নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ একটি ডাহুকের মৃত্যু

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৭






রূপশা নদীর চরের সেই ডাহুক পাখিটি
হাজার রেখাচিত্র অঙ্কিত যার দুই ডানায়।
তাহার রূপে মুগ্ধ হয়ে আমি বারেবারে
রূপশা চরে গিয়েছিলাম হাজার বাহানায়।

আমার প্রতিটি আগমনে, শাপলার গন্ধে ভরা জলে
খেলে চলা অযুত নিযুত ডাহুক পাখিরা
তাহার নেতৃত্বে জানায় অভিবাদন ডানা খুলে,
ঠোঁট নেড়ে ,ডুপ মেরে ,গা দিয়ে ঝাড়া।

সেদিনও তপ্ত রোদের তোড়ে কেওড়ার ছায়ায় বসে
আমি দেখেছিলাম পানকৌড়ি আর সাদা বক।
শুনেছিলাম বালি হাঁসের কিচির মিচির
বারবার দৃষ্টিতে আসছিল পাখি সেই ডাহুক।

অতঃপর আরো দুটো শরৎ শেষে আবার
রূপশার চরে পৌঁছেছিলাম সেই ডাহুকের টানে
রামপালের ছাই ভষ্মে রূপশা মৃত্যুপুরি তখন
ডাহুকের লাশটা ভাসছিল নদীর উজানে।

ডাহুকের এই মৃত্যুটা কেবলই কি একটা মৃত্যু
নয় কি কোন পরিকল্পিত, নিষ্ঠুর খুন?
উজানের জলে ভেসে চলা রামপালের ছাই
প্রশ্নের উত্তর বলছিলো নিদারুণ।

মন্তব্য ৫৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৬

পথহারা মানব বলেছেন: বেশ ভালো হয়েছে!!!!
হৃদয় ছোঁয়া কবিতা বলা যা!!!!
ডাহুকের এই নির্মম পরিনতি না হোক এটাই কামনা করছি।

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৩

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + লাইকের জন্য কৃতজ্ঞতা পথহারা মানব ভাই। থুক্কু গুরু!! ;)


মন্তব্যে অনুপ্রাণিত!! :)

২| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৯

জুন বলেছেন: আপনার কবিতা পড়ে মনটা ভারাক্রান্ত হয়ে গেল বিলিয়ার রহমান। এ যে আমার অনেক পরিচিত স্থান। বেশ কিছুটা সময় কাটিয়েছি রূপশার তীরে। এত সুন্দর মায়াময় সেই প্রাকৃতিক রূপের ভাষায় বর্ননা দেয়ার কঠিন কাজটি আপনি খুব সহজে করেছেন। অনেক ভালোলাগা রইলো কবিতায়।
+
আচ্ছা ছবিতে যে পাখিটি সেটা কি ডাহুক? আমি একে জানি কালিম পাখি বলে।

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৯

বিলিয়ার রহমান বলেছেন: জুনাপু আমার ব্লগে তোমায় আবার স্বাগতম। :)
পাঠ + লাইক + প্লাসের জন্য কৃতজ্ঞতা।
মন্তব্যে পেলাম অনুপ্রেরণা।

পাখিটা ডাহুকের কিনা জানিনা। গুগলে Gallinule লিখে সার্চ দিয়ে এই পাখিটার ছবিটা পেয়েছি।তুমি চাইলে একটা সত্যিকারের ডাহুকের ছবি দিয়ে ঋণি করতে পারো আপু।:) :)

৩| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৪

নীলপরি বলেছেন: মর্মস্পর্শী কবিতা।++

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩১

বিলিয়ার রহমান বলেছেন: নীলপরি আপনাকে শুভেচ্ছা।

প্লাসে অনুপ্রেরণা পেলাম। :)

ভালোথাকুন। :)

৪| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বহুদিন হলো নদী, নৌকা, পানকৌড়ি, ডাহুক- এসব দেখি না । দেখা হয়নি এই শরৎ এর কাশফুলও ।

