নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

টুকরো কাব্য

২৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৬


০১। জ্যৈষ্ঠের এক ভোর.....

পাতায় পাতায় খেলে যাচ্ছে বাতাস আর রোদ্দুর
পাখি সুর তুলে গায় শুনি দু'কান যায় যদ্দুর
এক চিলতে রোদ্দুর জানালার কাঁচ আছে ছুঁয়ে
নারিকেল পাতাগুলো লজ্জায় পড়ছে যেনো নুয়ে
এডাল ওডালে কাক ডানা মেলে কা কা তুলে সুর
নরম বাতাস, ভোর চোখে ঘুম দেয়, লাগে ঘোর।
বাতাসে পাতায় খায় দোল, মনখানি দোলে যায়
জ্যৈষ্ঠের এই প্রহরে ঘরের চালে গরম বসে ঠাঁয়।

ঝমঝমিয়ে নামুক বৃষ্টি ভিজে যাক মাটি পাতা
নামব বৃষ্টিতে ইচ্ছে কেউ এসে মাথায় ধরবে ছাতা।
মে ২৬ ২০১৬

০২। এভাবেই সময় যায় অবহেলায়....

ঘুম ভাঙ্গে অলসতা ভাঙ্গতে চায়না সে কি!
বিছানায় শুয়ে শুধু দেয়ালের ঘড়ি দেখি
চোখ ঢুলু ঢুলু ঘুম বসে আঁখির পাতায়
ভোর এসে মৃদু বায়ে ধরে ছায়ার ছাতায়।
এই উঠি এই উঠি বলে কেটে যায় কত বেলা
এভাবেই করে যাই সময়ের অবহেলা!!
মে ২৫ ২০১৬

০৩। যন্ত্র শহর....ব্যস্ততায় থাকে বোঁদ হয়ে..

নিরব প্রহর, কেউ ঘুমে বেঘোর, কেউ জেগে
মিষ্টি হাওয়ায় শান্ত পরিবেশ
পাতায় পাতায় আলো আছে লেগে
ধীরে ধীরে হতে থাকে চঞ্চল এই শহর
যন্ত্রের পিছনে ছুটে দিনভর
কর্মক্লান্ত দিন ফের হয়ে উঠে ব্যস্ততার প্রহর।
মে ২৪ ২০১৬

০৪। ধূলিকণা ওড়ে বাতাসে......
বেহায়া বাতাসে উড়ে ধূলোবালি সাথে ছেঁড়া পলিথিন
পিচঢালা পথে সাঁই সাঁই ভেসে বেড়ায় কালো ধূঁয়া
পতপত করে ওড়ে ঝুলানো ব্যানার বাতাসের কি শক্তি
ওড়ে যাই সাথে আমি বাতাসের ধাক্কা সামলানো যে দায়....
May 19 at 2:54pm •

০৫। বৃষ্টি.....

ভ্যাপসা গরম ধুঁধুঁ হাওয়া
নিত্য করছে আসা যাওয়া
ঘামে ভিজায় হাওয়ায় শুকায়
বৃষ্টি নীলের বুকে লুকায়।
মে ১৭ ২০১৬

০৬। এগিয়ে যাও আমার সন্তানেরা.......

শত উৎসুক নয়ন তাকিয়ে স্কুল ফটকে
উৎকণ্ঠার সে প্রহর গোনে গোনে পার সেকি!
চাট্টিখানি কথা!
বিনিময়ে সন্তানের হাসিমাখা মুখ চেয়ে
ক্লান্ত চিন্তিত প্রহর কেটে যায় প্রশান্তিতে।
কি রোদ্দুর কি বর্ষন সকল মাথায় নিয়ে দাঁড়ায়ে
অপেক্ষার ক্ষণ কেটে যায় রাজ্যের ক্লান্তি ছুঁয়ে।
মায়েদের আবেগীয় মুহুর্ত হয় যেনো সন্তানের
সম্মুখেতে অগ্রসর হওয়ার শুদ্ধতার সঠিক পথ।
এগিয়ে যাও আমার সন্তানেরা
তোমাদের পথ চেয়ে আছে আমাদের মাতৃভূমি।
মে ০৩ ২০১৬

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

কাশফুল মন (আহমদ) বলেছেন: সব তো বলে পেল্লেন,,,

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

২| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১০

অ্যাজুরিল বলেছেন: সাধারন বিষয়গুলো কি সুন্দর করে কাব্যে লিপিবদ্ধ করেছেন! ভাল লাগল।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য লেখার প্রেরণা যোগায়

আন্তরিক ধন্যবাদ আপনাকে

৩| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

ঘটক কাজী সাহেব বলেছেন: দারুন ভালো লাইগেছে :-B

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ ধন্যবাদ ভাল থাকুন

৪| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:২০

ডঃ এম এ আলী বলেছেন: ভ্যাপসা গরম ধুঁধুঁ হাওয়া
নিত্য করছে আসা যাওয়া
ঘামে ভিজায় হাওয়ায় শুকায়
বৃষ্টি নীলের বুকে লুকায়

লোকানোর জায়গাটা খুব ভাল
এখান থেকে অার হারাবেনা ।

কবিতা সম্ভার খুব ভাল লাগল ।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: লুকানোর জায়গাটা ভালই আকাশের বুক অনেক বড় যে

ধন্যবাদ

৫| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:২৪

ডঃ এম এ আলী বলেছেন: আবার আসলাম কবিতার সাথে ছবিখান চ্যাম্পিয়ান হইছে। ধন্যবাদ সুন্দর একখান ছবি দেখানোর জন্য

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.