেকে নামানো ইত্যাদির ঝামেলা এবং সে নিশ্চিত ছিল ভদ্রলোক ওটি বাজাতে পারবেন না এবং কিনবেন না -শুধু শুধু সময় নষ্ট।

কিন্তু ভদ্রলোক নাছোড়বান্দা -তাঁর অনুরোধ -উপরোধ শুনে দোকানের মালিক স্বয়ং সেখানে ছুটে এলেন। মালিকের কথায় সেতারটা নামানো হলো। লস -এঞ্জেলেসের সেই বিশাল দোকানে অত্যন্ত সাধারণ পোশাক পড়া সেই মানুষটি সেই বিশাল সেতার বাজাতে শুরু করলেন।

পরবর্তী আধ-ঘন্টা পুরো দোকানের সমস্ত কর্মচারী এবং ক্রেতারা মন্ত্রমুগ্ধের মতো বিহ্বল হয়ে সেই সেতার বাজানো শুনলেন। বাজানো শেষ হলে সেলস গার্ল মেয়েটি তাঁর কাছে ছুটে এলো ,তার চোখে তখন জল। দোকানের মালিক ডেভিড বললো -আমি কিছু সংগীত বুঝি , এই বিশাল সেতার খুব কম লোকই এভাবে বাজাতে পারে --আমার কাছে এটা এক ঐশ্বরীয় অনুভূতি।

সেই ভদ্রলোক বললেন বাংলায় এই সেতারটাকে বলে সুর বাহার --আমি এটা কিনতে চাই , এর মূল্য কত ?

দোকানের মালিক বললেন এখন থেকে এই সেতার আপনার , কিন্তু এটা আপনাকে বিক্রী করবো না , এটা আমি আপনাকে উপহার দিলাম।

ভদ্রলোক পরে সেই সেতার নিয়ে দেশে ফিরে আসেন। দুটো গান কম্পোজ করলেন আমেরিকা থেকে নিয়ে আসা সেতারটা দিয়ে।

একটা হিন্দী , অন্যটা বাংলা।
হিন্দীটা হলো : ও সজনা বরখা বাহার আয়ি , রস কি পুহার লায়ি ,আঁখিয়ো মে পেয়ার লায়ি ......

বাংলাটা :না যেও না....... রজনী এখনও বাকী..আরও কিছু দিতে বাকী বলে রাত জাগা পাখি .. না যেও না...আমি যে তোমারি শুধু জীবনে মরণে ......


লতা মঙ্গেশকরের কণ্ঠে চিরকালীন হয়ে রইলো এই দুটো গান।

ওহ , হ্যাঁ , অত্যন্ত সাধারণ চেহারার সেই ভদ্রলোক হলেন বাংলা আধুনিক গানের অন্যতম এক শ্রেষ্ঠ সংগীত পরিচালক , গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ঘটনাটি জেনে ভালো লাগলো।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৫০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধন্যবাদ।প্রথম কমেন্টকারী হিসাবে কোন এক গাঁয়ের বধুর কথা তোমায় শোনাই শোনো।

২| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালীটি আমাদের মানসন্মান বাড়ায়েছে আমেরিকায়

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ঘটনা হচ্ছে সলিল চৌধুরীকে আমেরিকা সে অর্থে চেনেই না। চেনার কথাও নয়। আমেরিকা পাগল হয়েছিল আর এক বাঙালি রবি শংকরে।

৩| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:৪১

সুমন কর বলেছেন: চমৎকার ঘটনাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:১১

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধন্যবাদ। আপনার জন্য দুরন্তঘূর্ণির এই লেগেছে পাক......

৪| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: দারুন ভালো লাগলো।গর্ব অনুভব করলাম।সুন্দর শেয়ারের জন্য ধন্যবাদ ।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৬

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: দারুন ভালোলাগার সাথে সাথে এই দারুন গানটাও আরেকবার শুনুন :
ধিতাং ধিতাং বোলে কে মাদলে তান তোলে কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়

৫| ০৮ ই মে, ২০১৮ রাত ১২:২৫

মাআইপা বলেছেন: সলিল চৌধুরীর সম্পর্কে বলার কিছু নাই, শুধু বলতে পারি “নক্ষত্র”।
মান্নাদের অসংখ্য গানের স্রষ্টা।
গল্পটা জেনে খুব ভাল লাগলো।
শুভ কামনা রইল

০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৩

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: হ্যাঁ , তিনি ছিলেন বাংলা গানের ধ্রুবতারা। আপনি শুনুন তাঁর রচিত আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা....