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: সভ্যতার নিষ্ঠুর অগ্রযাত্রায় একদিন এসব একেবারেই থাকবেনা ভাই।:)

৫| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৬

জুন বলেছেন: নেটে সার্চ দিয়ে এটা পেলাম বিলিয়ার রহমান। আর আমার অনেক বার দেখা ডাহুক পাখি দেখতে অবিকল এমনই। আর কালিম পাখির ঝাকও আমি দেখেছি টাংগুয়ার হাওড়ে, ঠিক আপনার দেয়া ছবির মত :)

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা। এই ছবিটাই দিয়ে দিলাম আপুনি!:)

৬| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৭

পথহারা মানব বলেছেন: বিলিয়ার ভাই...আমি যতটুকু জানি এটা হল ডাহুক পাখি

ছোটবেলায় এটার পিছনে বেশ দৌড়াতে হত (ভুল হলে ক্ষমা নাই)। আর রুপশার তীর আমারও বেশ ভাল লাগে।

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: হু এটাও একটা ডাহুক পাখি গুরু।

কিন্তু জুনাপু যে আর একটা ছবি দিয়া ১ম হইয়া গেছে।তাই তার ছবিটাই দিয়ে দিলাম!! :) :)

৭| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৭

মোহাম্মদ বাসার বলেছেন: আপনার কবিতাটা পড়ে যতটাই ভাল লেগেছিল ততটাই খারাপ লেগেছে আপনার কমেন্ট সেকশনে এসে। ডাহুক দেখেননি কিন্তু ডাহুক নিয়ে কবিতা লিখে ফেললেন?

বাংলাদেশে এমন কোন গ্রাম আছে যেখানে ডাহুক নেই? আর তাছাড়া চিড়িয়াখানায়ওতো পাখি সেকশনে ডাহুক আছে। যে শহরে থাকে তারওতো গ্রামে শিকড় আছে, যায় কিংবা যেতে হয়!

আপনি একটা কাজ করুন কবি মহোদয় আজই কিংবা কয়েকদিনের মধ্যে সময় করে চিড়িয়াখানায় যেয়ে ডাহুক দেখে আসুন।

ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৮

বিলিয়ার রহমান বলেছেন: মোহাম্মদ বাসার আপনাকে আমার ব্লগে স্বাগতম।

কমেন্ট সেকশন তো কবিতার অংশ নয় ভায়া। পোস্ট পাঠ করে এখানে সাধারনত পোস্টের আলোকে মন্তব্য করা হয়।আপনি অসাধারন, তাই মন্তব্যটা কেবল কমেন্ট সেকশনের কমেন্টের আলোকে করেছেন।

আপনার কমেন্টে যে রকম নেই কাজ তো খই ভাজ টাইপের সমালোচনা করলেন তাতে বেশ বিনোদিত হলাম।আমি ডাহুক পাখি চিনি না তা আপনি জানলেন কি করে। আমিতো একবারও বলিনি যে আমি ডাহুক পাখি চিনি না। আপনাকে হয়তো কোন জীন, পরি, দরবেশ অথবা ভুতে এই তথ্য জানিয়েছে,নাকি??

আমার কবিতাটি একটা রূপক কবিতা(যার ইনার মিনিং আপনি বুঝেছেন কিনা তাতে আমার সন্দেহ আছে)।যেখানে ডাহুকের মৃত্যু একটা রূপকমাত্র। যদিও সারফেসে কেবল একটা ডাহুকের মৃত্যু আপনি দেখছেন কিন্তু কবিতার ইনার মিনিং আরো বিস্তৃত।

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৭

বিলিয়ার রহমান বলেছেন: জুন আপু কে আমি বলেছিলাম গুগলে Gallinule সার্চ দিয়ে যে ছবি পেয়েছি সেটাই(যদিও আপনি ছবিটা দেখেননি যেটি সত্যিই একটা ডাহুক সদৃশ পাখি ছিল) পোস্টের সাথে জুড়ে দিয়েছি। এর মানে এইও নয় যে আমি ডাহুক চিনি না।

৮| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩১

ছায়াহরিণ বলেছেন: ভােলালাগা :)

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৩

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!!:)

ভালো থাকুন!:)

৯| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪২

অদৃশ্য বলেছেন:




চমৎকার ... শুধু মনটা ভার হয়ে গেলো এই যা...

