নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

সকল ভাষা সৈনিকদের স্মরণে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯


একুশের কবিতা
------------- বিদ্যুৎ
বায়ান্নতে গর্জে ছিল রাখতে মাতৃভাষা বাংলা
একাত্তরে ছিনিয়ে এনেছি স্বাধীন দেশ বাংলা।
বাংলায় মাতাল, বাংলায় পাগল, বাংলায় গর্জন
বাংলা যদি গর্জে উঠে থরথর কাঁপে ধরণীতল।

বায়ান্নতে নির্যাতনে ঠেকে ছিল পিঠ দেওয়ালে
অস্ত্রবিহীন বীর বাঙ্গালী গর্জে উঠেছি একসাথে।
যুদ্ধ করতে অস্ত্র লাগে, বুকে লাগে বড় হিম্মৎ
হিম্মৎ ছাড়া যুদ্ধ বিজয় হবে নাকো অকস্মাৎ।

হিম্মৎ হল বড় অস্ত্র তার প্রমাণ বাংলার যুবক
এমন নজির পাবে নাকো খুজলে সারা মুল্লুক।
ভাষার নামে স্বাধীন আমি ভাষা মোর পরিচয়
মাতৃভাষা লজ্জা পেলে তোর জীবন যে অপচয়।

উন্নায়নে জোয়ার বেশি মানুষ থাকে আস্তাবলে
অপসংস্কৃতি আগ্রাসনে বাংলা এখন গোবরকরে।
সালাম বরকত রফিক জব্বার সব মোর ভাই
তাঁদের আত্মা শান্তি পাইবে বাংলায় যদি গাই।

স্বাধীন দেশ স্বাধীন মানুষ স্বাধীন আমার হিয়া
যা খুশি আমি করতে পারি সবই খোদার দয়া।
বাংলা আমি গৌরব করি বাংলায় করি প্রার্থনা
বাংলা সংস্কৃতি বিহনে স্বাধীনতাই তোর মিথ্যা।

বাঙ্গালীরা এমন জাতি দ্বিতীয় না কেউ আছে
মাতৃভাষার জন্যে লড়াই করে জীবন দিয়েছে।
মনেরেখ বিশ্ববাসী বাঙ্গালীরা তোমাদের ভ্রাতা
সবার অধিকার আদায় করে মাতৃভাষায় কথা।

বাঙ্গালী জাতি দিতে পারে সাধ্যি আছে কাহার
একুশে ফেব্রুয়ারি বিশ্ববাসীকে সর্বশ্রেষ্ঠ উপহার।
একুশ তারিখ প্রাতঃ প্রহর ফুল শুভেচ্ছা উজ্জাপন
সারাবিশ্ব স্মরণ করে বাংলা ভাষার উদ্দাপন।। (সমাপ্ত)

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লাগল

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: ভাষার মাসে ছন্দের ফুলযুরি। অসাধারন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

শাহীন পন্ডিত বলেছেন: ভালো লাগলো

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ অগ্নি কল্লোল আপনাকে।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার লিখেছেন,

একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: চমৎকার ....চমৎকার .....

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ মোঃ সাইফুল্লাহ শামীম আপনাকে।

৭| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকেও প্রামানিক ভাই।

৮| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

জোবায়ের হোসাইন জামীল বলেছেন: চমৎকার লেখেছেন
তবে ২১ না বলে যদি ৮ ফাল্গুন বলতেন তবে প্রকৃত ভাষা দিবসই হতো কেননা সেই দিনটি ছিল ৮ ফাল্গুন|

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাই জামীল আপনি হয়ত ভুলে গেছেন যে ২১শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানে সারাবিশ্বে যারা মাতৃভাষায় কথা বলে তাদের জন্য এই দিনটি সার্বজনীন। তাই এখানে গোঁড়ামি দেখানোর কোন সুযোগ নেই। আমরা এই দিনটি সকল ভাষাভাসি মানুষদের জন্য উপহার দিয়েছি এই জন্য আমরা গর্বিত। ভাল থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.