৬| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন: এমন সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৩২

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: এই যে কথার ফুলঝুরি! , ধন্যবাদ।
আপনার জন্যে রইলো সলিল চৌধুরীর কম্পোজ করা একগুচ্ছ গানেরফুলঝুরি!

৭| ০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৪১

কথার ফুলঝুরি! বলেছেন: এমন অসাধারন একটা উপহার এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে :D

০৯ ই মে, ২০১৮ দুপুর ২:৩৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ইমোর হাসিটা দারুণ হয়েছে ! দেখলে স্বয়ং সুচিত্রা সেনও লজ্জা পেত। কি ভালো , কি ভালো !

৮| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:০৮

সমুদ্রচারী বলেছেন: ভালো লাগলো

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৬

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধন্যবাদ। শুনুন এটা

৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটা অজানা তথ্য জানালেন, যা জেনে বাঙালী হিসেবে গর্বিত বোধ করছি। অনেক ধন্যবাদ।
লক্ষ্য করলাম, আপনি প্রত্যেক মন্তব্যকারী পাঠককে একটি করে গান উপহার দিয়েছেন। অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাকে কী দেবেন, সেটা জানার জন্য।
ছোট্ট এ পোস্টটাতে অনেক বড় ভাল লাগা জানিয়ে গেলাম। + +

০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৮

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিই আপনার মন্তব্যের উত্তর দিতে দেরী হওয়ার জন্য। আপনার জন্য রইলো আর একটি কাল জয়ী গান তৈরী হওয়ার ইতিবৃত্ত।

অনেক বছর আগে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এসেছেন গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে , দূর্গা পূজার মাস খানেক আগে। তিনি কিছু গান লিখেছেন , ইচ্ছা সেগুলো হেমন্ত বাবুকে দেখানো এবং পছন্দ হলে হেমন্তের কন্ঠে পুজোর সময় রিলিজ করা। গিয়ে শুনলেন হেমন্ত কিছুক্ষন আগে স্নানে ঢুকেছেন। পুলক বাবু ড্রয়ইং রুমে অপেক্ষা করছেন। পুলক আসার খবর পেয়ে হেমন্ত গামছা পরে ,আদুল গায়ে বেরিয়ে এলেন এবং বললেন : আরে , পুলক যে ! কতদিন পরে এলে ,
একটু বসো , অনেক কথা ছিল ,আমি আসছি ! এই বলে হেমন্ত দ্রুত স্নানঘরে ঢুকে গেলেন অর্ধ সমাপ্ত স্নান পূর্ণ করে জন্যে।

পুলক বসে আছেন , কিন্তু তাঁর কানে বাজছে হেমন্তের বলে যাওয়া শব্দ গুলো : কতদিন পরে এলেএকটু বসো ....
মনের মধ্যে যেন অনেক শব্দের অনুরণন উঠে এলো , এক টুকরো কাগজে লিখে ফেললেন এক চিরকালীন গান :কতদিন পরে এলেএকটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন...আকাশে বৃষ্টি আসুক ,গাছেরা উঠুক কেঁপে ঝড়ে.....

১০| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: আপনার জন্য রইলো আর একটি কাল জয়ী গান তৈরী হওয়ার ইতিবৃত্ত - অনেক ধন্যবাদ, চমৎকার এ গানটি এর ইতিহাসসহ আমাকে উপহার দেয়ার জন্য।
শুভকামনা রইলো...

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৪২

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ধন্যবাদ।

১১| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪০

আখেনাটেন বলেছেন: চমৎকার ঘটনাটি জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

সলিল চৌধুরীর লেখা ও সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি আমার বেশ প্রিয়।

এই ক্লাসিকগুলোর আবেদন শেষ হবার নয়।

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনার পছন্দের গানটির হিন্দি ভার্সনও শুনুন --সুর এক ,লিরিক্স আলাদা। সলিল চৌধুরী বাংলা , হিন্দি দুটো ভাষাতেই অসাধারণ গান রচনা করে গেছেন। কাঁহি দূর যব দিন ঢল্ জায়ে ......

১২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: কিন্তু এমন একটা ঘটনা আইয়ুব বাচ্চুর নামে শুনেছিলাম যখন মাইলসের হামিনের সাথে তার ক্যাচাল বাধলো। পুলাপান কার গল্প কার নামে চালায় বোঝা মুস্কিল!!

২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কোথায় সলিল চৌধুরি আর কোথায় বাচ্চু মাছ্যু। আসেন গান শুনেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.