নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

বিদ্যুৎ

আমি মানুষ-ই থাকতে চাই - বিদ্যুৎ

বিদ্যুৎ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব মা দিবসে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা।

০৯ ই মে, ২০১৬ ভোর ৫:২৩



------------- মা-----------
দূর দেশেতে থাকি আমি মনে বেজায় কষ্ট
মায়ের কথা না শ্রুতিলে জীবনটা তো নষ্ট।
দিনের কর্ম শেষে যখন নিজের গৃহে আসি
সবার আগে মোবাইলে মায়ের সাথে মাতি।


মা আমাদের অধিক প্রিয় আমরা তা জানি
মায়ের দেহের গন্ধরে ভাই অমুল্য যে মানি।
বসুন্ধরায় আলোকছটা রাত করে দিন অর্ষমা
জীবনটা তো আন্ধার কালো না থাকিলে মা।


অন্তরীক্ষে রজনীকান্ত আঁধারে আলোর নিশান
জীবন নামে আন্ধারে কেউ না মায়ের সমান।
মা হল আত্মার বাঁধন ত্রিভুবনে নাইরে এমন
ছিন্ন করলে এবাঁধন স্থান হবে নরকে অধম।


আম্মা ডাকো আম্মু ডাকো মা’র তৃপ্তি পাবেনা
মা ডাকে মধু আছে নাই তো কোন তুলনা।
কাজের ছেলে কাজের মেয়ে আম্মা বলে ডাকে
তিনি আমার জন্মধাত্রী তাই মা বলেই ডাকি।



মা’র কদর বুঝেছিল হযরত বায়েজিত বোস্তামি
সারারাত্রি দাঁড়িয়েছিল নিদ্রাহীন হাতে নিয়ে পানি।
খেদমতে খোদা রাজী আর হয় যদি তা মা’র
মনের সুখে জান্নাত যাবি হুকুম রাসুল আল্লাহর।


বিশ্বাসীরা মনেরেখ মায়ের সম্মান অতিব উচ্চ
জুব্বা পাগড়ী যতই পর সবকিছু তোর তুচ্ছ।
আল্লাহ ভক্তি আল্লাহ ভীতি নামাজ পঞ্চখানা
মায়ের মনে কষ্ট দিলে ঠিকানা তো দোযখখানা।


বি দ্রঃ লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত, কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া নিষেধ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ সকাল ৯:০১

কবি হাফেজ আহমেদ বলেছেন: মায়ের প্রতি ভালোবাসা অটুট থাকুক আজীবন।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৫:৫০

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সব সময়।

২| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ কবি।

১০ ই জুন, ২০১৬ রাত ৯:০১

বিদ্যুৎ বলেছেন: আমি কবি নয় ভাই। কবি হয়ে কি, না খেয়ে আর বিনা চিকিৎসায় মরতে চাই কেউ? কবিতার পাঠক নেই! ভাল থাকবেন সব সময় ।

৩| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা :) :D :)
সতত বাক্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.