শুভকামনা...

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৬

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় অদৃশ্য শুভেচ্ছা জানবেন।
পাঠ + লাইক জন্য কৃতজ্ঞতা।

মন্তব্যে পেলাম অনুপ্রেরণা!:)

১০| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৮

সুমন কর বলেছেন: রামপালের ছাই ভষ্মে রূপশা মৃত্যুপুরি তখন
ডাহুকের লাশটা ভাসছিল নদীর উজানে।
-- ভালো লিখেছেন।

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৭

বিলিয়ার রহমান বলেছেন: দাদা শুভেচ্ছা জানবেন।

মন্তব্যে অনুপ্রেরণা পেলাম !!:)


ভালো থাকুন সবসময়! :)

১১| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:
এমন যেন না হয়। ডাহুকরা বেচে থাকুক বনেবাদাড়ে। কবিতায় প্লাস++ বিলি ভাই।

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৯

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + লাইক + প্লাসের জন্য কৃতজ্ঞতা।
মন্তব্যে পেলাম অনুপ্রেরণা।:)

ভালো থাকুন সব সময়।:)

১২| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫০

মেহেদী রবিন বলেছেন: অসাধারণ প্রকাশ। ভাল লেগেছে খুবই

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১০

বিলিয়ার রহমান বলেছেন: মেহেদী রবিনেনুপ্রাণিত করে গেলেন।:)

ভালো থাকুন সবসময়।:)

১৩| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৪

ভীনদেশী বলেছেন: কবিতার রূপকতা ভালো লেগেছে।
তবে পরিণতিটা মারাত্মক। ডাহুকের এই পরিণতি চাইনে।

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১১

বিলিয়ার রহমান বলেছেন: আমিও চাইনা ভীনদেশী।:)

১৪| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৬

ভীনদেশী বলেছেন: কবিতাটা মনে ধরেছে খুব।লাইক দিয়ে প্রিয়তে রেখে দিলাম।

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১২

বিলিয়ার রহমান বলেছেন: কি দরকার ছিলো এসবের!! হা হা হা :)


কৃতজ্ঞতা ভীনদেশী।

১৫| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৭

অনুকথা বলেছেন: মুগ্ধ!!
দারুণ! প্লাস++

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৫

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + লাইক + প্লাসের জন্য কৃতজ্ঞতা।:)
মন্তব্যে পেলাম অনুপ্রেরণা।:)

অনুকথা ভালো থাকুন সবসময়।:):)

১৬| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৭

অনুকথা বলেছেন: মুগ্ধ!!
দারুণ! প্লাস++

১৭| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৭

অঞ্জন ঝনঝন বলেছেন: সৈয়দ ওয়ালীউল্লাহর "একটি তুলসী গাছের কাহিনী" গল্পটির কথা মনে পড়ে গেল। কবিতায় ভাল লাগা

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৩

বিলিয়ার রহমান বলেছেন: অঞ্জন ঝনঝন শুভেচ্ছা জানবেন।:)

আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রেরণা পেলাম!!:)

ভালোথাকবেন!:) :)

১৮| ১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডাহুকের এই মৃত্যুটা কেবলই কি একটা মৃত্যু
নয় কি কোন পরিকল্পিত, নিষ্ঠুর খুন?
উজানের জলে ভেসে চলা রামপালের ছাই
প্রশ্নের উত্তর বলছিলো নিদারুণ।

অসাধারন!!!!

