নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বারবার ফিরে আসে মীরজাফরা ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৫

বারবার ফিরে আসে মীরজাফরা।
বিদ্যুৎ



সতের’শ সাতান্ন সালে জেগে ছিল বাংলার দামাল
ব্রিটিশ বেনিয়া ভীত হয়ে প্রায় তারা পালায়নপার।
ষড়যন্ত্র ফাঁদ পেতেছিল পেয়েছিল ঘৃণ্য মীরজাফর
বাংলার খেয়ে-পরে গাঁট বেঁধেছিল ব্রিটিশ ভাতার।

যুগেযুগে এই বাংলায় আসবে যাবে কত মীরজাফর
নেতারা জীবন দিবে বিশ্বাসঘাতক হবে সেনাপতিগণ।
মহারাজার পরম প্রিয়ভাজন তাকে করে প্রধান সেনা
মৃত্যু সঙ্কটে মহারাজা রেখে সেনাপতি পালায়ন পরা।

স্বাধীন বাংলার,স্বাধীন দেশে, হয়েছিল স্বাধীন নেতা
আপন মনে নিজ ক্ষমতায় করেছিলেন প্রধান সেনা।
নাম তার সবার জানা সেনাপতি কেএম সফিউল্লাহ
নেতার নির্মম মৃত্যুই প্রমাণ মীরজাফর সফিউল্লাহ।

বাংলার রবি শেখ মুজিবের পতনে জাতি দিশেহারা
অন্ধকারে আলোর দিশা নিয়ে আসেন আরেক সেনা।
দেশ স্বাধীন তবু কাটেনি’ক সেনা শাসকের রাহুগ্রাস
আরেক সেনা এরশাদ তাই তাঁকে করে নিলেন গ্রাস।

এই ভুল থেকেও নেতারা শিক্ষা নেই নাকো কোন দিন
তাই নেত্রীর গা ঘেঁষে বসে আজও ইমাম,ইনু,মখাউদ্দিন।
মৃত্যু সবার অবধারিত খণ্ডানো যাবেনা ললাটের লিখন
নেতাদের অপমৃত্যু আবার কি জাতি হারাবে সুখ নীড়?

আমি বলি ভোরের আঁধার কেটে যাবে ক্ষণিক পরেই ভাই।
আগামীর সাত সকালে রবি ঊঠবে সন্দেহ নাই যেন তাই।
আশায় আমি বুক বেঁধেছি সোনার বাংলা একদিন গড়বই।
আমরা যদি সাহস করি কোন কিছুই অসম্ভবপর নহে ভাই।

এসো দেশের দামাল ছেলেমেয়ে এসো সংহতির শপথ নিয়ে
নব্য মীরজাফরদের গর্দান লহিতে মোর চোখে নিধ নাহিরে।
বর্ণ গোত্র রং উচ্চ নিচু ভ্রান্ত সকল পথ ভুলে আসো স্বদেশী
হাতে-হাত, কাঁধে-কাঁধ মিলে বলি আমরা সবাই বাংলাদেশী।

নহে ভারত পন্থী, নহে পাকি পন্থী, আমরা সবাই বাংলাদেশী
মোদের হিস্যা মোদের স্বার্থ বুঝিয়ে লইতে করিবনা গড়িমসি।
কেহ করিবে ভারতীয় দালালী আবার কেহ করিবে পাকিস্তানী
সৎ পথে লড়ে ন্যায্য হিস্যা আদায় করব তারুন্য বাংলাদেশী।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০২

অগ্নি কল্লোল বলেছেন: ++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আগুন লুকিয়ে রাখা যায় না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

গেম চেঞ্জার বলেছেন: নহে ভারত পন্থী, নহে পাকি পন্থী, আমরা সবাই বাংলাদেশী
মোদের হিস্যা মোদের স্বার্থ বুঝিয়ে লইতে করিবনা গড়িমসি।
কেহ করিবে ভারতীয় দালালী আবার কেহ করিবে পাকিস্তানী
সৎ পথে লড়ে ন্যায্য হিস্যা আদায় করব তারুন্য বাংলাদেশী।


পুরাই সহমত ভাই। +

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে গেম চেঞ্জার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.