নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫



প্রবাসী
--------------------------------------বিদ্যুৎ
প্রবাসীদের দুঃখ-কষ্ট
বুঝতে চাই না কেহ
সবাই শুধু নজর রাখে উপহার পাইলে তুষ্ট।

ভাই বোনদের আড়ি
চাই তো টাকা-কড়ি
জমি বেচে বিদেশ পাঠায়ছি ভুলে গেলি আজি।

মাথার ঘাম পায়ে ফেলে
খানা-পিনা নিদ্রা হীনে
সবাই ভাল থাকবে ভেবে টাকা পাঠায় দেশে।

পায়ের উপর তুলে পা
চা স্টলে পান করে চা
বুক ফুলিয়ে অর্ডার করবে বিলেত থাকে ভ্রাতা।

ছুটির দিনে ব্যস্ততা বেশি
বাড়িতে একটু কথা বলি
ভাইবোন চায় মোবাইল, মা বলবে বাবা খেয়েছিস?

আত্মীয় আর প্রতিবেশী
হইবে বড়ই অভিমানী
বিদেশ বুঝি গেলে হবে লক্ষ কোটি আয় বেশি।

বন্ধু বান্ধব আর সহপাঠী
ফোন করলে বেজায় খুশি
কথায় কথায় বলবে মাগি নিয়ে করি আড্ডাবাজি!

বাড়ি করব গাড়ি কিনব
আর করব সাধের বিয়ে
স্বপ্ন সুখের ঘর বাঁধতে বাড়িতে এনেছি রাঙ্গাটিয়ে।

রাতের যখন গভীর হবে
বউয়ের সাথে কথা কবে
মিষ্টি কথায় ভাঙ্গবেনা মান বৌ অভিমানী তবে।

বছর যায় বছর আসে
বারে বারে মিথ্যা আশে
অভিমানী রাঙ্গা বৌ কেঁদে বলে এবার তুমি আসবে?

একটু আশা একটু বাঁচি
একটু ভালবাসার ফাঁকি
উপার্জনের জন্য বিদেশ জীবনটাই যে পুরো মাটি।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

আমি মিন্টু বলেছেন: ভালো লাগল । :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল লাগল জেনে খুশি হলাম।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দরভাবে বাস্তবটা তুলে ধরেছেন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২

বিদ্যুৎ বলেছেন: রুদ্র জাহেদ ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সব সময়।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

সুমন কর বলেছেন: উপার্জনের জন্য বিদেশ জীবনটাই যে পুরো মাটি। -- সুন্দর হয়েছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ সুমন কর। শুভ কামনা নিরন্তর।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। এসব হচ্ছে আপনার লেখা পড়ে আর বন্ধুদের সুন্দর কমেন্ট এর কারণে। ভাল থাকবেন।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কাজ করলে হাতে টাকা থাকে। হাতে টাকা থাকলে মনে খুশি থাকে। মনে খুশি থাকলে সব ভালো লাগে।


কেমন আছেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

বিদ্যুৎ বলেছেন:



আমি আছি খুব ভাল
নিশ্চয় আপনিও ভাল।
সোমবার আপনার ছুটি
আমার কাজ যে দুটি।
বিকেল বেলা নেব ছুটি
দুজন মিলে আড্ডাবাজি।
হা হা------



আজকে কাজ নেই? ধন্যবাদ ভাই।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, কাজ আছে। ৪ টার সময় যাব।

সোমবারে দেখা হবে বাঁচলে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

বিদ্যুৎ বলেছেন: কি খবর ভাই? কেমন আছেন? আজকে কি আসবেন?

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সত্যিই বেশ বেদনাদায়ক! যারা ভুক্তভোগী শুধু তারাই এটা বুঝে। ভালো লাগলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ মোঃ সাইফুল্লাহ শামীম আপনাকে। ভাল লাগল জেনে খুশি হলাম।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: দারুন লেখা।
+++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ বিজন রয় আপনাকে। ভাল থাকবেন সব সময়।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কোথায় আসব কখন আসব কিছুতো জানি না।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই গো! বিলাতে আসার আগে সবাই ভাবে, একাবর গেলেই হলো, টাকার চিন্তা আর করতে হবে না। কিন্তু হায়, বিলাতে আসার পর শুরু হয় দৌড়াদৌড়ি, না খানি না ঘুমানি। টাকা তো আর কাগজ নয়। দিস্তা কিনে লাভ হয় না।
কাজ করলে হাতে টাকা আসে। কিন্তু কাজ তো আর উঠানে ঝাড়ু মারা নয়।
হায়রে কাজ!

তো আর কেমন আছেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:০৯

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ মোহাম্মাদ আব্দুলহাক ভাই। হ্যাঁ খুব ভাল আছি। আপনার সাথে দেখা হওয়ার পর আরও বেশি ভাল আছি। ভাল থাকবেন সব সময়।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সাথে পরিচিত হয়ে আমি আশান্বিত হয়েছি।

আপনার মঙ্গল কামনা করি।

মজার কথা বলি, আজ প্রথমবার বন্ধু অথবা বান্ধবের সাথে গপসপ করে আমি কফিশপে বসে কফি পান করেছি।
আজ সত্যি সময়কে উপভোগ করেছি।

দোয়া করবেন।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:১০

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্য। ভাল থাকবেন সব সময়। সময় পেলে যোগাযোগ করবেন আশাকরি।

১৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সোমবারে ফোন করেছিলেন। সাইলেন্টে ছিল। খুব ব্যস্ত ছিলাম। পরে মিসকল দিয়েছিলাম। আসলে সময় পাইনা, বই শেষ করতে হবে।
দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.