+++++++

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো কবির কাছ থেকে অসাধারন কথাটি শুনতে দারুন লাগে।ওই “অসাধারন” কথাটি আরো লেখার অনুপ্রেরণা দেয়।:)

পাঠ + লাইকের জন্য কৃতজ্ঞতা!!:)

ভালো থাকুন সবসময়।:)

১৯| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০২

পবন সরকার বলেছেন: খুব ভালো লাগল।

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৯

বিলিয়ার রহমান বলেছেন: বন সরকার শুভেচ্ছা জানবেন!:) :)

মন্তব্যে অনুপ্রাণিত হলাম!!:) :)

ভালো থাকুন সবসময়।:)

২০| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান,




রূপসা রূপ খুইয়ে রূপহীন হয়ে যাবে । একটি ডাহুকের লাশ ভেসে উঠবে রূপসার রূপক্ষয়া জলে । এমন রূপকের আড়ালে আমাদের ক্ষয়ে যাওয়ার কথা , আমাদের লাশ হয়ে ওঠার ঘন্টাধ্বনি শুনিয়ে গেলেন ।

হায় .... এই শরতের আগেই যদি কোনও এক বিবেকী মানুষ রূপসার তীরে, রামপালের ঘাটে এসে বসতেন !!!!!!!!!!

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪২

বিলিয়ার রহমান বলেছেন: বিবেকী মানুষের বিবেক খামখেয়ালিপনার কাছে নত হয়ে গেছে। রামপালের ধ্বংসযজ্ঞ অবিরাম চালিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে আমাদের শাসকেরা বদ্ধপরিকর। প্রাকৃতিক পরিবেশ নিয়ে শাসকদের কারো ম্যাথাব্যাথা আছে বলে মনে হয় না!:)

২১| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতির উপর বেকুবদের দখল বিস্তারের প্রতিবাদে, প্রকৃতির সম্ভাভ্য প্রতিবাদ

১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ+ মন্তব্যের জন্য ধন্যবাদ!:)


ভালোথাকুন!!:)

২২| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৭

হাতুড়ে লেখক বলেছেন: ভাল লাগা জানবেন কবি। শুভ কামনা মৃতপ্রায় ডাহুকদের জন্য।

১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০১

বিলিয়ার রহমান বলেছেন: হাতুড়ে লেখক শুভেচ্ছা জানবেন!!:)

মন্তব্যে অনুপ্রাণিত হলাম!:)

ভালোথাকুন!!:)

২৩| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ডাহুকের এই মৃত্যুটা কেবলই কি একটা মৃত্যু
নয় কি কোন পরিকল্পিত, নিষ্ঠুর খুন?


মনটা খারাপ করে দিলেন!
চমৎকার লেখা, শুভেচ্ছা রইল।

১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৩

বিলিয়ার রহমান বলেছেন: মনটা খারাপ করে দেওয়ার জন্য দুখিঃত। কিন্তু কয়েক বছর পরে এটাই হবে বাস্তব সত্য!!:)


আপনার প্রশংসায় অনুপ্রেরণা পেলাম!:)

ভালোথাকুন!!:)

২৪| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন ।

শুভ কামনা।

১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৬

বিলিয়ার রহমান বলেছেন: আশা করি ভালো আছেন!:)
বেশ কিছু দিন ব্লগে দেখিনি!!:)


আপনার দারুন লাগায় অনুপ্রেরণা পেলাম!:)

ভালোথাকুন!:)

২৫| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: রামপালের ছাই ভষ্মে রূপশা মৃত্যুপুরি তখন
ডাহুকের লাশটা ভাসছিল নদীর উজানে
-- এ দুটো চরণই কবিতার মূল প্রতিপাদ্য।
জুন এর মন্তব্যদুটো (২, ৫) ভাল লেগেছে।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রিয় খায়রুল আহসান!:)

২৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫২

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: দারুন লিখেছেন । অনেক শুভকামনা।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে শুভেচ্ছা!:)

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩০

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ মন্তব্য + লাইকের জন্য কৃতজ্ঞতা!


ভালোথাকুন!:)

২৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৩

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: দারুন লিখেছেন । অনেক শুভকামনা।

২৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

টমাটু খান বলেছেন: চমৎকার কবিতা লিখেন আপনি।

১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪২

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম!:)

ভালোথাকুন সবসময়!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.